টুকরো খবর
ফের ভাঙন কংগ্রেসের
জলপাইগুড়ি জেলায় ফের ভাঙনের মুখে কংগ্রেস। দলের জলপাইগুড়ি জেলা পরিষদের দুই বিজয়ী সদস্য অমরনাথ ঝা ও অতুল সুব্বা সোমবার জেলা তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে তৃণমূলে যোগ দেবেন বলে জানান। অতুলবাবু কালচিনির কংগ্রেস জেলা পরিষদ সদস্য তথা ৪০ বছরেরও বেশি সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। অতুল সুব্বা বলেন, “দীর্ঘদিন ধরে কংগ্রেসের জেলা নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, এলাকার উন্নয়ন থমকে ছিল। সে কারণেই সোমবার তৃণমূল কংগ্রেস যোগ দিচ্ছি।” তার সঙ্গে রাজাভাতখাওয়া, মোথাবাড়ি, মেন্দাবাড়ি, চুয়াপাড়া থেকে কংগ্রেস নেতা সমর্থকেরা জলপাইগুড়িতে গিয়ে তৃণমূলে যোগ দেবেন বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি নাগরাকাটা এলাকার জেলা পরিষদ সদস্য তথা নাগরাকাটা ব্লক কংগ্রেসের সভাপতি অমরনাথ ঝা’ও সোমবার জলপাইগুড়ি গিয়ে তৃণমূলে যোগ দেবেন বলে জানান। এ দিন তিনি বলেন, “দীর্ঘ ১২ বছর নাগরাকাটা ব্লক কংগ্রেস একাধিক সাফল্য এনে দিলেও জেলা নেতৃত্বের থেকে যোগ্য সম্মান পাইনি। নাগরাকাটার উন্নয়নকে জোরদার করতে অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

ব্যবসায়ী উদ্ধার
মহিষের বাথানে কাজে গিয়ে ৩ দিন নিখোঁজ কুমারগ্রামের ব্যবসায়ীকে উদ্ধার করে জলপাইগুড়ি পুলিশের হাতে তুলে দিল অসম পুলিশ। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া মোষ ব্যবসায়ীর নাম গোপাল দাস। বাড়ি কুমারগ্রামে শিলবাংলোয়। রবিবার অসম পুলিশের ফোন পেয়ে বারবিশা ফাঁড়ির পুলিশের একটি দল অসম থেকে তাঁকে উদ্ধার করে। বৃহস্পতিবার অসম সীমানার ঘোলানি নদী পেরিয়ে বাথানে যান গোপালবাবু। অসম থেকে আসা কয়েক জন যুবক তাঁকে বন্দুক দেখিয়ে তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখে। শনিবার রাতে সেখান থেকে পালিয়ে গোসাইগাঁও থানার সাপকাটা পুলিশ ক্যাম্পে তিনি আশ্রয় নেন। আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, ওই ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ থাকলেও আমাদের কাছে অভিযোগ ছিল না।”

শিলিগুড়িতে শ্রমমন্ত্রী
‘এক শিল্প এক ইউনিয়ন’-এর পক্ষে সওয়াল করলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। রবিবার শিলিগুড়ি দেশবন্ধুপাড়ায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সংগঠনের ডাকে এক অনুষ্ঠানে এই পরামর্শ দেন পূর্ণেন্দুবাবু। শ্রমমন্ত্রী বলেন, “শিল্পে একাধিক ইউনিয়ন শিল্পের ক্ষতি করে। কাজের গতি রুদ্ধ হয়। তাতে আখেরে শ্রমিকদেরই ক্ষতি হয়। এখন প্রতিটি রাজনৈতিক দলের একটি করে শ্রমিক ইউনিয়ন আছে। যা কাম্য নয়।” তিনি শাসক দলে থেকেও তা বিশ্বাস করেন? তিনি বলেন, “এ কথা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কেউ বাইরে নয়।” শিলিগুড়িতে ইএসআই হাসপাতালের ব্যপারে রাজ্য উদ্যোগী হলেও তা কেন্দ্রের অসহযোগিতায় কার্যকর হচ্ছে না বলে জানান তিনি।

পড়ে মৃত্যু
ওয়াচ টাওয়ারের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে মৃত্যু হল এক বনকর্মীর। রবিবার বিকালে জলদাপাড়া জঙ্গলের পশ্চিম রেঞ্জের ময়রাডাঙা বিটে ঘটনাটি ঘটে। মৃতের নাম খালেক প্রধান (৫৯)। এ দিন বিকালে ২৫ ফুট উঁচু কাঠের নজর মিনারে উঠেছিলেন খালেকবাবু-সহ তিন বন কর্মী। বিকেলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান খালেক।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.