দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে ব্যাট করতে মুখিয়ে আছেন শিখর ধবন। দাবি করছেন, তাঁর আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল ডেল স্টেইনের দেশের পরিবেশের উপযোগী। “আমি মনে করি, বাউন্সি পিচে আমার ব্যাটিং আরও খোলে। আর ব্যাটিং টিম হিসাবেও আমরা অনেক দিন খুব ভাল করছি। আমরা সত্যিই এই মুহূর্তে আত্মবিশ্বাসী,” এ দিন বলেছেন ভারতের নয়া বিধ্বংসী ওপেনার। বাঁ-হাতি ওপেনার আরও বলেছেন, “এ বছর আমরা ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ দু’টো বিদেশ সফরেই ভাল করেছি। এখন দক্ষিণ আফ্রিকাতেও ভাল করতে চাই। সিরিজ জিততে চাই।”
২৭ বছর বয়সি ধবন মাস কয়েক আগে ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে সে দেশের ‘এ’ দলের বিরুদ্ধে একদিনের ম্যাচে ২৪৮ রান করেছিলেন। “ওই ইনিংস থেকে আত্মবিশ্বাস নিয়েই এ বার ওই দেশে জাতীয় দলের হয়ে ব্যাট করব। আমি পিচের চরিত্র অনুযায়ী ব্যাট করি। হ্যাঁ, আমি স্ট্রোক প্লেয়ার। কিন্তু আগে উইকেট বুঝে তবেই স্ট্রোক খেলি।” আইপিএলে সানরাইজার্সে স্টেইন সতীর্থ থাকায় দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে খেলতে সুবিধা হবে কি না প্রশ্নে ধবন বলেন, “আইপিএল বিশ্বের সব তাবড় বোলারের বিরুদ্ধে আমাদের খেলার, ড্রেসিংরুম ভাগাভাগির সুযোগ করে দিয়েছে। আবার বিদেশি ক্রিকেটাররাও ভারতীয়দের শক্তি-দুর্বলতা আরও বুঝতে শিখেছে।”
তবে ড্রেসিংরুম ভাগাভাগির কথায় ধবন কিছুটা মনমরাও। “সচিন পাজিকে ভীষণ মিস করব দক্ষিণ আফ্রিকায় ড্রেসিংরুমে। ওর অভিজ্ঞতা আর টিপস আমাদের কাছে সব সময় দামি ছিল,” বলেছেন তিনি।
সচিনের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার উইকেটে স্টেইন-মর্কেলদের সামলানোর জন্য কোনও বিশেষ প্রস্তুতি নিচ্ছেন কি না প্রশ্নে ধবনের জবাব, “আমরা তো বছরভর ক্রিকেটের মধ্যেই আছি। আলাদা করে প্রস্তুতি নেওয়ার সময় কোথায়? এই তো, দক্ষিণ আফ্রিকা উড়ে যেতে আর তিন দিন। এই সময়টা বরং পরিবারের সঙ্গে কাটিয়ে মানসিক ভাবে আরও তাজা হয়ে আবার মাঠে ফেরা ভাল।” রোহিত-ধবন-কোহলি, ভারতের তরুণ ব্যাটিং ত্রিভূজ-শিখর সম্পর্কে স্বয়ং ধবনের মন্তব্য, “আমরা তিন জন খুব ভাল বন্ধুও। মাঠ আর মাঠের বাইরে একে অন্যের সাফল্যে অনুপ্রাণিত হই। সাফল্য ভাগ করে নিই। এটাও মনে হয়, আমাদের ধারাবাহিক সাফল্যের একটা বড় ফ্যাক্টর।” |