মূল ভবন বেচে দিচ্ছে ওয়াশিংটন পোস্ট
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
বিক্রি হয়ে যাচ্ছে আমেরিকার অন্যতম জনপ্রিয় সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের মূল ভবন। রাজধানী ওয়াশিংটন ডিসি-তে, হোয়াইট হাউস থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত তাদের ঐতিহাসিক ওই ভবনটি থেকেই এক সময়ে বিশ্বে সাড়া ফেলে দেওয়া ওয়াটারগেট কেলেঙ্কারির পর্দা ফাঁস করেছিলেন দুই সাংবাদিক, কার্ল বার্নস্টাইন ও বব উডওয়ার্ড। যার জেরে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন-কে ইস্তফা দিতে হয়। এমনই বহু খবর প্রকাশ্যে আনার পীঠস্থান সেই ভবন মার্চের মধ্যেই বিক্রি হচ্ছে ১৫ কোটি ৯০ লক্ষ ডলারে। বর্তমানে জেফ বেজোস-এর মালিকানাধীন ওয়াশিংটন পোস্ট অবশ্য নতুন সদর দফতর খুঁজে না-পাওয়া পর্যন্ত এখান থেকেই কাজ চালাবে। তবে ভাড়াটিয়া হিসেবে।
|
পাক কৃষি-দল রাজ্যে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিমবঙ্গে এই প্রথম পা রাখল পাকিস্তানের কৃষি প্রতিনিধিদল। বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত ৩ দিনের অ্যাগ্রো-প্রোটেক ২০১৩ সম্মেলনে যোগ দিতে এসেছেন ১২ জন। দলের তরফে ফারহাদ আব্বাস জানান, মূলত সব্জি ও ধানের ফলন উন্নত করার উপায় জানতেই তাঁরা এসেছেন। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক, কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় ও মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
|
ইউনিয়নের স্বীকৃতি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গাডের্নরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স সংস্থায় কর্তৃপক্ষের সঙ্গে একক ভাবে চুক্তি করার স্বীকৃতি পেল জিআরএসই ওয়ার্কমেন্স ইউনিয়ন। বুধবার নির্বাচন হয়। প্রায় ২৫০০ কর্মীর মধ্যে ৫৪% সমর্থন পায় তারা। পরাজিত হয় তৃণমূল ট্রেড ইউনিয়ন, ইনটাক, সিটু। তাঁদের কোনও রাজনৈতিক দলের সঙ্গে গাঁটছড়া বাঁধা নেই বলে দাবি ওয়ার্কমেন্স ইউনিয়নের সভাপতি কমল তিওয়ারির। তিনি জানান, এ নিয়ে টানা ৬ বার জিতলেন তাঁরা। তাঁদের কর্মসূচির শীর্ষে দীর্ঘ মেয়াদি বেতন চুক্তি। পুরনোটির মেয়াদ ফুরিয়েছে ২০১১-এ। |