কংগ্রেসে ভাঙন ধরিয়ে আগেই পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছিল তৃণমূল। উপ-নির্বাচনে তিনটি আসনে জিতে তাদের হাত আরও শক্ত হল আসানসোলে। পুরসভার ১, ৬ ও ৪৭, তিনটি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীরা বড় ব্যবধানে হারিয়ে দিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থীদের। কুলটি পুরসভার একটি ওয়ার্ডের উপ-নির্বাচনেও জয়ী হলেন তৃণমূল প্রার্থী।
আসানসোলের ১ ও ৪৭ নম্বর ওয়ার্ড দু’টি আগে বামেদের দখলে ছিল। দু’টিই এ বার তাদের হাতছাড়া হল। ৬ নম্বর ওয়ার্ডে ক্ষমতা ধরে রাখল তৃণমূল। কুলটির ২০ নম্বর ওয়ার্ডে আগের বার জিতেছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী। এ বার সেটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। সোমবার গণনা শেষের পরে বামফ্রন্ট ও কংগ্রেস হারের কারণ হিসেবে ছাপ্পা ও রিগিংয়ের অভিযোগ তুলেছে। তৃণমূল নেতৃত্ব অবশ্য তা উড়িয়ে দিয়েছেন। |
এ দিন সকাল ৮টা থেকে আসানসোলের মহকুমাশাসকের অফিসে গণনা শুরু হয়। মোট ৯টি টেবিলে গণনা চলে। সকাল সাড়ে ১০টা নাগাদ গণনা শেষ হলে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী স্বপন বন্দ্যোপাধ্যায় তিন হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন আরএসপি-র অরুণ মাজিকে। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের সঞ্জীব চট্টোপাধ্যায়। ৬ নম্বর ওয়ার্ডে দেড় হাজারেরও বেশি ভোটে জিতেছেন তৃণমূলের গুরুদাস চট্টোপাধ্যায়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন সিপিএমের লুসু টোপ্প ও কংগ্রেসের ভিনসেন্ট হুইলার। ৪৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মিলন মণ্ডল প্রায় ১৯০০ ভোটে জিতেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি-র অমল মণ্ডল, তৃতীয় কংগ্রেসের রামপিয়ারি প্রসাদ। কুলটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কুসুম বাউড়ি ১৫৮ ভোটে হারিয়েছেন ফরওয়ার্ড ব্লকের ভারতী ধীবরকে। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের জবা রুইদাস। |
এ দিনের এমন ফলের পরে আসানসোল পুরসভায় ৫০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে রইল ২৯টি। বাকি আসনের মধ্যে বামেরা ১৬টি ও কংগ্রেস ৫টি দখলে রেখেছে। কুলটি পুরসভায় ৩৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে রইল মোট ২৩টি। কংগ্রেস দু’টি ও বামেরা দশটি ওয়ার্ডে ক্ষমতায় রয়েছে।
প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক আকাশ মুখোপাধ্যায় বলেন, “ছাপ্পা ও রিগিংয়ের প্রতিবাদে এ দিনের ভোট গণনা বয়কট করেছি আমরা।” সিপিএমের আসানসোল জোনাল কমিটির সম্পাদক পার্থ মুখোপাধ্যায়েরও দাবি, রিগিং ও ছাপ্পা না হলে ফল উল্টো হত। যদিও এ সব অস্বীকার করে তৃণমূলের তরফে এই উপ-নির্বাচনের দায়িত্বে থাকা আসানসোলের মেয়র পারিষদ তথা দলের জেলা যুব সভাপতি অভিজিৎ ঘটক এই জয়ের জন্য শহরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। এ দিন শহরে মিছিলও করে তৃণমূল।
|