টুকরো খবর |
মোদীর অর্থনীতির জ্ঞান নিয়ে কটাক্ষ চিদম্বরমের |
মূল্যবৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদীর অভিযোগের জবাব দিতে গিয়ে তাঁর অর্থনীতির জ্ঞান নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর মন্তব্য, “ইতিহাসের পরে অর্থনীতির নয়া পাঠ দিতে শুরু করেছেন মোদী!” সম্প্রতি একাধিক জনসভায় ইতিহাস সম্পর্কে ভুল তথ্য দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। সে দিকেই ইঙ্গিত করে চিদম্বরমের এই কটাক্ষ। সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি জোধপুরের এক সভায় মোদী বলেছিলেন, চিদম্বরম জানিয়েছেন সোনা কেনার জন্যই দেশে মূল্যবৃদ্ধি বাড়ছে। আজ এর পাল্টা দিতে গিয়ে চিদম্বরম বলেন, “আমি মোদীর মতো এত পড়াশুনা জানি না! কিন্তু এটুকু জানি, সোনা কেনার জন্য মূল্যবৃদ্ধি হয় না। হয় দুর্নীতির জন্য।” এর পরেই তাঁর কটাক্ষ, “যাই হোক, সব অর্থনীতিবিদ যেন মোদীর এই নতুন শিক্ষার উপর মনোযোগ দেন!” মোদী বনাম কংগ্রেস বাগযুদ্ধ অবশ্য অব্যাহত। শনিবার দিল্লির এক সভায় মোদী বলেন, “প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর এই সব পুঁথিগত বিদ্যা দেশের ক্ষতি করছে।” যার জবাবে কংগ্রেস নেতা শাকিল আহমেদের মন্তব্য, “মোদীর বক্তৃতা টিভির কমেডি শো-এর মতো!”
|
জাপানের রাজদম্পতির ভারত সফর |
স্বাগত
৫৩ বছর পর আবার এলেন ভারতে। নয়াদিল্লির বিমানবন্দরে
জাপানের রাজা আকিহিতো এবং রানি মিচিকো। ছবি: পিটিআই |
এক সপ্তাহের ভারত সফরে এলেন জাপানের রাজা আকিহিতো এবং রানি মিচিকো। দেশ ছাড়ার আগে হানেদা বিমানবন্দরে রাজা আকিহিতো জানান, ২০১২ সালেই ভারত-জাপান আন্তর্জাতিক সম্পর্কের ষাট বছর পূর্ণ হয়েছে। তাঁর বিশ্বাস, এই সফরে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। দিল্লিতে তাঁদের স্বাগত জানান সস্ত্রীক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। উনআশি বছরের রাজা আকিহিতো জানান, ষাটের দশকের শুরুর দিকে রাজা হওয়ার পর তিনি এক বার ভারতে গিয়েছিলেন। তখন তাঁর রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ও প্রধামন্ত্রী নেহরুর সঙ্গে কথা হয়েছিল।
|
নির্ভয়া-কাণ্ডে |
রাজধানীতে গণধর্ষণ মামলায় ধৃত এক মাত্র নাবালক অপরাধীর তিন বছরের সাজার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্ভয়ার বাবা-মা। তাঁদের আইনজীবী জানান, শুধু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নামমাত্র সাজা হয়েছে ছেলেটির। কিন্তু এটা কাম্য নয়। শীর্ষ আদালতের কাছে তাঁদের আর্জি, জুভেনাইল আদালতের শোনানো সাজা খারিজ করে নতুন করে ওই ছেলেটির বিচার হোক আদালতে।
পুরনো খবর: চলন্ত বাসে গণধর্ষণ, বন্ধু-সহ তরুণীকে ছুড়ে ফেলা হল পথে
|
দোষ ইতালিরই |
ভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালানোর আগে তাঁদের কোনও ভাবেই সাবধান করেনি ইতালীয় নৌসেনা। তদন্ত শেষে শনিবার এ কথাই জানাল জাতীয় তদন্তকারী সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আইন অনুসারে কোনও সন্দেহজনক নৌকো জাহাজের দিকে এগিয়ে এলে তাদের সতর্ক করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। ওই ঘটনায় নিহত হন দুই ভারতীয় মৎস্যজীবী।
|
ওয়েব-নজরদারি |
আর মাত্র ৭২ ঘণ্টা। তার পরই বিধানসভা নির্বাচন দিল্লিতে। সেই ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে এই প্রথম বুথগুলিতে ওয়েব-নজরদারি চালাবে নির্বাচন কমিশন। ৬৩০টি স্পর্শকাতর বুথে লাগানো হবে সিসিটিভি ক্যামেরা।
|
ট্রেনে জঙ্গি হানা |
ভরসন্ধেয় সুড়ঙ্গে ঢুকেছিল আপ সাহেবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস। তখনই ট্রেনের কামরায় চলল গুলি। তিন পুলিশকে খুন করে অন্তত পাঁচটি রাইফেল ও বেশ কয়েক রাউন্ড গুলি লুঠ করল এক দল মাওবাদী। শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের জামালপুর ও রতনপুর স্টেশনের মাঝামাঝি। আহত কয়েক জন।
|
শান্তির পক্ষে |
ভারত-পাকিস্তান শান্তি আলোচনাকে তিনি সমর্থন করেন এবং ভবিষ্যতেও করবেন বলে জানালেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, পড়শি দেশের সঙ্গে আলোচনা চলবে কি না, তা ঠিক করবেন প্রধানমন্ত্রী। |
|