|
|
|
|
বিহারে ট্রেনে মাওবাদী হানায় হত তিন পুলিশ
নিজস্ব সংবাদদাতা • পটনা
৩০ নভেম্বর |
ফের মাওবাদী হামলার ঘটনা বিহারের ট্রেনে। শনিবার সন্ধ্যায় আপ সাহেবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেসে হামলা চালায় মাওবাদীদের একটি দল। ঘটনায় নিহত হয়েছেন তিন নিরাপত্তারক্ষী। জখম হয়েছেন আরও দু’জন। রেল সূত্রের খবর, জঙ্গিদের গুলিতে এক মহিলা যাত্রীও আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ জামালপুর এবং রতনপুর স্টেশনের মধ্যে ট্রেনটি একটি সুড়ঙ্গে ঢোকার সময়েই হামলা চালায় জঙ্গিরা। এলোপাথারি গুলি চালিয়ে পালানোর সময় নিরাপত্তারক্ষীদের রাইফেলগুলি নিয়ে পালায় জঙ্গিরা। পুলিশের প্রাথমিক অনুমান, পাঁচটি রাইফেল লুঠ হয়েছে। বেশ কয়েক রাউন্ড গুলিও নিয়ে গিয়েছে হামলাকারীরা।
রেল পুলিশ সূত্রে খবর, ট্রেনটির মহিলা কামরায় ছিলেন নিহত পুলিশকর্মীরা। ঘটনার পর যাত্রীরাই ভাগলপুর থানায় ফোন করে এই হামলার খবর দেন। চালক ট্রেনটিকে জামালপুরে নিয়ে যান।
জামালপুরের রেল পুলিশ সুপার অমিতাভ কুমার দাস বলেন, “তিন জন পুলিশকর্মী মারা গেছেন। তাঁদের মধ্যে এক জন রেল পুলিশের কর্মী, বাকি দু’জন বিহার মিলিটারি পুলিশের।” তিনি আরও বলেন, “পুলিশের রাইফেল লুঠ করার জন্যই মাওবাদীরা এ রকম আক্রমণ চালিয়েছে। ওই হামলায় কত জন জঙ্গি ছিল, তা এখনও জানা যায়নি।” পরিস্থিতি খতিয়ে দেখতে মুঙ্গেরের ডিআইজি সুধাংশু কুমার ঘটনাস্থলে গিয়েছেন।
এ বছর জুন মাসে জামুইয়ের কাছে ধানবাদ-পটনা ইন্টারসিটি এক্সপ্রেসে হামলা চালিয়েছিল মাওবাদীরা। ঘটনায় জঙ্গিদের গুলিতে পুলিশের সঙ্গে কয়েক জন যাত্রীও জখম হয়েছিলেন। তখনও পুলিশের অস্ত্র লুঠ করে পালিয়েছিল জঙ্গিরা।
ওড়িশাতেও মাওবাদীদের গুলিতে দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। গত সন্ধ্যায় ঘটনাটি ঘটে নুয়াপড়ার সুনাবেড়া এলাকায়। পুলিশ জানায়, জঙ্গিদের খোঁজে জঙ্গলে তল্লাসি চালাচ্ছিল সিআরপিএফ। সঙ্গে এসপিও এবং ডিভিএফ কর্মীরাও ছিলেন। আচমকাই মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রকাশ রাউথ এবং দেবেন্দ্র ধুরুয়া’র। দু’জনেরই বাড়ি নুয়াপড়ায়। |
|
|
|
|
|