জমি জবরদখল নিয়ে শর্ট স্ট্রিটে রক্তপাতের পরে নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। মহানগরীর সব বিতর্কিত জমি-বাড়ির তালিকা তৈরি করে সেগুলির উপরে কড়া নজর রাখতে থানাগুলিকে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ। শুক্রবার ক্রাইম কনফারেন্সে তিনি এই নির্দেশ দেন বলে লালবাজারের খবর।
শুধু বিতর্কিত জমি-বাড়ি নয়, একা থাকা বৃদ্ধ বা বৃদ্ধা কিংবা প্রবীণ দম্পতির সম্পত্তির উপরেও এক শ্রেণির প্রোমোটারের লোভের দৃষ্টি পড়ছে। সেই ব্যাপারেও থানাগুলিকে এ দিন সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। ২০ নভেম্বর দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে বিপিন পাল রোডে ক্যানসারে আক্রান্ত অশীতিপর এক বৃদ্ধকে শ্বাস রোধ করে খুন করা হয়। রঞ্জিত চট্টোপাধ্যায় নামে ওই বৃদ্ধ শুধু তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন। ওই খুনের ঘটনায় এক সাফাইকর্মীকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গিয়েছে, প্রায় পাঁচ কাঠা জমিতে রঞ্জিতবাবুর দোতলা বাড়িটি হস্তগত করতে উঠেপড়ে লেগেছিল কয়েক জন প্রোমোটার।
লালবাজারের এক শীর্ষ কর্তার বলেন, “একা থাকা বৃদ্ধ-বৃদ্ধা কিংবা প্রবীণ দম্পতির বিপদ চোর-ডাকাত, নিজেদের পরিচারক-পরিচারিকাদের কাছ থেকে আসতে পারে। আবার এক শ্রেণির প্রোমোটারেরও দুরভিসন্ধির শিকার হতে পারেন তাঁরা। এ দিন ক্রাইম কনফারেন্সে এর উল্লেখ করে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন সিপি।”
গত ১১ নভেম্বর ভোরে ৯এ শর্ট স্ট্রিটের বাড়িতে হামলা হয়। গুলি চলে যথেচ্ছ। মারা যান দু’জন। তার পরে সিপি-র প্রথম ক্রাইম কনফারেন্স ছিল এ দিন। শর্ট স্ট্রিটের ঘটনার পরে শেক্সপিয়র সরণি থানার এক এসআই-কে থানার কাজ থেকে সরিয়ে দিয়ে ‘ক্লোজ’ করা হয়েছে, ওসি-কে বদলি করা হয়েছে এবং এক জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের হাত থেকে ওই থানা-সহ দু’টি থানার দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, সিপি এ দিন থানার ওসি-দের নির্দেশ দেন, প্রত্যেককে নিজের এলাকায় বিতর্কিত জমি-বাড়ির তালিকা তৈরি করে নিশ্চিত করতে হবে যে, ওই সম্পত্তিকে কেন্দ্র করে যেন কোনও বেআইনি কাজকর্ম না-হয়। কলকাতা পুলিশের এক অফিসার বলেন, “থানা যদি সতর্ক থাকে এবং বিতর্কিত জমি-বাড়ির উপরে নিয়মিত নজরদারি চালায়, তা হলে যে-সব সম্পত্তির কারবারির দুরভিসন্ধি রয়েছে, তারাও পিছু হটবে। বিতর্কিত জমি-বাড়ি নিয়ে পুলিশের তরফে কোনও বেআইনি কার্যকলাপে মদত দেওয়া বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন সিপি।”
একই সঙ্গে থানা এলাকা ধরে ধরে একা থাকা বৃদ্ধ, বৃদ্ধা ও প্রবীণ দম্পতিদের নাম, ঠিকানা ও ফোন নম্বর এবং তাঁদের পরিচারক-পরিচারিকাদের নাম ও ছবি-সহ ‘ডেটা ব্যাঙ্ক’ নতুন ভাবে তৈরি করার নির্দেশ দিয়েছেন সিপি। সুরজিৎবাবু এ দিনের ক্রাইম কনফারেন্সে জানান, একা থাকা প্রবীণদের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও নিবিড় করতে হবে। এই ধরনের প্রবীণদের কথা মাথায় রেখে কলকাতা পুলিশ ‘প্রণাম’ কার্যক্রম চালাচ্ছে চার বছরেরও বেশি সময় ধরে। কিন্তু কোথাও যে ত্রুটি থেকে যাচ্ছে, বিপিন পাল রোডে রঞ্জিতবাবু কিংবা জুলাইয়ে কসবায় সুলোচনা চারির হত্যাকাণ্ড তারই প্রমাণ বলে স্বীকার করে নিচ্ছে পুলিশের একাংশ।
লালবাজারের এক কর্তার কথায়, “একা থাকা প্রবীণদের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে হবে। সেই সঙ্গে তাঁদের বাড়িতে ভাড়াটে থাকলে সেই ভাড়াটের ব্যাপারে সবিস্তার তথ্য এবং পরিচারক-পরিচারিকাদেরও নাম-ধাম-ছবি সুবিন্যস্ত ভাবে রাখতে বলা হয়েছে থানাগুলিকে।” |