মাসখানেক আগে ‘নির্মল বিদ্যালয়’ এবং এ বার ‘শিশু মিত্র’ পুরস্কার ঝুলিতে পুরেছে তারা। আর তার জন্যই মিলন উৎসবের আয়োজন করেছে স্কুলেরই কচিকাঁচাদের নিয়ে গঠিত ‘শিশু সংসদ’। তাদের সাহায্য করেছে ‘মাতা শিক্ষক সমিতি’। স্কুল পড়ুয়াদের মায়ের একাংশ ও শিক্ষিকারা আছেন ওই সমিতিতে। রবিবার ফাঁসিদেওয়ায় সুদামগছ প্রাথমিক স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে খুশি বিধায়ক শঙ্কর মালাকার, সুনীল তিরকি, সভাধিপতি জ্যোতি তিরকি, শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মুকুল কান্তি ঘোষ-সহ উপস্থিত সকলেই।
শুরুতে খড়ের একটি ঘর ছিল। এখন দোতালা ভবন হয়েছে। সিঁড়ির ধাপে লেখা রয়েছে ১,২,৩ সংখ্যাগুলি। স্কুলের গ্রিলের দিকে তাকিয়ে তাতে লেখা ক, খ, গ, ঘ......এবং এ, বি, সি, ডি অক্ষরে চোখ বুলিয়েই পড়াশোনা করে কচিকাঁচারা। পাঠ্যসূচির একটা বড় অংশ লেখা রয়েছে শ্রেণি কক্ষের দেওয়ালে। এখানেই শেষ নয়, স্কুলের বাগানে মিড ডে মিলের সব্জি চাষ হয়। রয়েছে ভেষজ বাগানও। প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, সার্বিক স্বাস্থ্য বিধান প্রকল্পে স্কুলটিকে নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয় অক্টোবর মাসে। স্কুলের শৌচাগার, জলের ব্যবস্থা, শিক্ষক, পড়ুাদের স্বাস্থ্য সচেতনতা দেখে ওই পুরস্কার দেওয়া হয়। স্কুলের পড়ুয়াদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং তার জন্য বিভিন্ন নিয়ম মেনে চলা দেখে দেওয়া হয় শিশু মিত্র পুরস্কার। গত ১১ নভেম্বর কলকাতায় টাউন হলে স্কুল কর্তৃপক্ষকে সংবর্ধনা জানানো হয়।
প্রত্যন্ত স্কুলটিতে ২৫৬ জন পড়ুয়া রয়েছে। তার মধ্যে ১৩৯ জনই মেয়ে। ছাত্রছাত্রীদের ৯০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। সম্প্রতি শিশু সংসদ প্রতিযোগিতায় স্কুলের এক ছাত্রী এবং এক ছাত্র শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ভুমিকায় পুরস্কার পেয়েছে। গত ১৩ নভেম্বর স্কুলটি পরিদর্শন করেছিলেন ইউনিসেফ-এর প্রতিনিধি দল। তারাও স্কুলের পরিবেশ দেখে খুশি। স্কুলের পরিবেশ, শিক্ষাদানের বিভিন্ন দিকগুলি অন্যদের কাছে তুলে ধরতে তারা তথ্য চিত্র বানানোর পরিকল্পনাও নিয়েছেন।
শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মুকুল কান্তি ঘোষ বলেন, “শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং অভিভাবকেরা স্কুলটির সুষ্ঠু পরিবেশ গড়ে তুলেছেন। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য শৌচাগার, পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতায় নির্মল বিদ্যালয় পুরস্কার এবং সম্প্রতি শিশু মিত্র পুরস্কার পেয়েছে। এটা আমাদের গর্বের বিষয়।” প্রাথমিক স্কুল সংসদ থেকে স্কুলটিকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য টিভি কিনতে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক।
এ দিন মিলন উৎসবে ফাঁসিদেওয়া সার্কেলের এসআই আসানুল করিমকে সংবর্ধনা জানান ছাত্রছাত্রীরা। সংবর্ধনা জানানো হয়, স্কুলের ইলেকট্রিকের মিস্ত্রি-সহ অনেককেই। স্কুলটিকে এই ভাবে গড়ে তোলার পিছনে যাঁদের অবদান রয়েছে। আসানুলবাবু বলেন, “শিক্ষক-শিক্ষিকা, স্কুলের পড়ুয়া এবং অভিভাবকরা একযোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় এটা সম্ভবপর হয়েছে। আমরা স্কুলের এই উন্নয়ন ধরে রাখতে সচেষ্ট।”
ধৃত ব্যবসায়ী। ভেজাল ঘি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ধরল দুর্নীতি দমন শাখা। রবিবার শিলিগুড়ির জলপাই মোড়ের একটি দোকান থেকে কয়েক কুইন্টাল ভেজাল ঘি উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তির নাম বিকাশ অগ্রবাল। তিনি দার্ঘ দিন ধরেই ঘিয়ের সঙ্গে ডালডা মিশিয়ে বিক্রি করছিলেন বলে পুলিশি সূত্রে জানানো হয়েছে। |