টুকরো খবর
নন্দীগ্রাম নিখোঁজ মামলার পরবর্তী শুনানি ডিসেম্বরে
নন্দীগ্রাম নিখোঁজ মামলার পরবর্তী শুনানি হবে ১০ ডিসেম্বর। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতে জেলা ও দায়রা বিচারক মধুমতী মিত্রের এজলাসে নিখোঁজ মামলার জামিনপ্রাপ্ত ৬৬ জনের মধ্যে লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়া-সহ ৬০ জন হাজির ছিলেন। অনুপস্থিত ছিলেন ৬ জন। সরকার পক্ষের আইনজীবী ওই মামলার দ্রুত বিচার শুরুর জন্য আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর জেলা ও দায়রা বিচারক মামলার সমস্ত অভিযুক্তদের আগামী ১০ ডিসেম্বর আদালতে ফের হাজির হওয়ার নির্দেশ দেন।
আদালতে লক্ষ্মণ শেঠ।—নিজস্ব চিত্র।
নন্দীগ্রাম নিখোঁজ মামলার শুনানিতে যোগ দিতে আসা লক্ষ্মণ শেঠ আশঙ্কা প্রকাশ করে বলেন, “তৃণমূল দলের ৪ জন কাউন্সিলরকে ভয় দেখিয়ে যে ভাবে হলদিয়া পুরসভা দখল করল, তাতে আমাদের আশঙ্কা বামফ্রন্ট পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিকেও রক্ষা করা যাবে না। নন্দীগ্রাম, খেজুরিতে আমাদের অনেক কর্মী-সমর্থক এখনও ঘরছাড়া। বাম পরিচালিত পঞ্চায়েতগুলিতেও তৃণমূল নানা ভাবে কাজে বাধা দিচ্ছে।” আসন্ন লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে লক্ষ্মণবাবু বলেন, “লোকসভা নির্বাচনে আমি প্রার্থী হব কিনা এ নিয়ে দল সিদ্ধান্ত নেবে। তাই এই বিষয়ে কিছু বলতে পারব না।”

পুরনো খবর:
কংগ্রেসের আইন অমান্য
রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ের সামনে জেল ভরো কমর্সূচি পালন করলেন কংগ্রেস নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, সম্পাদক দীপঙ্কর সাহু, উর্বশী ভট্টাচার্য-সহ দলের জেলা নেতৃত্ব। কংগ্রেস নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে জেলাশাসকের অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁদের গ্রেফতার করে।
তমলুকে কংগ্রেসের জেল ভরো।—নিজস্ব চিত্র।
দীপঙ্করবাবু জানান, আগামী ১ ডিসেম্বর মেদিনীপুর শহর থেকে কংগ্রেসের ‘মুক্তি পদযাত্রা’ কর্মসূচি শুরু হচ্ছে। ওই পদযাত্রা ৪ ডিসেম্বর পিংলা হয়ে পূর্ব মেদিনীপুরের ময়নায় প্রবেশ করবে। এরপর ওই পদযাত্রা নিকাশিবাজার, নিমতৌড়ি হয়ে তমলুক শহরে প্রবেশ করবে। আগামী ৭ ডিসেম্বর পদযাত্রা গেঁওখালি যাবে। তারপর ওই পদযাত্রা হাওড়া জেলার বিভিন্ন স্থান হয়ে আগামী ১৩ ডিসেম্বর কলকাতার শহিদ মিনারে পৌঁছবে। শহিদ মিনারের সমাবেশে দলের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন।

ক্ষতিগ্রস্তদের বীজধান
বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের বোরোধান চাষে সাহায্যের জন্য বিনামূল্যে বীজধান, সর্ষে বীজ ও সার বিলি করছে কৃষি দফতর। জেলা কৃষি উপ-অধিকর্তা (প্রশাসন) প্রণবেশ বেরা জানান, মোট ১ লক্ষ ৮৫ হাজার ২৬ প্যাকেট বীজধান বিলি করা হবে। প্রতি প্যাকেটে ৬ কিলোগ্রাম করে বীজধান রয়েছে। সুতাহাটা বাদে জেলার ২৪টি ব্লকে এই বীজধান বিলি করা হবে। এছাড়াও ১ কিলোগ্রাম র্সষে বীজের ২৯ হাজার ৯৭৫টি প্যাকেটও বিলি করা হবে। দশ কিলোগ্রামের সারের প্যাকেটও বিলি করা হচ্ছে। প্রসঙ্গত, বন্যার দরুণ জেলার ১১টি ব্লকের ৫৫৪টি মৌজার পঞ্চাশ শতাংশ চাষের জমিরই ক্ষতি হয়েছে। তমলুক, পাঁশকুড়া, শহিদ মাতঙ্গিনী ও রামনগর-১ ব্লকের ২৮৪টি মৌজায় ব্যাপক ক্ষতি হয়। প্রণবেশবাবু বলেন, “সরকারি বরাদ্দ অনুযায়ী বীজধান ও সার বিলি করা হচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত বীজতলা ফেলার সময় রয়েছে। আশা করি, এর মধ্যেই বীজধান বিলির কাজ শেষ হবে।”

সময়ে গ্রাম সভার দাবি মঞ্চের
সময় মতো গ্রাম সংসদের বৈঠক ডাকা সহ কয়েকটি দাবিতে মঙ্গলবার মেদিনীপুর শহরে এক সভা করে ‘পশ্চিমবঙ্গ জীবন জীবিকা সুরক্ষা মঞ্চ’। মঞ্চের পক্ষে ঝর্না আচার্য বলেন, “আমাদের সংগঠন পিছিয়ে পড়া এলাকার মানুষের আর্থিক সামাজিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে। গ্রাম পঞ্চায়েত আমাদের অধিকার। সঠিক ভাবে গ্রাম সংসদ পরিচালনার লক্ষ্যে প্রচার করে। জনমত সংগঠিত করে।” তাঁর কথায়, “আমরা দেখছি, বেশ কিছু ক্ষেত্রে সময় মতো গ্রাম সংসদ সভা ডাকা হচ্ছে না। সংসদ সভাগুলো খাতায়কলমে হয়ে যাচ্ছে। ফলে, স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য- মতামত গুরুত্ব পাচ্ছে না। তাঁদের প্রস্তাব মতো কাজ হচ্ছে না। প্রতিবাদে জনমত সংগঠিত করতেই আমাদের এই সভা।” এই দাবিতে আগামী দিনে বিডিও অফিসে দরবার করা হবে বলেও মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে।

মধুচক্রে হানা
মধুচক্রে হানা দিয়ে ছ’জন যুবতী-সহ মোট এগারো জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে মহিষাদলে ঘটনাটি ঘটে। ধৃতদের অধিকাংশই বহিরাগত। মঙ্গলবার তাঁদের হলদিয়া এসিজেএম আদালতে তোলা হয়।

ছাত্রীদের সাইকেল বিলি
ছবি: কৌশিক মিশ্র।
মঙ্গলবার অনগ্রসর ও সংখ্যালঘু দফতর থেকে এক অনুষ্ঠানে ৭৭ জন সংখ্যালঘু ছাত্রীকে সাইকেল, ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর থেকে ৫০ জনকে লুম মেশিন ও ৪০ জনকে টেলারিং মেশিন দেওয়া হল। এগরা ১ ব্লক অফিসে ওই অনুষ্ঠানে ছিলেন সাংসদ শিশির অধিকারী, স্থানীয় বিধায়ক সমরেশ দাস প্রমুখ।

দুষ্কৃতী গ্রেফতার
চুরির উদ্দেশে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল হলদিয়া থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের হলদিয়া এসিজেএম আদালতে তোলা হলে চোদ্দো দিন জেল হেফাজতের নির্দেশ হয়। ধৃতদের মধো কুতুবউদ্দিন খান হলদিয়া থানার পরমানন্দচক ও রাজু পতি সুতাহাটা থানার দুর্বাবেড়িয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় পনেরো জন দুষ্কৃতীর একটি দল পরমানন্দচকে হিন্দুস্থান ফার্টিলাইজার কর্পোরেশনের পাঁচিলের পাশে পরিত্যক্ত একটি ঘরে বসে এইচএফসি-র গোডাউনে চুরির পরিকল্পনা করছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.