অর্ধেক ভাড়ার দাবি, পথ অবরোধ ছাত্রছাত্রীদের |
অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল প্রায় শ’খানেক ছাত্রছাত্রী। সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মথুরাপুর-রায়দিঘি রোডে কাছারি মোড়ে প্রায় চার ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রায়দিঘি থেকে মথুরাপুর স্টেশন মোড় হয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত চলে এম ১০ রুটের বাস। এই ২০ কিলোমিটার রাস্তায় গত কয়েক বছরেই বেড়েছে অটো, ম্যাজিক, ট্রেকারের সংখ্যা। ফলে, যাত্রীসংখ্যা কমে যাওয়ায় লোকসান হচ্ছে বলে অভিযোগ বাস মালিকদের। বাধ্য হয়ে বাস মালিক সংগঠন সিদ্ধান্ত নেয়, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অর্ধেক ভাড়া আর নেওয়া হবে না। অন্য যাত্রীদের মতো পুরো ভাড়াই নেওয়া হবে। সপ্তাহ খানেক আগে সেই মতো এই বিষয়ে নোটিসও দেওয়া হয়েছিল। এ দিন প্রথমে এই বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে বাসকর্মীদের বচসা হয়। পরে এসএফআইয়ের নেতৃত্বে অবরোধ শুরু করে রায়দিঘি কলেজের ছাত্রছাত্রীরা। পরে অবরোধে সামিল হয় অন্য স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও। পুলিশ জানিয়েছে, পাঁচ-ছয়দিনের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে বাস মালিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
|
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হল হাড়োয়ার ভুবনপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পাপিয়া বিবি (২২)। রবিবার রাতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দেড় বছর আগে শাসনের রাইগ্রামের বাসিন্দা পাপিয়ার সঙ্গে ভুবনপুর গ্রামের বাসিন্দা পেশায় ওস্তাগর আতিয়ার রহমানের বিয়ে হয়। পাপিয়ার বাবা আজিজ আলির দাবি, “বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মেয়ের উপরে নির্যাতন চালাত আতিয়ার। সন্তান না হওয়ায় তা দিন দিন বাড়ছিল। রবিবার রাতে আতিয়ার আমাদের জানায় যে মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গিয়ে দেখি বারান্দায় মেয়ের দেহ পড়ে রয়েছে।” এর পরে আজিজ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে শ্বশুরবাড়ির সকলেই পলাতক। |