টুকরো খবর
হিমঘরে ভাড়া বৃদ্ধি
হিমঘরে বাড়তি সময়ের জন্য মজুত রাখা আলুর ভাড়া হিসেবে কুইন্ট্যাল পিছু ১২ টাকা করে আদায় করতে হিমঘরগুলিকে নির্দেশ দিল রাজ্য সরকার। এই নির্দেশের প্রতিলিপি সমস্ত হিমঘরগুলিকে দেওয়া হয়েছে। গত ২৯ নভেম্বর এই নির্দেশ জারি করা হয়েছে বলে হিমঘর মালিকদের সূত্রে জানা গিয়েছে। গত ২০ নভেম্বর জারি করা এক আদেশে হিমঘরে আলু মজুতের সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর করছিল রাজ্য সরকার। বর্ধমানের কৃষি বিপনন আধিকারিকের দফতর সূত্রে বলা হয়েছে, ওই নির্দেশ তাঁদের হাতে এসেছে শুক্রবার বিকেলে। সোমবার তা হিমঘরগুলিকে জানানো হয়েছে। আপাতত বর্ধমানের হিমঘরগুলিতে মজুত ক্ষমতার শতকরা ৮ ভাগ মাত্র আলু মজুত রয়েছে। এবার প্রাকৃতিক বিপর্যয়ের কারনে নতুন আলু উঠতে দেরি হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে বাজারে ইতিমধ্যেই আলুর অভাব দেখা দিয়েছে। জেলা কৃষি দফতর সূত্রে বলা হয়েছে, জেলায় আলু চাষ হবার কথা প্রায় ৭০ হাজার হেক্টার। তার ৪০ হাজার হেক্টারে এ পর্যন্ত আলু চাষ করা গিয়েছে।

পাওয়ারগ্রিডের ইস্যু খুলছে আজ
বাজারে ফের শেয়ার ছাড়ছে পাওয়ারগ্রিড কর্পোরেশন। প্রথম বার সংস্থা শেয়ার বিক্রি করেছিল ২০০৭-এ। দ্বিতীয় দফার ইস্যু খুলছে আজ মঙ্গলবার। সাধারণ লগ্নিকারীদের জন্য তা বন্ধ হবে ৬ ডিসেম্বর। সাধারণ লগ্নিকারীদের কাছে বিক্রি করা হবে ৭৮ কোটি ৪০ লক্ষ ৫৩ হাজার ৩০৯টি শেয়ার। এ ছাড়া সংস্থার কর্মীদের কাছে বিক্রির জন্য ৩০ লক্ষ শেয়ার নির্দিষ্ট করে রাখা হয়েছে। প্রতিটি শেয়ারের মূল্যবন্ধনী ঠিক হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা। তবে সাধারণ ক্ষুদ্র লগ্নিকারীরা শেয়ার প্রতি দামে ৪.৫০ টাকা ছাড় পাবেন। কমপক্ষে ১৫০টি শেয়ারের জন্য আবেদন করতে হবে। তার বেশি শেয়ারের জন্য আবেদন করতে হলেও অন্তত আরও ১৫০টির জন্য করতে হবে। পাওয়ারগ্রিড কর্তৃপক্ষ জানান, দেশে বিদ্যুৎ পরিবহণের পরিকাঠামো গড়তে দ্বাদশ পরিকল্পনায় তাঁরা ১ লক্ষ কোটি টাকার বেশি লগ্নির পরিকল্পনা করেছেন। এর মধ্যে ২০ হাজার ৯০০ কোটি করা হচ্ছে চলতি অর্থবর্ষেই। সংস্থার ২০১২-’১৩ অর্থবর্ষের লাভ ৪২৩৫ কোটি টাকা।

লেনদেন ঘাটতি কমে জাতীয় আয়ের ১.২%
চলতি খাতে ভারতের বৈদেশিক মুদ্রার লেনদেন ঘাটতি ২০১৩-’১৪ অর্থবর্ষের জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৫২০ কোটি ডলারে (৩২,৭৬০ কোটি টাকা) নামল, যা মোট জাতীয় আয়ের ১.২%। গত অর্থবর্ষের দ্বিতীয় ভাগে তা ছুঁয়েছিল ২১০০ কোটি ডলার (১ লক্ষ ৩২,৩০০ কোটি টাকা)। মোট জাতীয় আয়ের ৫%। রিজার্ভ ব্যাঙ্ক এই তথ্য জানিয়ে বলেছে, মূলত রফতানি ঘুরে দাঁড়ানোয় ও সোনা আমদানি কমায় বৈদেশিক মুদ্রা আয়-ব্যয়ের এই ঘাটতি নেমেছে। এ দিকে, জুলাই-সেপ্টেম্বরে ভারতে বৃদ্ধি ৪.৮% ছোঁয়ায় এ দেশের অর্থনীতি সম্পর্কে আস্থা জানিয়েছে বিশ্বব্যাঙ্ক। ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইন্ডিয়ার প্রধান ওন্নো রুহ্ল জানান, তাঁর আশা এই প্রবণতা বজায় থাকবে। একই সুরে অর্থমন্ত্রী পি চিদম্বরমও বলেন, এই অর্থবর্ষে বৃদ্ধি ৫% ছোঁবে বলে তিনি আশাবাদী।

নোকিয়ার কর নিয়ে
বকেয়া কর হিসেবে ন্যূনতম ২,২৫০ কোটি টাকা দেওয়ার যে-প্রস্তাব দিয়েছে নোকিয়া, তা গ্রহণযোগ্য নয় বলে সোমবার দিল্লি হাইকোর্টে জানাল আয়কর দফতর। এ নিয়ে পরবর্তী শুনানি হবে ৯ ডিসেম্বর। সংস্থার মোট বকেয়া কর ৬,৫০০ কোটি টাকা।

নয়া উদ্যোগ
মডিউলার কিচেন ব্যবসায় পা রাখছে সেঞ্চুরি প্লাই। এ সপ্তাহেই শহরে তপসিয়া রোডে ‘নেস্টা মডিউলার কিচেন’ নামে নতুন বিপণি চালুর কথা জানিয়েছে সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.