তিন পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে
সার্ভিসেসের বিরুদ্ধেও তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। এ মরসুমে রঞ্জি ট্রফির প্রথম চার ম্যাচের মতো রবিবারও জয় অধরাই থেকে গেল লক্ষ্মীরতন শুক্লদের।
বাংলার প্রথম ইনিংসে ৪৩১ রানের জবাবে সার্ভিসেস প্রথম ইনিংসে তৃতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান তুলেছিল। চতুর্থ দিন ২১ রানের মধ্যে বাকি চার উইকেট ফেলে দিয়ে ফলো অন করাতে পারলে জেতার ক্ষীণ আশা থাকত লক্ষ্মীদের। দ্রুত উইকেট তোলার মরিয়া লড়াইয়ে দিনের চতুর্থ ওভারেই সৌম্য সোয়াইনকে (৫৬) ফেরান ইরেস সাক্সেনা। পরের ওভারে ইরফান খানকে খাতা খোলার আগেই রান আউট করে ফলো অনের সম্ভাবনা উজ্জ্বল করে তোলে বাংলা। সার্ভিসেসের স্কোর তখন ২৬৭-৮। ফলো অন করাতে হলে ১৫ রানের মধ্যে চাই দু’উইকেট। কিন্তু নবম উইকেটে সূরজ যাদব আর রাহুল কানোজিয়ার মধ্যে ২৬ রানের পার্টনারশিপই বাংলার জেতার আশায় জল ঢেলে দেয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অরিন্দম দাস (৫০), শুভময় দাস (৫৪) আর রোহন বন্দ্যোপাধ্যায়ের (২) উইকেট হারিয়ে বাংলা ১২৬-৩ তোলার পরই ম্যাচ ড্র ঘোষণা করতে সম্মত হন দু’দলের অধিনায়ক। ম্যাচের পর বাংলার কোচ অশোক মলহোত্র বলেন, “সকালে আমরা কয়েকটা উইকেট তুলে নিয়ে যথেষ্ট চেষ্টা করেছিলাম। কিন্তু ফলো অন করানো গেল না। আসলে এটাও সমস্যা নয়। যদি ওদের আবার ব্যাট করাতাম, তাহলেও তিন সেশনের মধ্যে সার্ভিসেসের ১০ উইকেট ফেলার মতো উইকেট এটা নয়। সেটা গত কালই বোঝা গিয়েছিল যখন ওদের একটা পার্টনারশিপই আমাদের আটকে দিয়েছিল।” সঙ্গে তিনি যোগ করেন, “এ মরসুমে রঞ্জিতে সব জায়গাতেই আমরা ভাল পিচ পেয়েছি। কিন্তু এই পিচটা একটু আলাদা। তাই এই ফলে আশ্চর্য হওয়ার কিছু নেই।”
অধিনায়ক লক্ষ্মী বলেন, “সৌরাশিস যে ভাবে ব্যাট আর বল করেছে তাতে আমি খুব খুশি। নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামার সুযোগটা দারুণ কাজে লাগিয়ে দ্বিতীয় দিন ও সেঞ্চুরি করেছে। এর পর পিচ থেকে সাহায্য না পেলেও তিনটে উইকেট তুলে নিয়েছে। ওই যোগ্য ম্যান অব দ্য ম্যাচ।” নক আউটে উঠতে বাংলার লড়াই এর পর রেলওয়ে, উত্তর প্রদেশ আর তামিলনাড়ুর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। তা ছাড়া চোটের জন্য মনোজ তিওয়ারি টিমে নেই। দক্ষিণ আফ্রিকা সফরের দলে থাকায় মহম্মদ শামিকে পাওয়া যাচ্ছে না। ঋদ্ধিমান সাহাকেও পরের ম্যাচে পাবে না বাংলা। বাংলার অধিনায়ক যদিও বলছেন, “আমার কাছে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা ইতিবাচক। এখনই পরের তিনটে ম্যাচ বা আমরা পয়েন্টের দিক থেকে এখন কোথায় দাঁড়িয়ে সে সব নিয়ে ভাবতে চাই না। পরের ম্যাচটার জন্য অপেক্ষা করছি। কত পয়েন্ট পাব তা নয়, জোর দিচ্ছি পরের ম্যাচে চার দিন ভাল খেলার উপর। তা হলেই নিশ্চিত ভাবে পয়েন্ট আসবে।”
সংক্ষিপ্ত স্কোর

বাংলা
প্রথম ইনিংস ৪৩১
সার্ভিসেস
প্রথম ইনিংস (গতকালের ২৪২-৩ এর পর)
৩০৪ (সৌম্য ৫৬, দিন্দা ৩-৯৭, সৌরাশিস ৩-৬৯)
বাংলা
দ্বিতীয় ইনিংস
১২৬-৩ (শুভময় ৫৪, অরিন্দম ৫০, ইরফান ১-১০)

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.