১ গরহাজির, উপস্থিত নয়।
৪ মহারাষ্ট্রের অধিবাসী।
৬ ‘—এ কুসুম না দিয়ো,
শুধু শিথিল কবরী বাঁধিয়ো’।
৮ বৃথা পরিশ্রম।
৯ কাঠচেরাইয়ের যন্ত্র।
১০ সপ্তম আশ্চর্যের একটি।
১১ কষ্ট দেয় এমন।
১৩ ছুড়ে মারার অস্ত্র।
১৪ কোনও লেখার যথাযথ নকল।
১৫ ইয়ত্তা, সীমা, ওর গুণের—নেই।
১৭ সব ব্যবসায়ী চায় তার ব্যবসা এমন হোক।
১৯ ‘পুতুলনাচের—’।
২১ পরিচিত, —লোক।
২২ একাই, অন্যের সাহায্য ছাড়াই।
২৪ নোনা, লবণমিশ্রিত।
২৫ অযথা কালক্ষেপ,
সংগীতের প্রারম্ভিক সুরসাধন।
২৭ কোমল মগ্ন।
২৮ রাতের চৌকিদারি।
৩০ উত্তর কলকাতার বন্ধ হয়ে থাকা
এক নাট্যশালা।
৩২ কুঁড়ে।
৩৪ দম্ভপূর্ণ বড় বড় কথা।
৩৬ রুপোর মতো সাদা, —পর্দা।
৩৭ ক্ষণকাল, তিলমাত্র।
৩৮ বসন্তরোগ। |
|
১ গুঁড়ি বা কাণ্ডহীন বৃক্ষ।
২ পদগৌরব।
৩ ছুতোর, গিরগিটিজাতীয়
এক প্রাণী।
৪ মানসিক।
৫ বেরসিক এ উপভোগ
করতে পারে না।
৬ সক্ষম নয়।
৭ পদ্মের কুঁড়ি।
১১ পুকুর জলাশয়কে দূষিত করে।
১২ দেশের এক খনিজসম্পদ।
১৩ পানখেত।
১৪ এ জলে থই পাওয়া যায় না।
১৬ শৈলজানন্দের এক ছবি
বা ‘ও যে—/আঁখি ফিরাইলে
বলে না, না, না’।
১৮ ইনামেল, মিনা, ‘—বাসন’।
২০ ‘জীবন যখন শুকায়ে যায়
—য় এসো’।
২৩ নেহাতপক্ষে, অন্তত।
২৬ যত নষ্টের গোড়া।
২৭ রাজহাঁসের মতো ধীর গতি।
২৯ এ গাছ কেবল পাতার সৌন্দর্য।
৩১ হিন্দির মাছ।
৩২ শোকহীন।
৩৩ বিভীষণপত্নী।
৩৫ ছোট গোল-বালিশ। |