সুরেন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ সান্ধ্য এবং সুরেন্দ্রনাথ আইন কলেজের পরিচালন সমিতি ভেঙে দিল বিশ্ববিদ্যালয়। ৩টিরই পরিচালন সমিতির জায়গায় প্রশাসক বসিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই ৩টি কলেজে পরিচালন সমিতির সভানেত্রী ছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন বিধায়ক শিখা মিত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার জানান, পরিচালন সমিতির বৈঠকে যথেষ্ট সদস্য না আসায় শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না। কোথাও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। কোথাও আবার বিশ্ববিদ্যালয় মনোনীত সদস্যও বৈঠকে অনুপস্থিত থাকছেন। কলেজগুলি জানতে চেয়েছিল, তাদের কী করণীয়। এই পরিপ্রেক্ষিতেই ওই তিন কলেজে পরীক্ষা নিয়ামক দেবাশিস বিশ্বাসকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। উপাচার্য সুরঞ্জন দাস এ দিন বলেন, “শুক্রবার সিন্ডিকেটের বৈঠকে প্রশাসক দিয়ে কাজ চালানোর সিদ্ধান্ত বহাল থাকলে এই ব্যবস্থাই চলবে। সিন্ডিকেট নতুন করে পরিচালন সমিতি গড়ার পক্ষে সায় দিলে সেটাই করা হবে।” তৃণমূল সূত্রের খবর, দলীয় সাংসদ সোমেন মিত্র ও স্ত্রী শিখাদেবীর একদা ঘনিষ্ঠ এক নেতা দলের অন্য শিবিরে যোগ দেওয়াতেই তিন কলেজে বিপত্তি হয়েছে। ওই নেতা শিখাদেবীকে সরিয়ে নিজেদের পছন্দমতো ব্যক্তিকে পরিচালন সমিতিতে বসানোর জন্য এই পরিস্থিতি তৈরি করেছেন বলেও দলীয় সূত্রের খবর। সুরেন্দ্রনাথ উইমেন্স কলেজের পরিচালন সমিতিতে শিখাদেবী নেই। সেই কলেজের ক্ষেত্রে এমন পদক্ষেপ করা হয়নি। শিখাদেবীর অভিযোগ, “কলেজে কিছু অন্যায় হচ্ছিল। তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিলাম বলে তৃণমূলের একটি গোষ্ঠীর পছন্দ হয়নি।” শিখাদেবী আচার্য গিরিশচন্দ্র বসু কলেজেরও পরিচালন সমিতির সভানেত্রী। মঙ্গলবার তিনি ওই পদে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। রবিবার ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার সাহেবাবাদ এলাকায়। মৃতার নাম বাসন্তী দেবী (৫৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন ওই মহিলা। ওই সময়ে রাস্তায় গাড়ি ঘোরাচ্ছিলেন প্রমোদ শাহ নামে এক ব্যক্তি। হঠাৎই ধাক্কা লাগে পিছনে দাঁড়িয়ে থাকা বাসন্তীদেবীর। গাড়ির ধাক্কায় তিনি পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যান। রাতে সেখানেই মৃত্যু হয় বাসন্তীদেবীর। গাড়িটি আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে।
|
শাটার ভেঙে চুরি হল সোনার দোকানে। রবিবার, বাগুইআটি থানা এলাকার দশদ্রোণে। পুলিশ জানায়, এ দিন দোকানে গিয়ে দেখা যায় চারদিক লণ্ডভণ্ড। ক্যাশবাক্সের তালা ভাঙা। দোকানমালিকের দাবি, কয়েক ভরি সোনার গয়না, প্রায় দু’কেজি রুপোর গয়না ও ৪৪ হাজার টাকা চুরি হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের বিএ, বিএসসি অনার্স এবং মেজর বিষয়ের পার্ট-ওয়ানের ফল ওয়েবসাইটে জানা যাবে। সোমবার বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ, মঙ্গলবার বেলা ২টোর পর থেকে http://www.whresults.nic.in ও http://www.exametc.com এই দু’টি ওয়েবসাইট থেকে বিএ, বিএসসি পার্ট ওয়ানের ফল মিলবে। ওই দু’টি ওয়েবসাইটে গিয়ে ১০ সংখ্যার রোল ও নম্বর নির্দিষ্ট জায়গায় লিখলেই ফল জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙা ভবন থেকে কলেজের প্রতিনিধিরা কলেজ-ভিত্তিক মার্কশিট নিতে পারবেন। পরীক্ষার্থীরা মোবাইলে এসএমএস করেও ফল জানতে পারবেন। সে ক্ষেত্রে CUUG 1 সঙ্গে ১০ অঙ্কের রোল ও নম্বর লিখে 54242-এ পাঠাতে হবে। |