ফাটল বোমা, আতঙ্ক শহরে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
তৃণমূল অঞ্চল কমিটির পার্টি অফিসের সামনে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হল। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ নিউ কোচবিহারের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু অজ্ঞাতপরিচয় লোকজন রবিবার রাতে ওই পার্টি অফিসের সামনে ঘোরাঘুরি করছিল। আচমকাই বিকট একটা শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ফেটে যাওয়া বোমার কৌটো উদ্ধার করেছে পুলিশ। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেছেন, “গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” |
রাসমেলা ৯ দিনে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
রাতের রাসমেলা । রবিবার কোচবিহারে হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি। |
রাসমেলা মঞ্চ থেকে কখনও ভাওইয়া, কখনও রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। এ বারে সেই মঞ্চ মাতাতে আসছেন মুম্বই, কলকাতার শিল্পীরা। সোমবার রাসমেলা ৯দিনে পড়ল। মেলা কমিটি সূত্রের খবর, এদিনই মুম্বই শিল্পী জলি মুখোপাধ্যায়ের আসার কথা। আসবেন সাধনা সরগম, কবিতা কৃষ্ণমূর্তি ছাড়াও কলকাতার শিল্পীরা। পুর চেয়ারম্যান বীরেন কুণ্ডু বলেছেন, “মেলায় নানা জিনিস দেখা, কেনাকাটা করতে মানুষ ভিড় করেন। অনেকে সঙ্গীতের খোঁজে মেলায় চলে আসেন। সেদিকে লক্ষ্য রেখেই স্থানীয় শিল্পীদের সঙ্গে মুম্বই, কলকাতা থেকে শিল্পীদের নিয়ে আসা হচ্ছে।” ১৭ নভেম্বর থেকে রাসমেলা শুরু হয়। ওই দিন থেকে এক দিকে মদনমোহনের মন্দিরে শুরু হয় ধর্মীয় গানসহ নানা অনুষ্ঠান। আর এক দিকে মেলার মাঠের মঞ্চে নানা অনুষ্ঠান, যেমন লোকসঙ্গীত, নাচ, আবৃত্তি, বাংলা ব্যান্ডের অনুষ্ঠান হয়। কলকাতা ও অসমের দল এতে অংশ নিয়েছে। |
নয়া হিমঘর হবে চাঁচলে
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুরে একটি নতুন হিমঘর তৈরির পরিকল্পনা নিল মালদহ সমবায় হিমঘর কর্তৃপক্ষ। রবিবার সামসিতে ওই সমবায় সংস্থার ২৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁচল মহকুমার সামসিতে বর্তমানে দুটি হিমঘরে রয়েছে। সব মিলিয়ে ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু, তাতে সমস্যা না মেটায় আরও একটি হিমঘর জরুরি হয়ে পড়েছে। সংস্থার সভাপতি আনেসুর রহমান বলেন, “মহকুমায় আরও একটি হিমঘর হলে চাষিরা উপকৃত হবেন।” |
চুরি বাড়ছে শহরে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সম্প্রতি মাথাভাঙা শহর ও লাগোয়া এলাকায় একের পর চুরির অভিযোগ উঠছে। গত দশ দিনে অন্তত আটটি চুরির অভিযোগ উঠেছে। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “একটি দুষ্কৃতী দল সব চুরির সঙ্গে জড়িত। দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে।” বৃহস্পতিবার রাতে মাথাভাঙার ভবেরহাটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের দুটি চাকা চুরির অভিযোগ ওঠে। রাতে নিশিগঞ্জ থেকে একটি ছোট গাড়ির চাকা চুরির অভিযোগ ওঠে। শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ব্যবসায়ীর গাড়ির ৩টি চাকা খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তাই প্রশ্ন উঠে গিয়েছে পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে। |
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বাড়ির পাশে দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন এক যুবক। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার পূর্বকাটলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের নাম সাহানুর মোল্লা (২৬)। রাত ৩টা নাগাদ পুলিশ গিয়ে তাঁর বাড়ির পাশে মাঠ থেকে দেহটি উদ্ধার করে। সম্পত্তি নিয়ে হত যুবকের পরিবারে গোলমাল চলছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। কুমারগঞ্জের ওসি গণেশ শর্মা জানান, খুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এদিন সকালে নিহতের দাদা ইশাক মোল্লা কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। |
দুর্ঘটনায় মৃত প্রৌঢ়া
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুরের কাবুয়া রোডে। ৮১ নম্বর জাতীয় সড়কেরবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম কুলসুম বিবি (৫০)। মৃতা ওই এলাকারই বাসিন্দা। দুর্ঘটনার পর বাইক চালককে আটকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাসিন্দারা।
|