৭ শৃঙ্গ অভিযানে পাক তরুণী
সংবাদ সংস্থা • ইসলামাবাদ |
লেখাপড়া করতে চেয়ে গুলি খেতে হয় এ দেশের কিশোরীকে। বৃষ্টিতে ভিজে আনন্দ করার ভিডিও প্রকাশ্যে এলেই বুক ফুঁড়ে দেয় তালিবানি গুলি। এ দেশেরই মেয়ে শামিনা বেগ। সব রকম ফতোয়া-বাধা-অন্যায়ের দেওয়াল টপকে প্রায় ছুঁয়ে ফেললেন আকাশ। চলতি বছরের জুন মাসেই প্রথম পাক মহিলা হিসেবে এভারেস্ট শীর্ষে জয় পতাকা উড়িয়ে এসেছেন ২১ বছরের শামিনা। কিন্তু এ তো সবে যাত্রা শুরু। লক্ষ্য আরও অনেক বড়। ‘সেভেন সামিট’ অভিযান। পৃথিবীর সাতটি শীর্ষবিন্দুতে পা রাখা। আর এই অভিযানের স্বপ্নে শামিনার সঙ্গে পা মিলিয়েছেন তাঁর দাদা মির্জা আলি বেগও। মির্জা এক জন পেশাদার পর্বতারোহী। কারাকোরাম, হিন্দুকুশ ইত্যাদি পর্বতমালার একাধিক শৃঙ্গে অভিযান করেছেন। শনিবারই দেশ ছাড়ছেন তাঁরা। প্রথম গন্তব্য, সুমেরুর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট ভিনসন। এর পরে আর্জেন্টিনার মাউন্ট অ্যাকনকাগুয়া। রাশিয়ার মাউন্ট এলব্রুস, ইন্দোনেশিয়ার পুনকাক জায়া ইত্যাদি। শামিনা-মির্জার এই অভিযানে সহায়তা করছে অ্যাডভেঞ্চার ডিপ্লোম্যাসি গ্রুপ আর্জেন্তিনা, ইন্দোনেশিয়া, নেপাল, রাশিয়া ও আমেরিকার দূতাবাস যার সদস্য।
|
সেনেটর পদ থেকে বহিষ্কৃত হলেন সিলভিও বার্লুস্কোনি। তাঁকে সরাতে বুধবারই ভোটাভুটি হয় ইতালির পার্লামেন্টে। দেশের সেনেটরদের দাবি ছিল, ভোটে হারলে বার্লুস্কোনির গ্রেফতার হওয়ার সম্ভাবনা বাড়বে, তবে সরকার পড়ে যাবে না। বার্লুস্কোনিকে বহিষ্কারের পর তাঁর দল ‘ফোরজা ইতালিয়া’ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। তবে সম্প্রতি ফোরজা ইতালিয়ায় থেকে বেরিয়ে এসেছেন ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলিও আলফানো। তাঁর নেতৃত্বে নতুন দলটি সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে। তাই ফোরজা ইতালিয়া সমর্থন তুলে নিলেও সরকারের পতন হল না। সেনেটের স্পিকার পিয়েত্রো গ্রাসো এ দিন বলেন, গত বছরই দেশে আইন হয়েছিল যে কেউ দোষী প্রমাণিত হলে তাকে আর পালার্মেন্টে থাকার অধিকার দেওয়া হবে না। সেই আইন মেনেই বহিষ্কার করা হল বার্লুস্কোনিকে। প্রসঙ্গত, বার্লুস্কোনির বিরুদ্ধে ওঠা কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়েছে।
|
বিতর্কের অবসান ঘটিয়ে বুধবার নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২৮ নভেম্বর থেকে পাক সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল রাহিল শরিফ। এ দিনই ঘোষণা করা হয় পাকিস্তানের পরবর্তী প্রধান বিচারপতির নামও। আগামী ১২ ডিসেম্বর থেকে ওই পদে নিযুক্ত হচ্ছেন তাসাদুক হুসেন জিলানি। তার আগের দিনই অবসর নিচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরি।
|
বিতর্কিত ভিডিও থেকে এক ডলারও আয় করেননি বলে বুধবার জানালেন প্যারিস হিলটন। প্রায় বছর ১১ আগে প্যারিসের সঙ্গে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্ত রেকর্ড করেছিলেন তাঁর সঙ্গী রিক সালোমন। তখন প্যারিস হিলটনের বয়স ২১ বছর মাত্র। তাঁদের বিচ্ছেদের পর সেই ভিডিও টেপটি ছবি বানিয়ে প্রকাশ করে রিক। তার নাম দেয় ‘ওয়ান নাইট ইন প্যারিস’।
|
প্রায় ১৭ ঘণ্টার আলাপ আলোচনা শেষে জার্মানিতে জোট সরকার গড়তে ঐকমত্য হল আঙ্গেলা মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন এবং প্রধান বিরোধী দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি। এই নিয়ে দ্বিতীয় বার দেশের দু’টি প্রধান দলের জোট সরকারকে নেতৃত্ব দেবেন মের্কেল।
|
গাড়ি থেকে নামিয়ে একটি ফরাসি স্বেচ্ছাসেবী সংস্থার ছয় কর্মীকে গুলি করে মারল জঙ্গিরা। নিহতেরা প্রত্যেকেই আফগান। আহত আরও এক আফগান কর্মী এখন চিকিৎসাধীন। প্রশাসন এই ঘটনার জন্য দায়ী করছে আফগান তালিবানকে। |