বাংলা ভাষী যাত্রীর সংখ্যা বাড়ছে। তাই, এ বার বাঙালি বিমানসেবিকা খুঁজছে বিদেশি বিমান সংস্থা এমিরেটস। দুবাইয়ের এই বিমান সংস্থা এখন প্রতি সপ্তাহে ১২টি করে উড়ান চালাচ্ছে কলকাতা-দুবাই রুটে। যার অর্থ, সপ্তাহে পাঁচ দিন কলকাতা থেকে দিনে দু’টি করে
উড়ান চালাচ্ছে এমিরেটস।
বিমান সংস্থা জানাচ্ছে, শুধু কলকাতা-দুবাই রুটে নয়, বাঙালি যাত্রী বাড়ছে দুবাই থেকে ইউরোপ, আমেরিকা রুটে। দুবাই থেকে ফোনে সংস্থার কেবিন ক্রু (বিমানসেবিকা) নিয়োগের ভাইস প্রেসিডেন্ট অ্যালিসন ওয়ার্ড জানিয়েছেন, ইদানীং দেখা যাচ্ছে দুবাই থেকে রোম, মিলান ও ভেনিস রুটে দ্বিতীয় প্রধান ভাষাই বাংলা! যার অর্থ, এই সমস্ত রুটের বিমানে বেশির ভাগ যাত্রী ব্যবহার করছেন ইংরাজি। বাংলা ভাষা ব্যবহার করা যাত্রীর সংখ্যা তার পরেই রয়েছে। অ্যালিসন বলেন, “আমরা প্রতিটি রুটে এ ভাবে প্রথম ও দ্বিতীয় ভাষা-ভাষী যাত্রীর উপরে ভিত্তি করে বিমানসেবিকাদের ডিউটি দিই, যাতে যাত্রীদের কোনও অসুবিধা না-হয়। দুবাই থেকে ইতালির বিভিন্ন শহরে এই প্রবণতা দেখা দেওয়ায় আমরা এখন বাঙালি বিমানসেবিকা নিয়োগের উপরে জোর দিয়েছি।”
এই মূহূর্তে প্রায় ১৭ হাজার বিমানসেবিকা রয়েছে এমিরেটসের। তার মধ্যে ভারতীয় বিমানসেবিকা মাত্র ৮৭৭। অ্যালিসনের কথায়, “অবিলম্বে এই সংখ্যাটি বাড়ানোর উপরে জোর দেওয়া হচ্ছে। আগামী বছরে প্রায় ৪ হাজার বিমানসেবিকা নিয়োগ করা হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। অবশ্যই তার মধ্যে ভারতীয় ও বাংলা ভাষীরা অগ্রাধিকার পাবেন।” |