টুকরো খবর
ইনিংসে দশ উইকেট নিয়ে চমক করণের

অনুর্ধ্ব ২৫ জাতীয় ক্রিকেটে রেলওয়েজের পেসার করণ ঠাকুর একই ইনিংসে দশ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন। বডোদরার রিলায়্যান্স স্টেডিয়ামে শনিবার বরোদার বিরুদ্ধে এই কীর্তি গড়েন করণ। এমআরএফ পেস ফাউন্ডেশনে নিয়মিত ট্রেনিং নেন করণ। সেখানকার কোচ গ্লেন ম্যাকগ্রার টিপসও পান নিয়মিত। তাঁর টিপস কাজে লাগিয়েই এ বার ইতিহাস গড়ে ফেললেন তিনি। নতুন মাইলস্টোন গড়ার পর করণ বলেন, “দারুণ লাগছে এমন একটা মাইলস্টোন গড়তে পেরে। কখনও ভাবিইনি এমনটা করতে পারি। ম্যাকগ্রা স্যরের টিপস আমি সবসময়ই কাজে লাগানোর চেষ্টা করি। এ দিনও তা-ই করেছি। আগে পাঁচ উইকেট পেয়েছি। কিন্তু দশ উইকেট আমার কাছে স্বপ্নের মতো।” তবে এখন রঞ্জিই তাঁর লক্ষ্য, ভারতীয় সিনিয়র দল নয়।

ফিফা বিশ্বকাপ নিয়ে শহরে হয়তো সচিন

নভেম্বরের শুরুতে কলকাতায় পা রেখেছিলেন ইডেনে নিজের শেষ টেস্ট খেলতে। ডিসেম্বরের ২২ তারিখ সম্ভবত আবার কলকাতায় আসছেন তিনি। সে বার সচিন তেন্ডুলকরের সঙ্গে ছিল ক্রিকেট ব্যাট। এ বার ফুটবল বিশ্বকাপ! ফিফা ট্যুরের অঙ্গ হিসাবে ২২ তারিখ কাঠমাণ্ডু থেকে কলকাতায় আসছে বিশ্বকাপ। সঙ্গে থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কার্লোস আলবার্তো। সম্ভবত থাকছেন সচিনও। ২২ তারিখ সকালে কলকাতায় চলে আসার কথা তাঁর। তবে সচিন আসবেন মুম্বই থেকে।

দু’দিনে ৩৫ উইকেট
খোদ বোর্ড সচিবের শহরের উইকেট নিয়েই বিতর্ক। বরোদা-মধ্যপ্রদেশ ম্যাচে মাত্র দু’দিনে, ছয় সেশনে ৩৫ উইকেট পড়ে যাওয়ায় এই শহরের মোতি বাগ স্টেডিয়ামের পিচ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ৩১টি উইকেটই পেয়েছেন স্পিনাররা। ফলে উইকেট অত্যন্ত ভঙ্গুর কিনা, তার তদন্ত করে পিচ কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ বোর্ডসচিব। কিউরেটরকেও তলব করা হতে পারে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.