টুকরো খবর
খুনের দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
৯ বছর আগে হওয়া একটি খুনের মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। বুধবার সিউড়ি আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ওই নির্দেশ দেন। সাজাপ্রাপ্তরা হল উত্তম ধাউড়ে, গৌতম ধাউড়ে, ননীগোপাল ধাউড়ে, নরোত্তম ধাউড়ে, সন্তোষ ধাউড়ে এবং বিকাশ ধাউড়ে। প্রত্যেকেই খয়রাশোল থানার সগড়ভাঙা গ্রামের বাসিন্দা। মামলার সরকারি আইনজীবী সুভাষ দত্ত জানান, ২০০৪ সালের ১৭ অগস্ট সকাল ৬টায় খয়রাশোলের সগড়ভাঙা গ্রামে মোড়ল পুকুর পাড়ে বেআইনি ভাবে একটি নর্দমা কাটতে শুরু করেছিল ওই গ্রামের একই পরিবারের ওই ছয় জন। পুকুরটি ছিল মণ্ডল পরিবারের। পুকুরটির পাড়ে নর্দমা কাটা হচ্ছে খবর পেয়ে, নিমাই মণ্ডল, তাঁর ছেলে কুশ মণ্ডল, লব মণ্ডল ও ভাইপো মদন মণ্ডল গিয়ে বাধা দেন। তখনই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। তখন আসামীরা মাটি কাটার শাবল, গাইতি এবং লাঠি, বর্শা নিয়ে কুশ মণ্ডলদের উপর হামলা করে। মারত্মক জখম হন কুশবাবু। ঘটনার দু’দিন পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান তিনি। ওই দিনের ঘটনায় মণ্ডল পরিবারের বাকিরাও জখম হয়েছিলেন। তবে ঘটনার পর অসামী পক্ষও মণ্ডল পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাদের উপর চাড়াও হওয়া, মারধর এবং পরিবারের এক মহিলার হার ছিনতাইয়ের পাল্টা অভিযোগ করেছিল থানায়। সেই মমলায় বিচারক মঙ্গলবারই অভিযুক্তদের বেকসুর খালাস করে দিয়েছেন।

পোস্টার ঘিরে বিতর্ক সিউড়িতে
সিউড়ির জল প্রকল্পের উদ্বোধন হবে আগামী ১৪ ডিসেম্বর। এই মর্মে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। তাতে মুখ্যমন্ত্রী ছাড়াও মুকুল রায়, ফিরহাদ হাকিম ও অনুব্রত মণ্ডলের নাম থাকলেও সাংসদ শতাব্দী রায়ের নাম নেই। এই নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তবে বুধবার সিউড়ি পুরসভায় ময়লা ফেলার জায়গা, আবর্জনা তোলা ও ফেলা, নর্দমা পরিষ্কার করার যন্ত্র উদ্বোধনে এসে সেই বিতর্কে জল ঢালার চেষ্টা করেন সাংসদ থেকে পুরপ্রধান। পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “তিনি এখানকার সাংসদ। তাই নাম দেওয়া হয়নি।” সাংসদও বলেন, “নাম থাকা, না থাকা গৌণ বিষয়।”

রথীন্দ্রশিল্প মেলা
রথীন্দ্রনাথের ১২৫তম জন্মদিনে শ্রীনিকেতনের শিল্প সদনে বুধবার বিকেলে শুরু হল ‘রথীন্দ্রশিল্প’ মেলা। গত ২৫ বছর ধরে এই মেলা চলে আসছে। এই মেলার উদ্বোধন করার পাশাপাশি শিল্প সদনের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। আজ বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মেলা। তবে এই মেলায় শ্রীনিকেতনের কর্মী, অধ্যাপকরা ছাড়াও শান্তিনিকেতনের বেশির ভাগ কর্মীদের অনুপস্থিতি চোখে লেগেছে সুশান্তবাবুর। কর্মীদের অনুপস্থিতির কথা উল্লেখ করে সুশান্তবাবু বলেন, “খুব আক্ষেপের সঙ্গে বলতে হচ্ছে, এই রকম একটি অনুষ্ঠানে শান্তিনিকেতনের কর্মী, অধ্যাপকেরা অনুপস্থিত কেন? আমি বুঝতে পারছি না। যোগাযোগের কোনও জায়গায় অভাব রয়েছে কি না, সেটা দেখতে হবে। বিশ্বভারতীর সামগ্রিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।”

অনশনে কর্মপ্রার্থীরা
প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফলের তালিকায় তাঁদের নাম না থাকার প্রতিবাদে বুধবার জেলাশাসকের কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসলেন বীরভূম জেলা ‘ভূমিহারা যোগ্য এগজামটেড’ বিভাগে নাম থাকা বেশ কিছু কর্মপ্রার্থী। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “এ ব্যাপারে আমার কিছু বলার নেই।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.