শ্বাসরোধ করে খুন
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
বধূকে শ্বাসরোধ করে খুন করা অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। সোমবার চাঁচলের জিয়াগাছি এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত বধূর নাম মঞ্জুরা বিবি (২০)। ঘটনার পর স্বামী মোশারোফ হোসেন, অভিযুক্ত শ্বশুর-শাশুড়ি সহ অন্যরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। বছর দুয়েক আগে পেশায় দিনমজুর জিয়াগঞ্জের মোশারফ আলির সঙ্গে বিয়ে হয় রতুয়ার মঞ্জুরার। তারা নিঃসন্তান ছিলেন। নিহতের বাবা মহবুল হকের অভিযোগ, স্বামীর একটি সম্পর্কের প্রতিবাদ করাতেই তাঁর মেয়েকে খুন করা হয়েছে।
|
স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
হিমঘরে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় কেটে গেলেও দুষ্কৃতীদের ধরতে না পারার অভিযোগে থানায় বিক্ষোভের পাশাপাশি আইসিকে স্মারকলিপি দিল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। এ দিনের ওই আন্দোলনে যোগ দিয়েছিলেন হিমঘরের কর্মীরাও। গত শনিবার ইসলামপুরের মাদারিপুরে একটি হিমঘরের অফিস ঘরে হামলা চালিয়ে ২০ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল প্রায় ৩ লক্ষাধিক টাকা লুঠ করে। হিমঘরের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।
|
ধান কেনা শুরু
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
সহায়ক দামে দক্ষিণ দিনাজপুরে চাষিদের থেকে ধান কেনা শুরু হল। সোমবার জেলার ৮টি ব্লকে শিবির করে চালকল মালিকদের দিয়ে কুইন্টাল প্রতি সরু ধান ১৩৪৫ টাকা, মোটা ধান ১৩১০ টাকায় চেকের মাধ্যমে কেনা হয়। গত বছর দক্ষিণ দিনাজপুরে ৫৭৫টি শিবিরে ১ লক্ষ ৪১ হাজার টন ধান কেনা হয়। সরকারি উদ্যোগে এ বার লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৪৭ হাজার টন।
|
নিরাপত্তা দাবি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিরাপত্তা চাইলেন শিলিগুড়ি বিল্ডার্স ও ডেভলপার্স ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের সদস্যরা। সোমবার তাঁরা অভিযোগ করেন, ফ্ল্যাট তৈরিতে গেলে চাঁদা,তোলার দাবিতে জেরবার হতে হচ্ছে। তাদের সদস্য গণেশ দাসের উপরে হামলায় অভিযুক্তেরও শাস্তি দাবি করেন সম্পাদক অরূপ নন্দী। |