টুকরো খবর
দায়িত্ব থেকে অব্যাহতির নোটিস রেজিস্ট্রারকে
দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রামপদ বেরাকে। সোমবার এই মর্মে তাঁকে নোটিস পাঠান বারাসতের ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৌশিক গুপ্ত। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ওই নোটিসে উপাচার্য বলেছেন, রেজিস্ট্রারের কাজকর্ম ‘সন্তোষজনক’ নয়। তাই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্দেশের প্রতিবাদে এ দিন কিছু ক্ষণ কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ে কর্মীদের একাংশ। ২০১২-র ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসাবে যোগ দেন রামপদ বেরা। সূত্রের খবর, রামপদবাবুর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল। ওই অভিযোগগুলি নিয়ে রবিবার বৈঠক করে বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতি। বৈঠকে হাজির থাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্তা এ দিন বলেন, “রেজিস্ট্রারের কাজকর্ম নিয়েও বৈঠকে প্রশ্ন ওঠে। ঠিক হয়, উপাচার্য যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত হবে।” এ দিন বহু চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি উপাচার্য কৌশিকবাবুর সঙ্গে। তাঁর দু’টি মোবাইল বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়ের আর এক কর্তা জানান, রামপদবাবু রেজিস্ট্রার পদে ‘প্রোবেশন’-এ ছিলেন। স্থায়ী হননি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে নোটিস দিয়ে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। রামপদবাবুর দাবি, “এ ভাবে কাউকে সরানো যায় না। রবিবার পরিচালন সমিতির বৈঠকে কোনও অভিযোগ প্রমাণ হয়নি। বরং সেগুলি যে মিথ্যা, তা-ই প্রমাণ হয়েছে।” তাঁর সংযোজন, “বিধি মেনেই আমাকে রেজিস্ট্রার পদে নিয়োগ করা হয়। অভিযোগ প্রমাণ না হলেও উপচার্য এই সিদ্ধান্ত নিয়েছেন। তারই প্রতিবাদে আমি হাইকোর্টের দ্বারস্থ হব।”

চা, ডাল-ভাত খেয়েই অনশন শেষ কুণালের
গ্রেফতারির প্রতিবাদে শনিবার রাত থেকে পুলিশি হাজতে অনশন শুরু করেছিলেন সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। সোমবার তিনি অনশন তুলে নেন। পুলিশের দাবি, চা, ফলের রস ছাড়াও কুণাল এ দিন ভাত, ডাল খেয়েছেন। কুণালের বাড়ি থেকে বাজেয়াপ্ত কম্পিউটারের সিপিইউ পরীক্ষা করা হচ্ছে বলে তদন্তকারীরা জানান। পুলিশ জানায়, কম্পিউটারের হার্ড ডিস্ক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এ দিন বিকেলে কুণালকে জেরা করেন বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার এবং গোয়েন্দা-প্রধান অর্ণব ঘোষ। রবিবার কুণালকে যখন বিধাননগর এসিজেএম আদালতে তোলা হয়, সেই সময় সারদা কাণ্ডের এক অভিযোগকারিণীকে ডেকে পাঠানো হয়েছিল বিধাননগর কমিশনারেটে। মিডিয়া গ্রুপের সিইও হিসেবে সারদার অফিসে কুণালের কর্মকাণ্ডের একাধিক তথ্য পাওয়া গিয়েছে। ওই তথ্য যাচাই করার জন্য কুণালকে ফের জেরা করেন তদন্তকারীরা। শনিবার গ্রেফতারের পরে কে বা কারা কুণালের ফেসবুকের ‘পেজ’-এ মন্তব্য লিখেছিলেন, ওই মন্তব্য পরে কে তুলে নিলেন, সবই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

পুরনো খবর:

শ্যামলী গুপ্ত প্রয়াত
মহিলা সমিতির সর্বভারতীয় সম্মেলন শেষ হওয়ার আগেই অসুস্থ হয়ে কলকাতায় ফিরেছিলেন শনিবার। বুদ্ধগয়ায় সোমবার যখন সম্মেলন-মঞ্চে নতুন কমিটি তৈরি হচ্ছে, সেখানে গিয়ে পৌঁছল গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সভানেত্রী শ্যামলী গুপ্তের মৃত্যু সংবাদ! কলকাতার বাড়িতে এ দিন সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামলীদেবী। বয়স হয়েছিল ৬৮। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে এখন তিনিই ছিলেন একমাত্র মহিলা সদস্য। শ্যামলীদেবীর স্বামী শঙ্কর গুপ্তেরও মৃত্যু হয়েছিল অকালে। সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, রাজ্য সম্পাদক বিমান বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকলেই শ্যামলীদেবীর আকস্মিক প্রয়াণে স্তম্ভিত এবং শোকাহত। ছাত্র আন্দোলন থেকে অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে এসেছিলেন শ্যামলী। কর্মজীবনে কলেজে পড়িয়েছেন শিলিগুড়ি, বাঁকুড়া ও নেতাজিনগরে। সাতের দশকে মূলত বাঁকুড়া জেলাতেই মহিলা সমিতির হয়ে কাজ শুরু। তার পরে সংগঠনের রাজ্য ও কেন্দ্রীয় স্তরে দায়িত্ব পালন করেছেন। বুদ্ধগয়ায় এ বারের সম্মেলনে বক্তৃতাও করেছেন, সেখান থেকে সভানেত্রীর পদ ছেড়ে সংগঠনের ‘প্যাট্রন’ হিসাবে থাকার কথা ছিল। আচমকাই অন্ত নেমে এল। শ্যামলীদেবীর পুত্র, পুত্রবধূ ও নাতি রয়েছেন। প্রয়াত নেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে আজ, মঙ্গলবার।

ছাত্রভোট-বৈঠক
ছাত্র সংসদের নির্বাচনের দিন ঠিক করার জন্য ৫ ডিসেম্বর বৈঠকে বসছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিশ্ববিদ্যালয়ে এবং তাদের অধীন কলেজে নির্বাচনের জন্য দু’টি কমিটি গড়া হয়েছিল। ওই দু’টি কমিটি হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার পুলিশ-প্রশাসনের প্রধানদের কাছে ছাত্রভোটের সম্ভাব্য তারিখ জানতে চেয়েছিল। সেই সংক্রান্ত তথ্য পাওয়ার পরে সোমবার বৈঠকে বসে কমিটি। পরে বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, দু’টি কমিটি একত্র করে নির্বাচন কমিশন তৈরি হয়েছে। সরকারি নিয়ম মেনে সেই কমিশনের প্রধান হবেন উপাচার্য। কমিশনের জন্য সংশ্লিষ্ট জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের কাছ থেকে প্রতিনিধিদের নাম চাওয়া হবে। নাম আসার পরে ৫ ডিসেম্বর বৈঠকে বসবে কমিশন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.