আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। পাকিস্তানের কাছে ওয়ান ডে সিরিজে হারের পর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটাররা এখন ফের বলতে শুরু করেছেন, আসন্ন সিরিজে স্মিথ, ডেভিলিয়ার্সদের কঠিন পরীক্ষার মুখে ফেলবে ভারত।
প্রাক্তনদের এই মত অবশ্য মানতে নারাজ আমলা, ডেভিলিয়ার্সরা। তাঁরা উল্টে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, মিসবাদের কাছে হার তাঁদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এ বার জেগে উঠে ভারতকে পরীক্ষার মুখে ফেলার পালা।
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে জেতার পর অধিনায়ক এবি ডেভিলিয়ার্স বলেন, “ভারত সত্যিই দারুণ খেলছে। ওরা এখন এক নম্বরও। আগামী সিরিজটা তাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তবে শনিবারের ম্যাচে আমাদের ক্রিকেটাররা যা খেলল, তেমন খেললে আশা করি ভারতকে হারাতে পারব।”
ডেল স্টেইনদের ব্যাটিং ভরসা হাসিম আমলাও দক্ষিণ আফ্রিকার প্রচারমাধ্যমের কাছে বলছেন, “পাকিস্তানের বিরুদ্ধে হার আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। ওদের বিরুদ্ধে করা ভুলগুলো শুধরে নিয়েই আমরা ভারতের সঙ্গে লড়াইয়ে নামব।” |
সিরিজটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তবে শনিবারের ম্যাচে আমরা যা খেললাম, তেমন খেললে আশা করি ভারতকে হারাতে পারব।
ডে’ভিলিয়ার্স |
পাকিস্তানের বিরুদ্ধে করা ভুলগুলো শুধরে নিয়েই কিন্তু আমরা ভারতের বিরুদ্ধে নামব। আশা করি সিরিজটা আমরা জিততে পারব।
আমলা |
|
গত বার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সফরের মতো এ বার দক্ষিণ আফ্রিকায় গিয়ে যাতে ভরাডুবি না হয়, তার জন্য ব্যবস্থা নিচ্ছে ভারতীয় বোর্ড। টেস্ট টিমে থাকা ক্রিকেটারদেরও আগেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।
ভারতের মুখোমুখি হওয়ার ঠিক আগের সিরিজে তাঁদের দলের জয় নেই, এই ব্যাপারটাই সহ্য হচ্ছে না কেপলার ওয়েসেলস এবং ক্লাইভ রাইসদের। ওয়েসেলস যেমন বলছেন, “আমাদের দলকে ভারতের বিরুদ্ধে সিরিজে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।” রাইস আবার ওয়ান ডে-তে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ের কোনও সম্ভাবনাই দেখছেন না। পরিষ্কার বলে দিচ্ছেন, “সম্ভবত ভারতই এগিয়ে থাকবে এই সফরে। আমাদের ক্রিকেটাররা যা খেলছে, তাতে ভারতের সাফল্য না পাওয়ার কোনও কারণ দেখছি না।” |