ইমামবাড়াকে গড়া হোক মেডিক্যাল কলেজ হিসাবে |
কী প্রয়োজন? চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালকে মেডিক্যাল কলেজ করা হোক।
কেন? হুগলি জেলা ছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়া, বর্ধমান, নদিয়া প্রভৃতি জেলা থেকে অসংখ্য রোগী আসেন। হালপাতালটি মেডিক্যাল কলেজ হলে প্রতিবেশী জেলাগুলির ছাত্রছাত্রীরা এখানে ডাক্তারি পড়ার সুযোগ পাবে।
প্রস্তাব: উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হচ্ছে।
শেখ সিরাজ, ধনিয়াখালি।
|
কী প্রয়োজন? হুগলির দাদপুর থানার বাবনানে পটলডাঙায় ঘিয়া কুন্তী নদীর উপর কংক্রিট সেতু চাই।
কেন? সেতু ভেঙে লোহার জালের কঙ্কাল বেরিয়ে পড়েছে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের পোড়াবাজার স্টেশন থেকে আসা ট্রেকার বিপদের ঝুঁকি নিয়ে যাত্রিবিহীন হয়ে কাঠের পাটাতন পেতে নদী পার হচ্ছে। ছোট বাচ্চারা গর্তে ঢুকে নদীতে পড়ে যেতে পারে।
প্রস্তাব: বাবনান পঞ্চায়েত এবং হুগলি জেলা পরিষদের সহযোগিতায় এবং রাজ্য পূর্ত বিভাগের উদ্যোগে কংক্রিটের সেতু তৈরি করা হোক।
এ এফ কামরুদ্দিন আহমেদ, বাঁদপুর, হুগলি।
|
কী প্রয়োজন? যানজট এড়ানোর জন্য আমতা চা-খানা থেকে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে গগনমোড় সংযোগকারী রাস্তাটি বাইপাস রাস্তা হিসাবে চালু হোক।
কেন? আমতা রুটে কলাতলা বাস স্টপেজটি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া, আমতা গ্রামীণ হাসপাতাল, আমতা পীতাম্বর হাসপাতাল ও আমতা বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের দরকার এই স্টপেজ।
প্রস্তাব: হাওড়া জেলা প্রশাসনের কাছে এ নিয়ে আবেদন রাখি।
অমল চট্টোপাধ্যায়, আমতা। |