|
|
|
|
জিতলে প্রথম তিনে র্যান্টিরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্পনসর জোটেনি এখনও! ফুটবলাররা ভুগছেন চোট-আঘাতের সমস্যায়! দলের প্রধান স্ট্রাইকার র্যান্টি মার্টিন্স গোল পাচ্ছেন না! তবু আই লিগে ‘ফার্স্ট বয়’ হওয়ার হাতছানি ইউনাইটেড স্পোর্টসের সামনে।
রবিবার পুণে এফসি-কে হারাতে পারলেই আই লিগের শীর্ষস্থান দখল করে নেবেন র্যান্টি মার্টিন্সরা। তবে অঙ্কটা যে খুব সহজ, সেটা কিন্তু নয়। ইউনাইটেডকে এক নম্বরে উঠতে হলে, অন্যদের ভরসায় থাকতে হবে। লিগ টেবিলের প্রথম দু’টো দল সালগাওকর ও বেঙ্গালুরু এফসি-র খেলা রয়েছে যথাক্রমে স্পোর্টিং ক্লুব ও লাজং এফ সি-র সঙ্গে। তাদের নির্দিষ্ট ম্যাচগুলোতে হারতে হবে। যদিও ইউনাইটেড কোচ এলকো সাতৌরির এ সব নিয়ে কোনও মাথা ব্যথা নেই, “লিগে ওঠা-নামা তো লেগেই আছে। এ সব নিয়ে একেবারেই ভাবছি না। আমার এখন একটাই লক্ষ্য। যে করেই হোক প্রথম লেগে আমাদের শক্তিশালী জায়গায় থাকতে হবে। যাতে পরের দিকে অযথা চাপ এসে না পড়ে।” ইস্টবেঙ্গল ম্যাচ ড্র করার পরে একটু যে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, তার উপায় নেই। উল্টে যত সময় এগোচ্ছে, ততই যেন সাতৌরির দুশ্চিন্তা আরও বেড়ে যাচ্ছে! রবিবার লিগ শীর্ষে ওঠার যুদ্ধে এলকোর দলের সবচেয়ে বড় কাঁটা রক্ষণের সংগঠন। পুণে ম্যাচে অধিনায়ক দীপক মণ্ডলকে পাচ্ছেন না ইউনাইটেড কোচ। ধনচন্দ্র সিংহও অসুস্থ। তাঁকে বাদের তালিকায় রেখেই দল গড়ছেন কোচ। এলকো বলছিলেন, “একটার পর একটা সমস্যা লেগেই আছে। মাঝমাঠে লালকমলের অভাব তো ছিলই। এ বার ডিফেন্স নিয়েও নাজেহাল অবস্থা। দীপকের বদলে সুখেন খেলবে। কিন্তু ধনচন্দ্রের জায়গায় কাকে খেলাবো, বুঝতেই পাচ্ছি না!” অনেক সমস্যার মধ্যে ইউনাইটেডের জন্য সুখবর, চোট সারিয়ে র্যান্টির পাশে খেলতে পারবেন এরিক।
এ দিকে, মুম্বই এফসি-র বিরুদ্ধে খেলতে শনিবার রাতেই পুণে পৌছে গেল ইস্টবেঙ্গল। সোমবার ম্যাচ। |
রবিবার আই লিগে
মোহনবাগান : রাঙ্গদাজিদ (যুবভারতী, ২-০০)
পুণে এফসি : ইউনাইটেড (পুণে, ৬-০০)
বেঙ্গালুরু এফসি : লাজং (বেঙ্গালুরু, ৩-০০)
সালগাওকর : স্পোর্টিং ক্লুব (গোয়া, ৩-০০) |
|
|
|
|
|