১ ইনি সর্বক্ষণ যজ্ঞাগ্নি
প্রজ্বলিত রাখেন।
৩ দেখার যোগ্য।
৫ চট করে দেখে নিয়ে।
৮ যাতে চড়ে যাওয়া যায়।
৯ (ব্যঙ্গে) মস্ত লোক।
১১ বলা হয়েছে এমন।
১২ গানে কেরামতি প্রদর্শন।
১৪ ব্যবসাতে এ দু’টি পাশাপাশি চলে।
১৬ রাজা আবার যমরাজও।
২০ বিঘ্ন দূরকারী, গণেশ।
২২ শ্রীকৃষ্ণের প্রিয় গাছ।
২৩ চূড়ান্ত বা শেষ।
২৪ এটি কখনও হারাতে নেই।
২৫ নাকড়া জাতীয় বড় বাদ্যযন্ত্র।
২৭ মুকুন্দরামের উপাধি।
২৮ দরবারে যাতায়াতকারী।
৩০ নৃত্যশিল্পে দক্ষ।
৩২ ‘হাতে—করে ঠনঠন...।’
৩৫ কষ্ট আবার বিশেষ চেষ্টা।
৩৬ সমুদ্র থেকে উত্থিত অগ্নি।
৩৮ গাছের শাখা।
৪০ খুব বেশি।
৪১ ভারতের দক্ষিণে
কুমারিকা অন্তরীপ।
৪২ তাঁতের মাকু। |
|
১ জলপথে বাণিজ্যকারী।
২ সমৃদ্ধ গ্রাম।
৩ নিজের ব্যাপারে উদাসীন।
৪ সব্জির নামে উত্তরবঙ্গের নদী।
৫ একগুঁয়ে বা গোঁয়ার।
৬ নোংরা স্থানকে যা বলে।
৭ অব্যাহতি, ছাড়।
১০ জীবনযাত্রার উপযোগী।
১৩ যুদ্ধের জন্য সৈন্যসমাবেশ।
১৫ ‘করেছে আমার নয়ন—...।’
১৭ ভিন্ন অবস্থা।
১৮ আইনসম্মত ঋণের দলিল।
১৯ ভাইয়ের সঙ্গে ছাড়াছাড়ি।
২১ নাম ও ঠিকানা।
২৩ পদতল।
২৬ সাহিত্যের উন্নতিবিধান।
২৭ প্রবঞ্চক, ঠক।
২৯ উকিলদের সংস্থা।
৩১ সীমাচিহ্নের নাশক।
৩৩ পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক।
৩৪ অবধারিত ক্ষয়প্রাপ্তি।
৩৫ পান্তাভাতের জল।
৩৭ যুদ্ধে বা প্রতিযোগিতায়
পিছিয়ে যায় না এমন।
৩৯ হাতের বর্মবিশেষ। |