হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এ বার থেকে মেট্রো প্ল্যাটফর্মেই মিলবে প্রাথমিক জরুরি পরিষেবা। পাশাপাশি, মেট্রোর টানেলে কোনও দুর্ঘটনা ঘটলে, যাত্রীদের নিরাপদ ভাবে উদ্ধার করার জন্যও বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, প্রতিটি প্ল্যাটফর্মে ফার্স্ট এইড বক্স, স্ট্রেচার ও হুইল চেয়ার থাকবে। আপৎকালীন ব্যবস্থার জন্য ‘পোর্টেবল মেডিক্যাল কিট’ বা পোমকা রাখা হচ্ছে স্টেশনগুলিতে। রাখা হচ্ছে, গ্যাস মুখোশ, অগ্নি-নিরোধক জ্যাকেট, অক্সিজেন সিলিন্ডার সব কিছুই। স্টেশনগুলিতে থাকছে অগ্নি-নির্বাপক যন্ত্রও। ওই সব নতুন ব্যবস্থা ঠিক রাখতে কয়েকটি পদও তৈরি করেছেন মেট্রো কর্তৃপক্ষ। এক জন সেফটি অফিসার, এক জন ডেপুটি সেফটি অফিসার ও এক জন সহকারী সিকিওরিটি কমিশনার (দমকল) থাকবেন মেট্রোতে। মেট্রো সূত্রে জানানো হয়েছে, নোয়াপাড়া ও টালিগঞ্জে মেট্রোর দমকল অফিসারেরা থাকবেন। অন্যান্য আধিকারিকদেরও বিষয়টির উপরে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য মেট্রোর কর্মীদের বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা হয়েছে। |
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার, বড়তলা থানা এলাকার রামচাঁদ নন্দী লেনের একটি বাড়িতে। মৃতের নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় (৪০)। পুলিশ জানায়, একটি বহুতলের তিন তলার ফ্ল্যাটে থাকতেন সুব্রত। সকালে পরিজনেরাই প্রথম সুব্রতের ঝুলন্ত দেহটি দেখেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। তবে কোনও সুইসাইড নোট মেলেনি বলে পুলিশ জানিয়েছে। |
স্ত্রীকে পিটিয়ে মারার অপরাধে স্বামীর সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল আলিপুর আদালত। পুলিশ জানায়, ২০০৮ সালের ২৫ এপ্রিল বেহালা থানা এলাকার শশিভূষণ মুখার্জি রোডের বাসিন্দা লক্ষ্মী মণ্ডল রাতে মত্ত অবস্থায় বাড়ি ফেরে। স্ত্রী কাজলের সঙ্গে ঝামেলা হওয়ায় তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলে লক্ষ্মী। তদন্তে জানা যায়, নেশা করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় অশান্তি লেগেই থাকত। শুক্রবার জেল হেফাজত থেকে লক্ষ্মীকে পঞ্চম ফাস্ট ট্র্যাক কোর্টে হাজির করা হলে বিচারক সুরজিৎ মজুমদার ওই সাজার নির্দেশ দেন। |
একটি পাখা তৈরির কারখানায় আগুন লাগল। শুক্রবার, চিৎপুর থানা এলাকার কালীপ্রসন্ন সিংহী রোডে। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে কারখানার কর্মীরা ধোঁয়া বেরোতে দেখে থানায় খবর দেন। থানা জানায় দমকলকে। দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে খবর, কারখানায় পাখা রঙের কাজে ব্যবহৃত থিনার মজুত ছিল। তাই আগুন দ্রুত ছড়ায়। দমকল যাওয়ার আগেই পাখা তৈরির অন্য সরঞ্জামও পুড়ে যায়। |