শিশু ও প্রসূতি বিভাগে রুম হিটার, হট ওয়াটার ব্যাগ ও স্পট লাইটের ব্যবস্থা করছেন বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার অসিত দেওয়ান বলেন, “প্রথম দফায় প্রসূতি এবং শিশু ওয়ার্ডে ঠান্ডা প্রতিরোধে ওই ব্যবস্থা করা হবে। ওয়ার্ডের কাচ ভাঙা জানলাগুলি মেরামত করা হয়েছে।” ফি বছর শীতে প্রসূতি ও শিশু ওয়ার্ডের রোগীরা ঠান্ডায় কষ্ট পান বলে অভিযোগ ওঠে।
|
সময় মতো চিকিৎসক সঞ্জীব সোমকে হাসপাতালে পাওয়া যায় না। বারে বারে এই অভিযোগ জানালেও রামপুরহাট হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এ ছাড়া, হাসপাতালের অব্যবস্থার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার সুপারের কাছে স্মারকলিপি দিলেন ছাত্রপরিষদের সদস্যরা। তাঁরা সুপারকে ঘিরে ক্ষোভ-বিক্ষোভ দেখান। নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেস নেতা ওয়াসিম আলি ভিক্টর। সঞ্জীববাবু অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
|
বুধবার রানিবাঁধের হেতাপাথর গ্রামে হল স্বাস্থ্যশিবির। উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় খাধকিডিহি ক্লাব। চিকিৎসক সুভাষ সরকার বলেন, প্রায় ২০০ জন মহিলা ও বৃদ্ধের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। |