টুকরো খবর |
টেট পরীক্ষায় অনুত্তীর্ণ, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা ও তমলুক |
ডিএড (ডিপ্লোমা) পাশ করেও প্রাথমিকে টেট পরীক্ষায় সফল হতে পারেননি। প্রতিবাদে সোমবার চন্দ্রকোনার বেসরকারি ডিএড কলেজে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। কলেজ গেটে তালা ঝুলিয়ে দেন, ঘাটাল-চন্দ্রকোনা সড়কও অবরোধ করা হয়। নিয়োগ পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার জন্য পাঁশকুড়ার কনকপুর এলাকার একটি বেসরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজেও প্রবেশপথ আটকে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। এ দিকে, জেলার কয়েকটি প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্রে ব্রিজ কোর্সে উন্নয়ন-ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে প্রশিক্ষণরত শিক্ষক-শিক্ষিকারা তমলুকে জেলা বিদ্যালয় পরিদর্শক ও প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে জড়ো হয়ে এই নিয়ে স্মারকলিপি দেন।
|
উদ্ধার বালক
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
রেলস্টেশন থেকে এক বালককে উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে দুর্গাচক স্টেশনে হিন্দিভাষী ওই বালকটিকে কান্নাকাটি করতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেয়। জিজ্ঞাসাবাদে বছর আটের ওই বালক তার নাম অর্জুন মিস্ত্রি বলে জানায়। বাড়ি হাওড়ায়, দ্বিতীয় শ্রেণিতে পড়ে, বাবা রাজারাম পেশায় কাঠের মিস্ত্রি। রবিবার সন্ধ্যায় একজনের সঙ্গে সে ট্রেনে উঠেছিল। ট্রেনে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর ভয় পেয়ে সে দুর্গাচক স্টেশনে নেমে পড়ে। |
|