শহরে ডিজেল বাড়ল ৫৯ পয়সা
নিজস্ব প্রতিবেদন |
ফের দাম বাড়ল ডিজেলের। চলতি বছরে এই নিয়ে ১১ বার। লিটারে ৫০ পয়সা দাম বাড়ানোর কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল। কলকাতায় কর যোগ করে দর বাড়ল লিটার পিছু ৫৯ পয়সা। নয়া দাম লিটারে ৫৮.০৮ টাকা।
অন্য দিকে, ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি) দামও ৯৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১,০৪৭ টাকা। ইন্ডিয়াল অয়েল জানিয়েছে বিমান জ্বালানির দামও প্রায় ১% বেড়ে হয়েছে প্রতি কিলোলিটারে ৮৪,৫১৬.৬১ টাকা। অটো এলপিজি-র নতুন দর দাঁড়িয়েছে লিটারে ৫৪.২৬ টাকা। শনিবার মধ্যরাত থেকেই সব নয়া দর চালু হয়েছে। |
ব্যবসা সম্প্রসারণে প্রয়াস ব্ল্যাকবেরির |
ব্যবসা বাড়াতে আজ থেকে বিনামূল্যে অ্যাপ ডাউনলোডের সুবিধা দিচ্ছে কানাডার মোবাইল নির্মাতা ব্ল্যাকবেরি। তাদের বিবি-১০ প্রযুক্তি চালিত ফোনগুলিতে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন ক্রেতারা। যার মধ্যে রয়েছে কিউ-৫, কিউ-১০, জেড-১০, জেড-৩০ ইত্যাদি ফোন। ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে অ্যাপ ডাউনলোড করা যাবে। পাশাপাশি, ডিসেম্বর জুড়ে কম খরচে ক্রেতারা বিভিন্ন তথ্য ডাউনলোড করতে পারবেন বলে সংস্থার দাবি। |
শীতের মরসুমে ‘মেগা উইন্টার সেল’ চালু করল আসবাবপত্র বিপণি আয়রনি। রয়েছে প্রতি কেনাকাটার উপর বিশেষ উপহারও। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা মিলবে বলে জানিয়েছে সংস্থা। |
উৎসবের মরসুমে বিশেষ প্রকল্প চালু করেছিল ভারত পেট্রোলিয়াম, টাটা মোটরস এবং দিওয়ানসন্স জুয়েলার্স। ব্যবস্থা ছিল লাকি ড্র-এর। সম্প্রতি তার বিজেতাদের হাতে পুরস্কার তুলে দিল সংস্থা। |