বিমান বিভ্রাটে পড়ে মহমেডান ম্যাচের আগের দিন অনুশীলনই করতে পারলেন না বেটো-জেজেরা। শুক্রবার দুপুরেই শহরে পৌঁছে যাওয়ার কথা ছিল ডেম্পো দলের। যুবভারতীতে বিকেল চারটে থেকে অনুশীলনও করার কথা ছিল আর্থার পাপাসের দলের। কিন্তু ডেম্পো যখন বিমানবন্দরে নামল, তখনই ঘড়ির কাঁটায় সাড়ে পাঁচটা। ফুটবলাররা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে, সটান বিশ্রামে চলে যান। কোনও অনুশীলন আর হয়নি ম্যাচের আগের দিন।
তবে পাপাস ঝুঁকি নিয়ে ম্যাচের ঠিক এক দিন আগে কেন কলকাতায় এসেছেন, তা নিয়েও অবশ্য প্রশ্ন উঠছে। ডেম্পো সূত্রের খবর, কলকাতায় মাঠ পেতে তাদের অতীতে সমস্যা হয়েছে অনেক বার। তাই নাকি গোয়াতেই অনুশীলন সেরে এসেছেন বেটোরা।
বিমান বিভ্রাটে ডেম্পোর যখন অনুশীলন হল না, তখন আবার পুলিশের অনুমতি না পেয়ে একটা সময় ম্যাচ সংগঠন করতেই সমস্যায় পড়ে গিয়েছিল মহমেডান। এমনকী তার জন্য ম্যাচের মাত্র চব্বিশ ঘণ্টা আগে ফেডারেশনকে চিঠি দিয়ে মহমেডান কর্তারা ম্যাচ বাতিল করার অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যে ভাবেই হোক মহমেডানকে ম্যাচ আয়োজন করতেই হবে। প্রয়োজনে নিজেদের নিরাপত্তারক্ষী দিয়ে ম্যাচ করতে হবে। ম্যাচ করতে না পারলে মহমেডানের তিন পয়েন্ট কেটে নেওয়া হবে। শেষ পর্যন্ত অনেক কাঠ-খড় পোড়ানোর পর শুক্রবার রাতে পুলিশের অনুমতি পায় মহমেডান। ক্লাবের মাঠ-সচিব কামরুদ্দিন বললেন, “প্রতিটা ম্যাচেই পুলিশের অনুমতি নিয়ে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। এ ভাবে কত লড়াই করা যায়!”
ডেম্পোর বিরুদ্ধে মাঠের ভেতরের লড়াইয়ে অবশ্য জিততে মরিয়া পেন-লুসিয়ানোরা। তবে এ দিনের অনুশীলন দেখে এবং টোলগের শরীরীভাষা দেখে মনে হচ্ছে, অস্ট্রেলীয় স্ট্রাইকারকে প্রথম একাদশে নাও রাখতে পারেন কোচ আজিজ। তাঁর জায়গায় প্রথম দলে দলে ঢোকার সম্ভাবনা রয়েছে আরেক বিদেশি ফরোয়ার্ড জোসিমারের। মহমেডান কোচ অবশ্য দল নিয়ে কোনও কথাই এ দিন বলতে চাননি। “ম্যাচের দিন সকালে দল ঠিক করি। এখন কী করে বলব কে দলে থাকবে, কে থাকবে না,” পুরো বিষয়টা এড়িয়ে গেলেন আজিজ। তবে ‘আনফিট’ (কোচ তেমনই বলছেন) রহিম নবিকে ডেম্পোর বিরুদ্ধেও খেলাচ্ছেন না আজিজ। নির্মল ছেত্রী সবে দলে যোগ দিয়েছেন। তাঁরও খেলার সম্ভাবনা নেই।
পাপাস আবার চোটের জন্য একমাত্র বেটো ছাড়া এই ম্যাচে তাঁর আর কোন বিদেশিকে পাচ্ছেন না। বিলি মেমেট, কোলোসিমো, হন্ডা কেউই আসেননি দলের সঙ্গে। মহমেডানের বিরুদ্ধে নামার আগে বেশ চাপে রয়েছে ডেম্পো।
এ দিকে মোহনবাগান ম্যাচ খেলতে ইতিমধ্যেই শহরে এসে গিয়েছে রাংদাজিদ। শিলংয়ের দলে নতুন যোগ দিয়েছেন সুব্রত পাল, গৌরমাঙ্গী, মননদীপ আর তাম্বা সিংহ। রবিবার ওডাফাদের বিরুদ্ধে এই চার জনেরই খেলার কথা। যে জন্য ঘরের মাঠে খেলা হলেও রাংদাজিদকে বাড়তি সমীহ করছেন মোহন-কোচ করিম বেঞ্চারিফা। |
শনিবারে আই লিগ
মহমেডান: ডেম্পো (যুবভারতী, ৫-০০) |