মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্নের জবাব এবং তাঁর উপস্থিতিতে আলোচনার দাবিতে সোমবার বিধানসভা বয়কট করল কংগ্রেস।
গত বুধবার হঠাৎই বিধানসভায় এসে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা এবং কংগ্রেসকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র বা কংগ্রেস সম্পর্কে একতরফা ভাবে মমতা নিজের বক্তব্য জানালেও সভায় বিরোধী কংগ্রেসকে তার জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এ ব্যাপারে আলোচনার দাবি জানিয়েছিল কংগ্রেসের পরিষদীয় দল। কিন্তু এই ব্যাপারে স্পিকার বিমানবাবুর কাছ থেকে কোনও রকম সদুত্তর না পাওয়া যায়নি। তাই এ দিন কংগ্রেস বিধায়করা সভা বয়কট করেন।
পরে দলীয় বিধায়ক মানস ভুঁইয়া বলেন, “যে মুখ্যমন্ত্রী নিজেকে সংসদীয় গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে দাবি করেন, তিনিই বিরোধীদের বক্তব্য শোনেন না। গত দু’বছরেরও বেশি সময় ধরে আমরা এই একই জিনিস লক্ষ করে আসছি। এই অবস্থায় আমরাও আর বিধানসভায় উপস্থিত থাকার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না।” আজ, মঙ্গলবার বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেও নিজেদের এই দাবি তুলবে কংগ্রেস। বৈঠকের সিদ্ধান্তের নিরিখে কংগ্রেস ঠিক করবে অধিবেশনের বাকি দিনগুলি সভায় যোগ দেবে কি না।
বয়কটের পিছনে কংগ্রেসের অবস্থান ব্যাখ্যা করে মানসবাবু বলেন, “এর আগের দিন আলুবীজের সমস্যা, আলুর দাম ইত্যাদি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হঠাৎই কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি এবং কেন্দ্রের তরফে এ রাজ্যকে বঞ্চনার অভিযোগ এনেছিলেন। সমস্ত বিষয়টাকেই রাজনীতির রূপ দিয়েছিলেন তিনি। এই অবস্থায় কংগ্রেসেরও অধিকার রয়েছে এই বক্তব্যকে খণ্ডন করার সুযোগ পাওয়ার। সভার রীতি মেনেই আমরা বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছিলাম। কিন্তু আমাদের সেই সময় দেওয়া হয়নি।” |