দাবিমতো টাকা না পাওয়ায় এক গৃহবধূকে মারধর করে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় আরামবাগের ঘিয়া গ্রামের ঘটনা। জিন্নাতারা বেগম নামে ওই বধূকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শ্বশুরবাড়ির লোকজনের তরফেও বধূর বাপেরবাড়ির আত্মীয়দের বিরুদ্ধে তাঁদের মারধরের পাল্টা অভিযোগ দায়ের হয়। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, খানাকুলের গৌরান গ্রামের বছর কুড়ির জিন্নাতারার মাস সাতেক আগে বিয়ে হয় ঘিয়া গ্রামের শেখ মহম্মদ মুস্তাকের সঙ্গে। বধূর বাবা মির্জা মহম্মদ ইস্রাফিলের অভিযোগ, মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা আরামবাগে ফ্ল্যাট কেনার জন্য ১৫ লক্ষ টাকা দাবি করে। তা না পাওয়াতেই ওরা মেয়ের উপরে অত্যাচার চালাত। তারই জেরে রবিবার সন্ধ্যায় মেয়েকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। কোনও মতে সে প্রতিবেশীদের বাড়িতে ঢুকে পড়ে। প্রতিবেশীরাই মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। বধূর অভিযোগ, “আমাকে মারধর করে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছিল শ্বশুরবাড়ির লোকেরা।” অভিযোগ অস্বীকার করে বধূর স্বামীর দাবি, “কেউ স্ত্রীর উপরে অত্যাচার করেনি। স্ত্রীর হাতের একটি উল্কি নিয়ে অশান্তি হচ্ছিল। সেই অশান্তি মেটাতে এসে শ্বশুরবাড়ির লোকেরাই আমাদের মেরেছে।”
|
ফের পুর-নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্রে মোট ভোটারের চেয়ে বেশি সংখ্যক ভোটের হদিস মিলল। এ বার হাওড়া পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বুথে। এর জেরে ওই ওয়ার্ডের ফলাফলের উপরে স্থগিতাদেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ওই বুথে ৩২৯ জন সই করে ভোট দিলেও বৈদ্যুতিন ভোটযন্ত্রের হিসেবে ভোট পড়েছে ৩৭৯। কাল, বুধবার ২৭ নভেম্বর ওই ওয়ার্ডের ২ নম্বর বুথে ফের ভোট। কমিশন সূত্রে খবর, অন্য একটি বিষয়ে তদন্ত করতে যাওয়ায় ৪৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বুথের ওই তথ্য সময় মতো কমিশনের হাতে পৌঁছায়নি। রবিবার রাতে জেলা প্রশাসন সূত্রে কমিশনের কাছে ওই তথ্য পৌঁছয়। তাই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে দেরি। এই নিয়ে এ বারের পুরভোটে হাওড়া ও রাজারহাট-গোপালপুর মিলিয়ে ৫টি বুথে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ার ঘটনা ঘটল। রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায় জানান, রাজারহাট-গোপালপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ১, ২, ৭ ও ৮ নম্বর বুথে মোট ভোটদাতার চেয়ে বেশি ভোট পড়েছিল। প্রতিটি বুথে যত জন সই করে ভোট দিয়েছেন, তার চেয়ে গড়ে ৫০টি করে বেশি ভোট দেখিয়েছে বৈদ্যুতিন ভোটযন্ত্র। শনিবার সেখানে ফের ভোট হয়।
|
আলু বীজ বিক্রিতে ফাটকা রুখতে আর্জি |
আলু বীজের ফাটকাবাজি রুখতে সোমবার হুগলির চারটি ব্লকে স্মারকলিপি দিল সিপিআই (এমএল) লিবারেশন। এ দিন পাণ্ডুয়া, বলাগড়, ধনেখালি এবং পোলবা-দাদপুর ব্লকে বিডিওদের কাছে স্মারকলিপি দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ন্যায্য মূল্যে আলু বীজ সরবরাহ করা হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। চাষিরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু বীজ পাচ্ছেন না। অথচ খোলা বাজারে চড়া দামে পঞ্জাবের বীজ নিয়ন্ত্রণহীন ভাবে বিক্রি হচ্ছে। এ বিষয়ে লিবারেশনের রাজ্য নেতা সজল অধিকারী বলেন, “আমরা চাই সরকার যখন প্রতিশ্রুতি দিয়েছেন, তখন তা পালন করুন।” সরকার প্রতিশ্রুতি পালন না করলে তাঁরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুমকি দিয়েছেন লিবারেশন নেতা সজলবাবু।
|
চণ্ডীতলার চক তাজপুর হাজি এলাহিবক্স হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতল তৃণমূল। রবিবার এখানে ভোট হয়। ছ’টি আসনের প্রত্যেকটিতেই বামফ্রন্ট প্রার্থীদের হারিয়ে দেন তৃণমূলের প্রার্থীরা। প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই মাদ্রাসার ক্ষমতা ছিল বামেদের হাতে। অন্য দিকে, পশ্চিম তাজপুর উচ্চ বিদ্যালয়েও বামেদের হারিয়ে জয়ী হয়েছে তৃণমূল। |