ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্লাস গ্যারেথ বেল। সম্ভাব্য যোগফল: রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ত্রিমুকুট জয়।
এই ভবিষ্যদ্বাণী কোনও ফুটবল বিশেষজ্ঞের নয়, রিয়াল মাদ্রিদের নতুন ‘গ্যালাকটিকো’ গ্যারেথ বেলের। এক ব্রিটিশ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বেল বলেছেন, “একে অন্যের সঙ্গে খেলতে খেলতে মাঠে আমার আর রোনাল্ডোর খুব ভাল কম্বিনেশন তৈরি হচ্ছে। ভবিষ্যতে এই যুগলবন্দিটা আরও ভাল হবে।” শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগা নয়। প্রতিটা ট্রফি জিততে মরিয়া কার্লো আন্সেলোত্তির রিয়াল মাদ্রিদ। সে কথা জানিয়ে বেল বলেন, “রোনাল্ডো আর আমার পার্টনারশিপে রিয়াল মাদ্রিদ লা লিগা, স্প্যানিশ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য ভাল চ্যালেঞ্জ করতে পারবে। আশা করছি মরসুম শেষে অনেক ট্রফি ক্যাবিনেটে তুলতে পারব।”
শুধু মাঠে নয়। মাঠের বাইরেও এখন গ্যারেথ বেলের ‘গাইড’ স্বয়ং সিআর সেভেন। বেল বলেন, “এক জন ভাল সতীর্থের মতো ক্রিশ্চিয়ানো আমাকে প্রচুর সাহায্য করেছে আমি মাদ্রিদে সই করার পরে।” বেলের দাবি, প্রতি দিন অনুশীলনে রোনাল্ডো তাঁকে টিপস দেন খেলায় উন্নতি করার ব্যাপারে। শুধু ফুটবল নয়, মাঠের বাইরেও বেল-এর ‘মেন্টর’ হয়ে উঠছেন রোনাল্ডো। টিমে তাঁর সিনিয়র সতীর্থ বেল-কে মাদ্রিদের দ্রষ্টব্য জায়গা নিয়েও পরামর্শ দিচ্ছেন।
|
রোনাল্ডো না মেসি, এই মুহূর্তে কে বিশ্বসেরা, সেই প্রসঙ্গ নিয়েও মুখ খুলেছেন বেল। এবং সাফ জানিয়ে দিয়েছেন, সিআর সেভেনের নামের পাশেই সেরা ফুটবলারের আখ্যা বসা উচিত। “এখন রোনাল্ডোই বিশ্বের সবচেয়ে ভাল ফুটবলার। প্রতিটা ম্যাচেই রোনাল্ডো প্রমাণ করছে যে ও বিশ্ব মানের প্রতিভা। রোনাল্ডোই ব্যালন ডি’অর জেতার যোগ্য দাবিদার।”
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক্তন ফুটবলার চেলসি, টটেনহ্যাম, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা দেখেই রিয়াল জার্সি পরে মাঠে নামেন। “স্পেনে খেলা অনেক পরে শুরু হওয়ার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের অনেক ম্যাচ দেখতে পাচ্ছি। কিক-অফের আগে চাপ কাটানো আর সময় কাটানো দুটোই হয় ইপিএল ম্যাচ দেখে।”
ইংল্যান্ড থেকে স্পেনে সদ্য আসা বেল সে দেশের কোন জিনিসে সবচেয়ে বেশি মুগ্ধ? রিয়াল তারকার জবাব, “স্পেনের খাবার আমার বাড়ির থেকে একটু বেশি ভাল। তার সঙ্গে ঠান্ডায় জ্যাকেটও পরতে হচ্ছে না।” |