বছর দেড়েক আগে শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-র গণিত বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ জানিয়েছিলেন ওই বিভাগেরই এক শিক্ষিকা। গণিতের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমনকী আচার্য-রাজ্যপালকেও অপমানিত হওয়ার কথা জানান তিনি। কিন্তু শিক্ষিকার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি অভিযোগের ব্যাপারে রিপোর্ট চেয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি গিয়েছে রাজভবন থেকে। যদিও গণিতের বিভাগীয় প্রধানের দাবি, অভিযোগ ভিত্তিহীন। ওই শিক্ষিকা অপমানিত হন, এমন কোনও ঘটনাই ঘটেনি। এ কথা জানিয়ে তিনিও চিঠি দেন আচার্য ও উপাচার্যকে। বেসু-র উপাচার্য অজয় রায় আপাতত বাইরে। রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই শিক্ষিকাকে বিভাগীয় বৈঠকে হেনস্থা হতে হয়েছে বলে শুনেছি। উনি আমার কাছেও আসেন। উপাচার্য ফিরলে বিষয়টি খতিয়ে দেখে আচার্যের কাছে শীঘ্রই রিপোর্ট দেওয়া যাবে বলে আশা করছি।”
|
নকল সিডি রুখতে বিল পাশ, সমর্থন বামেদেরও |
রেকর্ড করা গান ও চলচ্চিত্রের নকল সিডি-র দৌরাত্ম্য ঠেকাতে বিল পাশ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় ওই বিল সমর্থন করে বিরোধী বামফ্রন্টও। ২৭ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘ওয়েস্ট বেঙ্গল প্রহিবিশন অব অডিও-ভিডিও পাইরেসি অর্ডিন্যান্স’ নাম দিয়ে একটি অর্ডিন্যান্স পাশ করা হয়। এতে অভিযুক্তদের জামিন-অযোগ্য ধারায় গ্রেফতার ও কমপক্ষে তিন বছর কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বন্দোবস্ত রয়েছে। এ দিন সভার দ্বিতীয়ার্ধে সেই বিল নিয়ে আলোচনার সময় বাঁকুড়ার ছাতনার তৃণমূল বিধায়ক শুভাশিস বটব্যাল বলেন, নকল ভিডিও এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে, জেলায় বহু সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। বিলের ১০ নম্বর ধারার বলা হয়েছে, সাব-ইনস্পেক্টর ও তার উপরের স্তরের পুলিশ অফিসার যে-কোনও ভবনে ঢুকে নকল অডিও-ভিডিও তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করতে পারবেন। একাধিক বার এই অপরাধে ধরা পড়লে ১০ বছর পর্যন্ত কারাবাস এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বন্দোবস্ত রয়েছে ওই বিলে।
|
পেঁয়াজে স্বনির্ভরতার আশ্বাস |
আগামী দু’বছরের মধ্যে রাজ্য পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হয়ে যাবে বলে বৃহস্পতিবার বিধানসভায় জানালেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, যে-আটটি জেলায় বৃষ্টির জল দাঁড়ায় না, সেখানে বর্ষাতি পেঁয়াজের চাষ চলছে। তার মধ্যে বাঁকুড়া ও পুরুলিয়ায় পেঁয়াজের ফলন খুব ভাল। তিনি বলেন, “কথা দিচ্ছি, দু’বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে বাংলাকে স্বনির্ভর করে তুলব। তখন আর মহারাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে হবে না। এমনকী আমরা বিদেশেও পেঁয়াজ রফতানি করতে পারব।” শুধু বেশি উৎপাদনই নয়, পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩৩টি বিশেষ হিমঘর তৈরি করছে সরকার। তার জন্য যে-টাকা লাগবে, তার অর্ধেক ভর্তুকি দেবে সরকার।
|
পুলিশের অনুরোধে ‘নবান্ন অভিযান’ কর্মসূচির দিন বদল করবে সিপিএম। আগে ওই কর্মসূচির দিন ধার্য হয়েছিল ১০ জানুয়ারি। উত্তর ২৪ পরগনা জেলা সিপিএম সম্পাদক গৌতম দেব আগেই জানিয়েই ছিলেন, রাজ্যে বিরোধীদের উপর শাসক দলের হামলা, সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি-সহ বিভিন্ন বিষয় নিয়ে ওই দিন তাঁরা তিন লক্ষ লোকের মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীর বর্তমান দফতর নবান্নে গিয়ে তাঁকে স্মারকলিপি দেবেন। কিন্তু স্বামী বিবেকানন্দের সার্ধশততম জন্মোৎসব উপলক্ষে ওই দিন সরকার নানা অনুষ্ঠান করবে। গৌতমবাবু বৃহস্পতিবার বলেন, “১০ জানুয়ারির বদলে আমরা ৯ বা ১১ তারিখ করতে পারি।’’
|
গ্রেফতার করা হয়েছিল শ্লীলতাহানির অভিযোগে। বৃহস্পতিবার রাতে অজ্ঞান অবস্থায় সেই অভিযুক্তকে পাওয়া যায় ট্যাংরা থানার লক-আপে। পুলিশ জানায়, নবীনকুমার মিশ্র নামে ওই যুবক লক-আপের দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে জ্ঞান হারান। শব্দ পেয়ে থানার কর্মীরা ছুটে যান। নবীনকে প্রথমে এনআরএস, পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নবীনের বাড়ির লোকজন কোনও লিখিত অভিযোগ করেননি। |