ডিসেম্বর থেকে সংগ্রহ শুরু রোহিণী, পাঙ্খাবাড়িতে |
টোল বুথে পথ-কর নেবে জিটিএ
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
আগামী মাসের প্রথম দিন থেকেই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রোহিণী সড়কে পথ-কর সংগ্রহ করবে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সড়কে যাতায়াতকারী দু চাকা থেকে চার চাকা যানবাহনের জন্য নুন্যতম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা পথ-কর দিতে হবে। কয়েক বছর আগে ধসে ৫৫ নম্বর জাতীয় সড়ক বিপযর্স্ত হওয়ার পরে, রোহিণী সড়ক-ই শিলিগুড়ি থেকে কার্শিয়াং মহকুমা এবং দার্জিলিং যোগাযোগের মূল পথ। পাশাপাশি, পাঙ্খাবাড়ি দিয়ে দার্জিলিঙে যাওয়ার অন্য রাস্তাটিও সংস্কারের কাজের জন্য কয়েকটি জায়গায় বন্ধ থাকায়, রোহিণী সড়কের উপরেই যানবাহনের চাপ বেশি। তবে, রোহিণীর পাশাপাশি পাঙ্খাবাড়ির রাস্তাতেও টোল-বুথ বসিয়ে পথ-কর সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে জিটিএ। সংস্কারের পরে, সে পথেও একই হারে কর সংগ্রহ হবে বলে জানা গিয়েছে।
জিটিএ-এর ডেপুটি চিফ রমেশ আলে বলেন, “পয়লা ডিসেম্বরই রোহিণীর রাস্তায় টোল-বুথের উদ্বোধন হবে। সে দিনই পথ-কর চালু হবে। যত বার টোল-বুথ পার হয়ে যানবাহন চলাচল করবে, তত বার কর দিতে হবে।” জিটিএ সূত্রে জানা গিয়েছে, বাইকের জন্য ১০ টাকা কর দিতে হবে। এটাই করের ন্যূনতম হার। ট্যাক্সি ও অন্য বিলাসবহুল গাড়ির নির্ধারিত করের হার ৩০ টাকা। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ৪০ টাকা এবং বিলাসবহুল ট্যাক্সি মিনিবাস, পিক আপ ভ্যান যাতায়াতের ক্ষেত্রে ১০০ টাকা এবং ট্রাকের ক্ষেত্রে ১৫০ টাকা পথ কর দিতে হবে। কর থেকে সংগৃহীত অর্থ সড়ক রক্ষণাবেক্ষণের কাজেই ব্যয় করা হবে বলে জিটিএর ডেপুটি চিফ রমেশ আলে এ দিন জানিয়েছেন।
এই কর-হার নিয়ে অবশ্য আপত্তি জানিয়েছে তৃণমূলের পাহাড় কমিটি। তাদের অভিযোগ, করের হার কমানো সম্ভব ছিল। সোমবার কাশির্য়াঙের মহকুমা শাসকের দফতরে পথ-করের হার নিয়ে প্রতিবাদে স্মারকলিপিও দিয়েছে তৃণমূল। কার্শিয়াঙের পোস্টার দেখা গিয়েছে। দলের পাহাড় কমিটির আহ্বায়ক বিন্নি শর্মা বলেন, “পথ করের যে হার নির্ধারণ করা হয়েছে, তা বেশি। সে কারণেই বিরোধিতা করা হয়েছে। দ্রুত পথ কর হার কমাতে হবে।” জিটিএর ডেপুটি চিফ রমেশ আলের দাবি, “আলোচনা এবং সমীক্ষা করেই কর-হার নির্ধারণ করা হয়েছে। এই কর হার যথেষ্টই নমনীয়।” |