চার আসনই দখল করে দাপট বজায় তৃণমূলের
ংগ্রেসে ভাঙন ধরিয়ে আগেই পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছিল তৃণমূল। উপ-নির্বাচনে তিনটি আসনে জিতে তাদের হাত আরও শক্ত হল আসানসোলে। পুরসভার ১, ৬ ও ৪৭, তিনটি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীরা বড় ব্যবধানে হারিয়ে দিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থীদের। কুলটি পুরসভার একটি ওয়ার্ডের উপ-নির্বাচনেও জয়ী হলেন তৃণমূল প্রার্থী।
আসানসোলের ১ ও ৪৭ নম্বর ওয়ার্ড দু’টি আগে বামেদের দখলে ছিল। দু’টিই এ বার তাদের হাতছাড়া হল। ৬ নম্বর ওয়ার্ডে ক্ষমতা ধরে রাখল তৃণমূল। কুলটির ২০ নম্বর ওয়ার্ডে আগের বার জিতেছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী। এ বার সেটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। সোমবার গণনা শেষের পরে বামফ্রন্ট ও কংগ্রেস হারের কারণ হিসেবে ছাপ্পা ও রিগিংয়ের অভিযোগ তুলেছে। তৃণমূল নেতৃত্ব অবশ্য তা উড়িয়ে দিয়েছেন।
ফল ঘোষণার পরে আসানসোলে মিছিল করল তৃণমূল। —নিজস্ব চিত্র।
এ দিন সকাল ৮টা থেকে আসানসোলের মহকুমাশাসকের অফিসে গণনা শুরু হয়। মোট ৯টি টেবিলে গণনা চলে। সকাল সাড়ে ১০টা নাগাদ গণনা শেষ হলে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী স্বপন বন্দ্যোপাধ্যায় তিন হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন আরএসপি-র অরুণ মাজিকে। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের সঞ্জীব চট্টোপাধ্যায়। ৬ নম্বর ওয়ার্ডে দেড় হাজারেরও বেশি ভোটে জিতেছেন তৃণমূলের গুরুদাস চট্টোপাধ্যায়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন সিপিএমের লুসু টোপ্প ও কংগ্রেসের ভিনসেন্ট হুইলার। ৪৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মিলন মণ্ডল প্রায় ১৯০০ ভোটে জিতেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি-র অমল মণ্ডল, তৃতীয় কংগ্রেসের রামপিয়ারি প্রসাদ। কুলটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কুসুম বাউড়ি ১৫৮ ভোটে হারিয়েছেন ফরওয়ার্ড ব্লকের ভারতী ধীবরকে। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের জবা রুইদাস।
আসানসোলে চার আসন দখল করে দাপট বজায় তৃণমূলের।
এ দিনের এমন ফলের পরে আসানসোল পুরসভায় ৫০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে রইল ২৯টি। বাকি আসনের মধ্যে বামেরা ১৬টি ও কংগ্রেস ৫টি দখলে রেখেছে। কুলটি পুরসভায় ৩৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে রইল মোট ২৩টি। কংগ্রেস দু’টি ও বামেরা দশটি ওয়ার্ডে ক্ষমতায় রয়েছে।
প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক আকাশ মুখোপাধ্যায় বলেন, “ছাপ্পা ও রিগিংয়ের প্রতিবাদে এ দিনের ভোট গণনা বয়কট করেছি আমরা।” সিপিএমের আসানসোল জোনাল কমিটির সম্পাদক পার্থ মুখোপাধ্যায়েরও দাবি, রিগিং ও ছাপ্পা না হলে ফল উল্টো হত। যদিও এ সব অস্বীকার করে তৃণমূলের তরফে এই উপ-নির্বাচনের দায়িত্বে থাকা আসানসোলের মেয়র পারিষদ তথা দলের জেলা যুব সভাপতি অভিজিৎ ঘটক এই জয়ের জন্য শহরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। এ দিন শহরে মিছিলও করে তৃণমূল।

এক নজরে ফলাফল
আসানসোলে ১ নম্বর ওয়ার্ডে ৩১২০ ভোটে জয়ী তৃণমূলের স্বপন বন্দ্যোপাধ্যায়।
৬ নম্বর ওয়ার্ডে ১৬৬৩ ভোটে জয়ী তৃণমূলের গুরুদাস চট্টোপাধ্যায়।
৪৭ নম্বর ওয়ার্ডে ১৮৯০ ভোটে জয়ী তৃণমূলের মিলন মণ্ডল।
কুলটির ২০ নম্বর ওয়ার্ডে ১৫৮ ভোটে জয়ী তৃণমূলের কুসুম বাউড়ি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.