|
|
|
|
খানাখন্দে ভরা রাস্তা, সমস্যায় বাসিন্দারা |
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
দু’বছর আগে সারাই হয়েছিল। ইদানীং অবশ্য দেখে তা বোঝার উপায় নেই।
এমনই অবস্থা ডোমজুড় মহিয়াড়ি রোডের। মহিয়াড়ি খটির বাজার সেতু থেকে আন্দুল বাসস্ট্যান্ড পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তাটি ২০০৯ সাল নাগাদ মেরামত করেছিল পূর্ত দফতর (সড়ক)। রাস্তাটির একদিকে আন্দুল রোড, অন্যদিকে মুম্বই রোড। স্থানীয় বাসিন্দাদের কাছে রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এলাকাটিও জনবহুল। কিন্তু বর্তমানে রাস্তার অধিকাংশ জায়গায় ভেঙেচুরে বড় বড় গর্ত হয়ে গিয়েছে। ধুলোর দাপটে যাতায়াতে অস্থির হচ্ছেন বাসিন্দারা। দুর্ঘটনাও ঘটে। |
|
এই হাল রাস্তার।—নিজস্ব চিত্র। |
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি দিয়ে প্রতিদিন মহিয়াড়ি হাইস্কুল, মহিয়াড়ি কুণ্ডুচৌধুরী ইনস্টিটিউশন, গ্রাম্যহিতকারী বালিকা বিদ্যালয়, রানিবালা বালিকা বিদ্যালয় ইত্যাদি স্কুলের ছাত্রছাত্রীরা বিপজ্জনক ভাবে চলাচল করে। বিশেষ করে মহিয়াড়ি লক্ষ্মীকমল হাসপাতালেও রোগী নিয়ে যেতে সমস্যার মুখে পড়তে হয়। সব কিছু বারবার জানানো সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
রাস্তাটি মহিয়াড়ি ১ পঞ্চায়েতের অধীনে। প্রধান কাকলি নস্কর বলেন, “জেলা পরিষদকে জানিয়েছি। তারাই উদ্যোগী হবে।” সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার বলেন, “মহিয়াড়ি রোডটি যাতে দ্রুত মেরামত করা হয়, সে বিষয়ে আমি পূর্ত দফতরকে জানিয়েছি। আশা করি শীঘ্রই কাজ হবে।” অন্য দিকে, পূর্ত দফতরের এক কর্তা আবার জানান, রাস্তা সারানোর বিষয়টি তাঁদের বিবেচনাধীন। |
|
|
|
|
|