ইস্টবেঙ্গলেরও জরিমানা পঞ্চাশ হাজার
চোট সমস্যায় আর্মান্দো
স্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার সব রসদ আছে বলেও নিজেদের পিছিয়ে রাখতে রাজি নন এলকো সাতোরি।
মঙ্গলবার ইস্টবেঙ্গল তাঁবুতে যৌথ সাংবাদিক সম্মেলনে এসে এলকো বলে দেন, “আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত রসদই মজুত আছে ইস্টবেঙ্গলের ভাণ্ডারে। তা বলে কি আমরা লড়াই থেকে সরে যাব? একেবারেই না। আমার ছেলেরা তৈরি। আমাদেরও র‌্যান্টি মার্টিন্সের মতো ফুটবলার আছে।”
র্যান্টি ম্যার্টিন্সের বিরুদ্ধে যুদ্ধে নামার ৪৮ ঘণ্টা আগে অবশ্য আর্মান্দোর টিমের আকাশে কালো মেঘ। চোট-সমস্যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন সদ্য ডার্বি জেতা কোচ।
মোহনবাগান ম্যাচে চোট পেয়ে আগেই ছিটকে গেছেন লাল-হলুদের অধিনায়ক মেহতাব হোসেন। মঙ্গলবার অনুশীলনের সময় আবার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়লেন রক্ষণের প্রধান স্তম্ভ উগা ওপারাও। তাঁবু ছাড়ার আগে ওপারা বলে গেলেন, “চোটের অবস্থা ভাল বলে মনে হচ্ছে না। বুঝতে পারছি না বৃহস্পতিবার খেলতে পারব কি না?” পুরনো চোটের কারণে সুয়োকাও এ দিন পুরো অনুশীলন করতে পারেননি। এর ওপর জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে জেমস মোগা কেনিয়া চলে গিয়েছেন। ফেরার কথা ইউনাইটেড ম্যাচের আগেই। তবে তাঁর ফেরা নিয়ে লাল-হলুদে অবশ্য সংশয় আছে। আর ফিরলেও বিমান যাত্রার ধকল কাটিয়ে আদৌ তিনি ইউনাইটেড ম্যাচ খেলতে পারবেন কি? তা নিয়ে চিন্তায় আর্মান্দো। মঙ্গলবার অনুশীলনের পর বলেও দিলেন, “চোট-আঘাত সমস্যাই এখন চিন্তার বিষয়। হাতে একটু সময় থাকলে, যাদের চোট আছে তাদের নিয়ে বিশেষ পদ্ধতিতে ট্রেনিং করাতাম।”
নতুন যুদ্ধের প্রস্তুতি শুরু। ইস্টবেঙ্গল মাঠে ডিকা। ছবি: শঙ্কর নাগ দাস।
স্বস্তিতে নেই এলকোও। চোট সমস্যায় জেরবার তাঁর দল ইউনাইটেড স্পোর্টস। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বেশ কয়েক জন ফুটবলারকে চোট, অসুস্থতা বা কার্ড সমস্যার জন্য তিনি পাচ্ছেন না। লালকমল ভৌমিক চোট পেয়ে বহু দিন মাঠের বাইরে। সবে অনুশীলনে নেমেছেন। চোটের জন্য নেই সংগ্রাম মুখোপাধ্যায়। পরিবর্ত না থাকায় প্রায় বাধ্য হয়েই আনফিট তপন মাইতিকে মাঠে নামাতে বাধ্য হচ্ছেন এলকো। যদিও তিনি পুরো ম্যাচ খেলতে পারছেন না। মহম্মদ রফিক ও ধনচন্দ্রও অসুস্থ। সবথেকে বড় কথা, কার্ড সমস্যায় নেই ডেম্পো ম্যাচের নায়ক এরিকও। ফলে তিন বিদেশি নিয়ে ডার্বিজয়ীদের বিরুদ্ধে খেলতে হবে ইউনাইটেডকে।
এ দিন এলকো বলেন, “চোট, অসুস্থতা এ সবের জন্য গুরুত্বপূর্ণ ফুটবলারদের পাচ্ছি না। এটা আমার বড় সমস্যা।” তবু ইস্টবেঙ্গলকে হারাতে মরিয়া এলকো ব্রিগেড। ডার্বি ম্যাচের ভিডিও আলাদা করে দেখেছেন এলকো। লাল-হলুদকে আটকাতে সে ভাবেই স্ট্র্যাটেজিও সাজাচ্ছেন। বলে দিলেন, “আমি ডার্বি ম্যাচ টিভিতে দেখার পর বারবার ভিডিও দেখেছি। ইস্টবেঙ্গল খুব শক্তিশালী দল। আর্মান্দোও অভিজ্ঞ কোচ। আমাদের ভেবেচিন্তে এগোতে হবে।”
ক্লাবের নির্দেশ না মানায় এ দিন কুড়ি হাজার টাকার জরিমানা করা হল লালরিন্দিকাকে। ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, “ডিকা নিয়ম মানেনি। ওকে বারণ করা হয়েছিল সোমবার বাড়ির থেকে বেরোতে। তবু ও বেরিয়েছে। তাই ওকে জরিমানা করা হয়েছে।”
এ দিকে রেফারি প্রতাপ সিংহের রিপোর্ট পাওয়ার পর ইস্টবেঙ্গলের জরিমানা বাড়ল। আই লিগের সি ই ও সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, “রেফারির রিপোর্টে লেখা আছে ইস্টবেঙ্গল গ্যালারি থেকেও বোম পড়েছে। সে জন্য মোহনবাগানের মতো তাদেরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই ক্লাবকেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।” অর্থাৎ ডার্বিতে খেলা বাগান ও বেঙ্গল দুই ক্লাবকেই দিতে হবে ৫০ হাজার করে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার অবশ্য বলে দেন, “বাইরের সব দেশেই সমর্থকরা গ্যালারিতে আতসবাজি পোড়ায়। তাতে কি জরিমানা হয়!”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.