টুকরো খবর
চিনের হুমকি মানল না জাপান, আমেরিকা
পূর্ব চিন সাগরে বেজিংয়ের জারি করা নয়া ‘আকাশ প্রতিরক্ষা এলাকা’ মানল না আমেরিকা, জাপান-সহ সংশ্লিষ্ট কোনও দেশই। সম্প্রতি জারি করা এই প্রতিরক্ষা এলাকায় অন্য দেশের বিমান, জাহাজ ঢুকলে আগে তাদের অনুমতি নিতে হবে বলে দাবি করেছে চিন। তা না হলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে তারা। কিন্তু বুধবারই সেই আকাশসীমা ভেঙেছে দু’টি মার্কিন বি-৫২ বিমান। বৃহস্পতিবার একই পদক্ষেপ করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। পূর্ব চিন সাগরে বেজিং নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করায় আগামী কয়েক দিনে স্নায়ুযুদ্ধ বাড়বে বলেই মনে করা হচ্ছে। পূর্ব চিন সাগর এলাকারই সেনকাকু দ্বীপপুঞ্জের অধিকার নিয়ে তীব্র বিরোধ রয়েছে জাপান ও চিনের মধ্যে। ফলে, ওই এলাকায় চিনা কার্যকলাপ বাড়ায় উদ্বিগ্ন টোকিও। এই বিবাদে দৃঢ় ভাবে জাপানের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। মার্কিন সরকারি সূত্রে খবর, আগ্রাসী বিদেশনীতি নিয়ে চলতে চাইছেন নয়া চিনা প্রেসিডেন্ট জি জিনপিং। পূর্ব চিন সাগরের চিনা কার্যকলাপ তারই অঙ্গ।

বন্দুকবাজের হামলা
পারিবারিক হিংসা সংক্রান্ত অভিযোগের কথা শুনে পুলিশ গিয়েছিল লস অ্যাঞ্জেলেসের শহরতলি ইঙ্গলউড এলাকার একটি বাড়িতে। সেখানে এক বন্দুকবাজের গুলিতে আক্রান্ত হতে হল পুলিশকেই। অভিযোগ, ওই বাড়িতে আরও কয়েক জনকে পণবন্দি করে রেখে পুলিশের উপরে হামলা চালায় বন্দুকবাজ। পুলিশ যখন বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, তখনই পর পর গুলি ছুটে আসে। পুলিশ অফিসার গুরুতর জখম হন। তাঁর সঙ্গে আসা আর এক মহিলা অফিসারও আহত হন। বন্দুকবাজ এবং ওই বাড়ির লোকজন এখনও সেই বাড়ির ভিতরেই রয়েছে বলে দাবি পুলিশের।

গৃহযুদ্ধের তদন্ত
গৃহযুদ্ধে মৃত, আহত বা নিখোঁজের কোনও ঠিকঠাক হিসেব নেই। যুদ্ধাপরাধ নিয়ে অভিযোগের পাহাড় জমেছে। আন্তর্জাতিক চাপের মুখে তাই সেই অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত শুরু করল শ্রীলঙ্কা সরকার। ১৯৮৩ সাল থেকে শুরু হয়ে যে গৃহযুদ্ধ চলেছে ২০০৯ সাল পর্যন্ত। শেষের দিকে হাজার হাজার মানুষ মারা যান বলে অভিযোগ। সরকারি সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখে মৃত, আহত এবং নিখোঁজের সংখ্যা গোনার কাজ শুরু হয়েছে। কাজ শেষ হয়ে যাবে ২০ ডিসেম্বরের মধ্যে।

ভবন বিক্রি
মালিকানার হাতবদল হয়েছিল আগেই। এ বার বিক্রি হচ্ছে ‘ওয়াশিংটন পোস্টে’র ঐতিহাসিক দফতরটিও। হোয়াইট হাউস থেকে ঢিল ছোড়া দূরত্বে এই কাগজের অফিস বিক্রি হয়ে যাচ্ছে ১৫ কোটি ৯০ লক্ষ ডলারে (প্রায় ৯৯২৫ কোটি ৮৯ লক্ষ ৩০ হাজার টাকা)। আগামী বছর মার্চ মাস থেকে সিল করে দেওয়া হবে ভবনটি। নতুন সদর দফতর খুঁজে পাওয়ার আগে এই ভবন আপাতত ভাড়া দিতে চান বর্তমান মালিক, আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

প্রধানমন্ত্রীর ইস্তফা
সুপারমার্কেটের ছাদ ভেঙে প্রাণ হারিয়েছিলেন ৫৪ জন। আহত হন আরও ৪০ জন। সেই ঘটনার রাজনৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন লাটভিয়ার প্রধানমন্ত্রী ভালদিস দোমব্রোভস্কি। দেশের ইতিহাসে তিনিই সব চেয়ে দীর্ঘ সময় পদে ছিলেন। তিনি বলেছেন, “দুর্ভাগ্যজনক ওই ঘটনার প্রেক্ষিতে দেশে এমন একটা সরকার প্রয়োজন যাদের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা আছে। যে সরকার দেশের এই ধরনের সঙ্কট দূর করতে পারবে।”

ব্যস্ত কেট
নিশিযাপনে ব্যস্ত থাকবেন মা। তাই ছেলে সামলাতে বাবাই ভরসা। শুক্রবার একটি বিশেষ নৈশভোজের আসরে যেতে হবে ডাচেস অব কেমব্রিজ কেটকে। তাই বাড়িতে খুদে প্রিন্স জর্জের দায়িত্বে থাকবেন বাবা উইলিয়াম। সে কাঁদতে শুরু করলে তাকে শান্ত করে ঘুম পাড়াতে হবে উইলিয়ামকেই। এই রকম অনুষ্ঠানে মত্ত থাকবেন হ্যারিও। তাই সব মিলিয়ে কোণঠাসা উইলিয়াম।

অভিযুক্ত সিআইএ প্রধান
ড্রোন হামলা চালিয়ে পাকিস্তানে নিরপরাধ মানুষকে হত্যা করেছেন সিআইএ প্রধান এই অভিযোগ তুলল ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ। তাদের অভিযোগের তালিকায় রয়েছেন পাকিস্তানে সিআইএ-র প্রধানও। গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়। সন্দেহ ছিল হক্কানি জঙ্গিরা ওই মাদ্রাসার সঙ্গে জড়িত।

ভারতে কারজাই
কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় যত ঘনিয়ে আসছে ততই গোটা অঞ্চলকে ঘিরে বাড়ছে সক্রিয়তা। এ ব্যাপারে ভারতকে পাশে চাইছেন আফগান নেতৃত্ব। আর তাই, কয়েক মাস পরপরই নয়াদিল্লি সফরে আসছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। এ বার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাঁর আসার উপলক্ষ একটি শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রণ। এর আগেও, চন্ডীগড়ের লাভলি ইউনিভার্সিটি-র আমন্ত্রণে ভারতে এসেছিলেন কারজাই। সে বারের মতো, এ বারও প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। আলোচনা হবে সে দেশের শান্তি প্রক্রিয়া, তালিবানদের মূল স্রোতে ফিরিয়ে আনা, ন্যাটো-পরবর্তী অধ্যায়ে ভারতীয় সহায়তা নিয়ে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.