আজ থেকে ইস্টবেঙ্গলের ভারত ভ্রমণ-পক্ষ
আবহাওয়া আর মাঠ দুশ্চিন্তায় রাখছে লাল-হলুদ কোচকে
লের চোট-আঘাত নয়, ষোলো দিনের ভারত সফরে আর্মান্দো কোলাসোর দুশ্চিন্তা অন্য শহরের আবহাওয়া আর মাঠ।
আই লিগের লম্বা সফরের প্রথম অ্যাওয়ে ম্যাচ (মুম্বই এফসি, ২ ডিসেম্বর) খেলতে শনিবারই সকালে পুণে রেরিয়ে যাচ্ছেন চিডি-সুয়োকারা। তার চব্বিশ ঘণ্টা আগে ইস্টবেঙ্গল কোচ বলছিলেন, “পুণেতে স্বাভাবিক ঘাসের উপর খেলার পরেই শিলংয়ে কৃত্রিম ঘাসের মাঠে আমাদের ম্যাচ। আবার গোয়ায় স্বাভাবিক মাঠ তো বেঙ্গালুরুতে কৃত্রিম টার্ফ। গোটা সফরে বারবার টার্ফ সুইচ অন-অফ করার ব্যাপারটাই এই সফরে আমাদের সবচেয়ে কঠিন কাজ হবে মনে হচ্ছে। আরও একটা ফ্যাক্টর হল আবহাওয়া। চার শহরের চার রকম আবহাওয়ায় ফুটবলাররা কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে সেটাও দেখার!”
মাঠ আর আবহাওয়া নিয়ে প্রবল দুশ্চিন্তা থাকলেও ইস্টবেঙ্গলের জন্য সুখবর, মেহতাব ছাড়া দলে চোট-আঘাতের সমস্যা নেই। একটা সময় লাল-হলুদের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার সৌমিক দে-র হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও শুক্রবার সকালে তাঁর এমআরআই রিপোর্টে পরিষ্কার হয়ে যায়, লাল-হলুদ ডিফেন্ডার সম্পূর্ণ সুস্থ। সৌমিক নিজেও বললেন, “আমার এখন কোনও অসুবিধা হচ্ছে না। এমআরআই রিপোর্টেও খারাপ কিছু নেই। আমি শনিবার দলের সঙ্গে যাচ্ছি। তবে পুণে এফসি ম্যাচেই প্রথম দলে থাকব কি না সেটা কোচের সিদ্ধান্ত।”
চোট-চরিত। সুস্থ সৌমিক, আরও সাত দিনের ধাক্কা অধিনায়ক মেহতাবের।
চোট-মুক্ত সৌমিককে প্রাণবন্ত শোনালেও মেহতাব হোসেনের চোখে-মুখে বিষণ্ণতার ছায়া। ইস্টবেঙ্গল অধিনায়ক বলছিলেন, “চোট সারিয়ে মাঠে নামতে আরও সাত দিন লাগবে। পুরো সুস্থ না হয়ে মাঠে নামতে চাই না। আগে এ ধরনের পরিস্থিতিতে ভুগেছি বলেই জানি, চোটের উপর ফের চোট লাগলে কতটা বিপজ্জনক হতে পারে! আমার ধারণা, গোয়ায় সালগাওকর ম্যাচ থেকে খেলতে পারব। তবে প্রথম দু’টো অ্যাওয়ে ম্যাচ খেলতে পারব না বলে খুব আফসোস হচ্ছে।”
টানা চার ম্যাচের লম্বা সফরে তৃতীয় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে ফুটবলারদের ক্লান্তি! যদিও সেই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না ইস্টবেঙ্গল ফুটবলাররা। সহ-অধিনায়ক হরমনজ্যোৎ খাবরা বললেন, “এই চারটে ম্যাচ থেকে আমাদের অন্তত আট পয়েন্ট তুলতেই হবে। সেটা পাওয়ার জন্য কোচ আমাদের নানা সময়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আই লিগের প্রথম পর্বে বেশি পয়েন্ট তুলে রাখতে পারলে, পরের দিকে চাপটা অনেক কমে যায়।”
হরমনজ্যোতের পায়েও সামান্য লাগা আছে। কিন্তু ডার্বি জয়ের আনন্দ এবং ইউনাইটেড ম্যাচে ভাল পারফরম্যান্সের পরে লাল-হলুদ ফুটবলারদের আত্মবিশ্বাস যেন আরও বেড়ে গিয়েছে!

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.