এত দিন কলকাতা পুরসভার নিজস্ব পার্ক, ফুটপাথের রেলিং ও আইল্যান্ড নীল-সাদা রঙে সাজানোর কাজ করেছে পুর প্রশাসন। এ বার থেকে কেএমডিএ, কেআইটি, এইচআরবিসি ও পূর্ত দফতরের সেতু এবং আইল্যান্ডেও নীল-সাদা রং করা হবে পুরসভার অর্থে। গত ৩০ অক্টোবর মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত ঘিরে বুধবার পুরসভায় প্রতিবাদ জানালেন কংগ্রেস কাউন্সিলরেরা। কংগ্রেস কাউন্সিলর মালা রায় বলেন, “টাকার অভাবে ধুঁকছে কলকাতা পুরসভা। বস্তি, নিকাশি, জঞ্জাল অপসারণের কাজ বন্ধ রয়েছে। আর্থিক নিষেধাজ্ঞা জারি হয়েছে নতুন কাজের ক্ষেত্রে। তা তোলার আগেই অন্য সংস্থার হাতে থাকা সেতু ও আইল্যান্ড রাঙানোর বোঝা পুর প্রশাসনের হাতে নেওয়া ঠিক হয়নি।” অভিযোগের জবাবে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “পুরো শহরকে নীল-সাদা রঙে সাজানোর পরিকল্পনা রয়েছে। মেয়র পরিষদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।” ওই সেতু, পার্ক ও আইল্যান্ডের ছোটখাটো মেরামতিরও ভার নিয়েছে পুর প্রশাসন। অন্য দিকে, পুরসভার নিজস্ব বিল্ডিং ও পার্ক নীল-সাদা রঙে সাজানো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে ক্যাগ। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, ২০১৩-র মার্চ পর্যন্ত প্রায় ৫৩ লক্ষ টাকা ওই খাতে ব্যয় করা হয়েছে যার অনুমোদন নেই। এ ব্যাপারে মেয়র বলেন, “ওই কাজের জন্য কত টাকা ব্যয় করা হবে তা এখনই বলা যাবে না। কারণ কাজটা চলবে। শহরের সব সেতু, পার্ক, আইল্যান্ড রেলিং এক রঙের হলে শহরের সৌন্দর্য বৃদ্ধি হবে। নিন্দুকেরা সমালোচনা করলেও তা বন্ধ হবে না।”
|
চলতি বছরের অগস্ট ও নভেম্বরে তপসিয়া ও বেনিয়াপুকুর থানায় জমা পড়া দু’টি চুরির অভিযোগের তদন্তে নেমে শাহনাজ খান নামে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার, টিটাগড় থেকে তাকে ধরা হয়। বুধবার, আদালত তাকে ৩০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত দেয়। পুলিশ জানায়, প্রথমে তপসিয়ার একটি বাড়িতে পরিচারিকার কাজে যোগ দেয় শাহনাজ। অভিযোগ, পরিবারের এক সদস্যের হাতে ওষুধ লাগানোর নাম করে বালা খুলে নিয়ে পালায় সে। নভেম্বরেও বেনিয়াপুকুরে একই ধরনের অভিযোগ জমা পড়ে। দুই থানা থেকেই অভিযুক্তের স্কেচ বানানো হয়। তা থেকেই পুলিশ জানতে পারে দু’টি ঘটনায় অভিযুক্ত একই।
|
অস্থায়ী শ্রমিকদের কাজ না দেওয়ার প্রতিবাদে চটকলের জিএম-কে মারধরের অভিযোগ উঠল কিছু শ্রমিকের বিরুদ্ধে। বুধবার, বেলঘরিয়ার প্রবর্তক চটকলে। পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর আগুন লেগে চটকলের কিছু মেশিন নষ্ট হয়ে যায়। এর পরেই অস্থায়ী শ্রমিকদের কিছু দিন কাজ না দেওয়ার সিদ্ধান্ত হয়। তারই প্রতিবাদে এই ঘটনা বলে অভিযোগ। কিছুক্ষণের জন্য কাজ বন্ধ হয়। কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। উত্তর ২৪ পরগনার তৃণমূল শ্রমিক নেতা বিমল সাহা বলেন, “কাজ বন্ধ করা ঠিক নয়। তাই সকলকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে কাজ চালু করে দিই।”
|
নেদারল্যান্ডসের গ্রনিংজেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে পঠনপাঠন, ছাত্র-শিক্ষক আদানপ্রদানের জন্য গাঁটছড়া বাঁধল প্রেসিডেন্সি। বুধবার সমঝোতাপত্র সই করেন দুই বিশ্ববিদ্যালয়ের কর্তারা। স্নাতকোত্তরের শেষ সেমেস্টারে প্রেসিডেন্সির বাছাই করা কয়েক জন ছাত্রছাত্রী গ্রনিংজেন বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পাবেন। প্রেসিডেন্সির বিজ্ঞান শাখার ডিন সোমক রায়চৌধুরী জানান, স্নাতকোত্তরের শেষ সেমেস্টারে সব পড়ুয়াকেই গবেষণাপত্র তৈরি করতে হবে। তাঁদের মূল্যায়ন হবে তার নিরিখেই।
|
এক ব্যক্তির ঝুলন্ত দেহ মিলল। বুধবার, সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্কের কাছে। মৃতের নাম বিক্রম পাল সিংহ (৫৫)। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। পুলিশ জানায়, এ দিন একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখেন স্থানীয়েরা। অন্য দিকে, এ দিনই তারাতলা থানার নিউ কেপিটি কলোনির এ ব্লকের একটি বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার নাম অনিতা বিন্দ (২০)। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
ট্যাক্সিচালকের সততায় ক্যামেরা ও টাকার ব্যাগ ফেরত পেলেন এক যাত্রী। বুধবার, বাগুইআটিতে। পুলিশ জানায়, বিনয় মজুমদার নামে ওই ব্যক্তি তেঘরিয়ার একটি গেস্ট হাউস থেকে ট্যাক্সিতে সল্টলেক যান। নেমে যাওয়ার পরে ট্যাক্সিচালক হরিন্দর রাম দেখেন, পিছনের আসনে পড়ে ক্যামেরা ও ব্যাগ। তিনি ট্রাফিক গার্ডে জানান। গেস্ট হাউসে ফোন করে জিনিস ফেরত দেয় পুলিশ।
|
বিদ্যাসাগর সেতু দিয়ে যাওয়ার সময়ে বুধবার ভোরে একটি লরিতে আগুন লেগে যায়। পুলিশ জানায়, ওই লরিটি ফোম বোঝাই ছিল। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
|