চোট-আঘাত নয়। সোমবার মুম্বই এফসি-র বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগে পুণের বালেওয়ারি স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রবল দুশ্চিন্তায় আর্মান্দো কোলাসো। রবিবার সকালে সেই মাঠেই প্রায় সওয়া এক ঘণ্টা অনুশীলন করার পরে ফোনে ইস্টবেঙ্গল কোচ বলছিলেন, “মাঠের অবস্থা যে খুব ভাল সেটা বলা যাবে না। অনেক জায়গায় উচু-নিচু আছে। অসমান বাউন্স। সমস্যা হল, আমরা পাসিং ফুটবল খেলতে অভ্যস্ত। কিন্তু এই ম্যাচে সেটা খেলা খুব কঠিন। মাঠটাও ছোট। এখানে গতি একটা বড় ফ্যাক্টর হবে।”
মাঠ নিয়ে দুশ্চিন্তার মধ্যে আর্মান্দোর জন্য স্বস্তির খবর, মেহতাব ছাড়া পুরো লাল-হলুদ টিমকেই হাতে পাচ্ছেন তিনি। দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার সৌমিকের খেলা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হলেও, সোমবার তিনি শুরু থেকেই খেলবেন। কোচ বললেন, “আমরা সব রকম ভাবে প্রস্তুত। রক্ষণ নিয়ে সামান্য চিন্তা থাকলেও, সৌমিক এসে যাওয়ায় আর নেই। আমরা তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছি না।” আর্মান্দো প্রথম এগারো নিয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও, কথাবার্তায় মনে হল ইউনাইটেড ম্যাচের ডিফেন্সই মুম্বই এফসি-র বিরুদ্ধে নামাতে চাইছেন। |
তবে সৌমিক নিয়ে দুশ্চিন্তা কাটলেও পুণেতে ইস্টবেঙ্গল শিবিরে নতুন ধোঁয়াশা মোগাকে নিয়ে। ডার্বির পরে জাতীয় দলের ডাকে কেনিয়া চলে যাওয়ায় ইউনাইটেড ম্যাচ খেলতে না পারলেও, ইস্টবেঙ্গলের ‘ভারত সফরে’র প্রথম অ্যাওয়ে ম্যাচ থেকেই সুদানের স্ট্রাইকারের খেলার কথা। কিন্তু রবিবার বিকেলে পুণেতে চিডিদের শিবিরে যোগ দেওয়া ঠিক থাকলেও রাত পর্যন্ত তাঁর কোনও খবর নেই। এমনকী সোমবার সকালে মোগা কখন আসবেন সেটাও নিশ্চিত ভাবে কেউ বলতে পারছেন না। মজার ব্যাপার, ইস্টবেঙ্গল কোচকে মোগা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি পাল্টা বলছেন, “কে বলল মোগা আসেনি? ও এসেছে আর সোমবার খেলবেও।” কিন্তু ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, “মোগা আসেনি। ম্যাচের দিন কখন আসবে সেটাও নিশ্চিত নয়।” এখনও পর্যন্ত যা খবর, সোমবার সকালের ব্রেকফাস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে মোগার জন্য। তার মধ্যে যদি লাল-হলুদের বিদেশি স্ট্রাইকারের কোনও হদিশ পাওয়া না যায়, তা হলে ইউনাইটেড ম্যাচের দলই মুম্বই এফসি ম্যাচে খেলবে।
রবিবার বিকেলে টিমের সাত-আট জন ফুটবলারকে নিয়ে ইউনাইটেড-পুণে এফসি ম্যাচ দেখতে বালেওয়ারি স্টেডিয়ামে গিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। মাঠ নিয়ে অসন্তোষ থাকলেও, র্য্যান্টি বনাম আরাতাদের খেলা দেখে খুশি তিনি। তবে সোমবার ড্র করে নয়, তিন পয়েন্ট নিয়েই পুণে ছাড়তে চাইছেন মরিয়া আর্মান্দো। |
সোমবারে আই লিগ
ইস্টবেঙ্গল : মুম্বই এফসি (পুণে, ৬-০০) |