রিংটন বাগান খোলার প্রক্রিয়া শুরু
দলসিংপাড়ায় বাগান খুলছে
ডুয়ার্সের বন্ধ দলসিংপাড়া চা বাগান ২ ডিসেম্বর খুলছে বলে সোমবার মহাকরণে জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। রিংটন চা বাগান খোলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে শ্রমমন্ত্রী জানিয়েছেন। বন্ধ রেডব্যাঙ্ক ও সুরেন্দ্রনগর চা বাগান কর্তৃপক্ষকে ত্রিপাক্ষিক বৈঠকে ডাকা হয়েছে। ওই দু’টি চা বাগানেও কাজকর্ম তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিদাম চা বাগান ইতিমধ্যেই চালু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
চা বাগানের কাজকর্ম যাতে নিয়ম মেনে চলে তা তদারকি করার জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে একটি করে এগজিকিউটিভ কমিটি গড়ার কথা মন্ত্রী এ দিন জানিয়েছে। জেলা স্তরে এক্সিকিউটিভ কমিটিতে জেলাশাসক, মহকুমা শাসক, শ্রমিক ও মালিক প্রতিনিধি থাকবেন। শ্রমমন্ত্রী বলেন, “আগে চা বাগানে শ্রমিকদের দৈনিক মজুরি ছিল ৬৭ টাকা। এখন তা বাড়িয়ে ৯৫ টাকা করা হয়েছে। এ ছাড়া বন্ধ ১৪টি চা বাগানের শ্রমিকদের একশো দিনের কাজের আওতায় আনা হয়েছে।” এ দিন মন্ত্রী জানান, ২০১১-১২ সালে ১৩টি বন্ধ চা বাগানের শ্রমিককে ২০ কোটি টাকা, ২০১২-১৩ সালে ৪টি চা বাগানের শ্রমিককে প্রায় সাড়ে তিন কোটি টাকা এবং ২০১৩-১৪ সালে ইতিমধ্যেই ৩টি চা বাগানের শ্রমিকদের প্রায় ৯৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে। চা মালিক সংগঠন টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (টাই) সচিব রণজিৎ দত্ত বলেন, “সরকারি ভাবে কিছু জানি না। তবে চা শিল্পের সহায়ক সরকারের এমন কোনও পদক্ষেপ নেওয়া হবে।” অন্যদিকে, চা শ্রমিক সংগঠনগুলির মিলিত মঞ্চ ততা ডিফেন্স কমিটি ফর প্ল্যান্টেশ ন ওয়ার্কাস রাইটের আহ্বায়ক সমীর রায় বলেন, “বর্তমান মন্ত্রী যেটা বলেছেন তাকে স্বাগত জানাই। তবে এর আগেও খোদ মন্ত্রীকে চেয়ারম্যান করে একটি কমিটি ছিল। তাতেও খুব ভাল ফল কী মিলেছে। চা বাগানে নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব শ্রম কমিশনারের। তার জন্য শ্রম দফতরের পরিকাঠামো বাড়ানো প্রয়োজন। শুধুমাত্র একটি কমিটি গড়ে খুব একটা কিছু বাড়তি হবে না।”
মাদক সহ ধৃত। হাসিস পাচারের অভিযোগে ধরা পড়লেন এক ব্যক্তি। সোমবার শিলিগুড়ির পানিট্যাঙ্কির কাছে ভারত নেপাল সীমান্তে ঘটনাটি ঘটেছে। ভূমি শুল্ক দফতরের কর্তারা এদিন গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত সন্ত বাহাদুর তামাং নেপালের কাটমান্ডুর বাসিন্দা। একটি ব্রিফকেসে ভরে ওই হাসিসগুলি ভারতে পাচার করছিল ওই ব্যক্তি বলে খবর রয়েছে। উদ্ধার হওয়া হাসিসের পরিমাণ ৭ কেজি। তার বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা বলে দফতর সূত্রে জানানো হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.