টুকরো খবর
পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণ কেশিয়াড়িতে
গ্রামের উন্নয়নের যাবতীয় খুঁটিনাটি নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের মাধ্যমে গ্রামবাসীদের জানাতে প্রশিক্ষণের আয়োজন হয়েছে। বুধবার কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত ওই প্রশিক্ষণ শিবিরে যোগ দেন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্যরা। ওই নির্বাচিত সদস্যদের প্রশিক্ষিত করতে বিডিও অসীমকুমার নিয়োগী-সহ ২৭টি দফতরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অশোক রাউত। পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, এই ব্লকে এ বারের পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা অধিকাংশই প্রথম বারের জন্য পঞ্চায়েতে জয়ী হয়েছেন। ফলে তাঁরা পঞ্চায়েতের নানা খুঁটিনাটি বিষয়ে অবগত নন। তাই ওই ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়তের প্রধান, উপ-প্রধান-সহ ১১০ জন সদস্য, পঞ্চায়েত সমিতির ২৫ জন সদস্য ও জেলা পরিষদের দু’জন সদস্যদের নিয়ে প্রশিক্ষণ শিবির হয়। সহ-সভাপতি অশোক রাউত বলেন, “অনেকেই পঞ্চায়েতে কাজে নবীন। তাঁদের বিধবাভাতা, একশো দিনের কাজ, স্বাস্থ্য থেকে কৃষির নানা প্রকল্পে কী কী সুবিধা রয়েছে, তা বোঝানো হয়েছে।

উদ্ধার বাংলাদেশি কিশোরী
বাংলাদেশ থেকে আসা এক কিশোরীকে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাতে খড়্গপুর রেল স্টেশন থেকে তাঁকে রেল পুলিশ উদ্ধার করে। উদ্ধার হওয়া বছর ষোলোর দীপা মাসুম্মদ নামের ওই তরুণী ঢাকার মীরপুরের বাসিন্দা। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন মেদিনীপুর থেকে আসা একটি লোকাল ট্রেনে খড়্গপুরে পৌঁছয় ওই কিশোরী। এর পর কয়েকজন যাত্রীকে জানায় বাংলাদেশ থেকে তাঁর সঙ্গে আসা এক তরুণীকে সে খুঁজে পাচ্ছে না। এর পর যাত্রীরা রেল পুলিশে বিষয়টি জানালে কিশোরীকে উদ্ধার করা হয়। ওই কিশোরীর কাছ থেকে কোনও পাসপোর্ট, ভিসা বা কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। এ দিন মেদিনীপুর জুভেনাইল আদালতে তোলা হলে কিশোরী জানায় বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে হারিয়ে গিয়েছে সে। ওই কিশোরীকে মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা হোমে পাঠিয়ে দেওয়া হয়। রেল পুলিশের আইসি আশিস রায় জানান, “উদ্ধার হওয়া মেয়েটির বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

হাইজ্যাক হওয়া গাড়ি উদ্ধার
উদ্ধার হল ‘হাইজ্যাক’ হওয়া গাড়ি। গত ২৪ নভেম্বর পুনে থেকে কলকাতার শো-রুমে যাওয়ার পথে খড়্গপুরের নিমপুরায় পুলিশ সেজে এক সংস্থার ৭টি নতুন গাড়ি হাইজ্যাক করে গাড়ির একদল চোরাকারবারি। সে দিনই ওই এলাকা থেকে খড়্গপুর লোকাল থানার পুলিশ ৬টি গাড়ি উদ্ধার করে। পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় অমিত অগ্রবাল নামে এক ব্যক্তিকে। উদ্ধার হয় পুলিশের স্টিকার লাগানো একটি জিপসি গাড়িও। তবে একটি গাড়ির কোনও খোঁজ মিলছিল না। সে দিনই সাংবাদিক বৈঠক ডেকে জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ জানান, গাড়ি চুরির সঙ্গে আন্তঃরাজ্য গাড়ি চুরির একটি চক্র যুক্ত। তিনি বলেন, একটি গাড়ি নিয়ে বাকি যে দু’জন পালিয়েছে তারাও ধরা পড়বে। ধৃত অমিত অগ্রবালকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধুলাগড়ের দিকে গাড়িটি রয়েছে। এ দিন গাড়িটি ধূলাগড় থেকে উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করা যায়নি।

ঝাড়খণ্ড থেকে উদ্ধার বধূ
‘অপহরণ’-এর সাত মাস পর ঝাড়খণ্ড থেকে উদ্ধার হল বধূ। মঙ্গলবার রাতে মীরা মিশ্র নামে ওই বধূকে ঝাড়খণ্ডের বিরসানগরের খারেঙ্গাঝাড় প্লাজা থেকে কেশিয়াড়ি পুলিশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি কেশিয়াড়ির কুসুমপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, গ্রামেরই ধীরেন মহাপাত্রদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলায় স্বামী শুভঙ্কর মিশ্রের প্রশ্রয়ে এত দিন আত্মগোপন করে ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিল মাসে মীরাদেবীকে অপহরণ করা হয়েছে বলে কেশিয়াড়ি থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্বামী শুভঙ্করবাবু। তিনি ধীরেন মহাপাত্র-সহ সাত জনের নামে ‘অপহরণ’-এর অভিযোগ দায়ের করেন। তবে গ্রেফতারের আগেই আগাম জামিন পান অভিযুক্তরা। পরে পুলিশ তদন্তে জানতে পারে নিরাপত্তার অভাবেই মীরাদেবী আত্মগোপন করেছেন। এরপরই কেশিয়াড়ি পুলিশের একটি দল ঝাড়খণ্ডের বিরসানগরের খারেঙ্গাঝাড় প্লাজা এলাকায় এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার করে মীরাদেবীকে।

সরকারি কর্মীদের সভা মেদিনীপুরে
সিপিএম প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কো- অর্ডিনেশন কমিটি সহ মোট ১৩টি সংগঠনের ডাকে বুধবার মেদিনীপুরে এক সভা হয়। শহরের কর্মচারী ভবন চত্বরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কো- অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক গঙ্গাধর বর্মণ। সবমিলিয়ে ৮ দফা দাবি জানানো হয়। এরমধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে উপযুক্ত পদক্ষেপ করা, বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়া, ধর্মঘটের অধিকার ফিরিয়ে দেওয়া প্রভৃতি।

কম্বল বিলি
মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুঃস্থদের কম্বল বিলি করা হল। ১৮তম প্রতিষ্ঠা দিবসে বুধবার সন্ধ্যায় খড়্গপুরের ওল্ড সেটেলমেন্টের সাঁইবাবা মন্দিরে ওই অনুষ্ঠান হয়। এ দিন মন্দিরের তরফে প্রায় দু’শো জনকে কম্বল ও শীতবস্ত্র বিলি করা হয়। কমিটির সম্পাদক সিভিআর রাও জানান, “প্রতি বছরই প্রতিষ্ঠা দিবসে আমরা কিছু সমাজসেবা মূলক কাজ করি।” তবে এ বছর শীতে দুঃস্থদের কম্বল ও বস্ত্রদানের কথা ভেবেই এই উদ্যোগ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.