টুকরো খবর |
বধূকে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল বিষ্ণুপুরের লয়ের গ্রামে। মৃতের নাম আঁখি দে (২০)। শুক্রবার রাতে ওই বধূর মৃতু হয়। শনিবার রাতে বধূর বাবা ইন্দাস থানার পাঁচকোনা গ্রামের বাসিন্দা মন্টু মেদ্দা জামাই অরূপ দে সহ-আট জনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন। বছর দেড়েক আগে একটি সোনার দোকানের কর্মী অরূপের সঙ্গে আঁখির বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাই-সহ শ্বশুর বাড়ির লোকজন নানা অছিলায় আঁখির উপর অত্যাচার চালাত বলে মন্টুবাবুর দাবি। তাঁর অভিযোগ, ‘‘মেয়ে বাড়ির কাজকর্ম ভাল জানত না। তার জন্য গঞ্জনা চলত রোজ। কিন্তু শ্বাসরোধ করে মেরে ফেলবে ভাবতেও পারিনি।” পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে ১৫ নভেম্বর বিষ্ণুপুরেরই ভালুকা গ্রামে বধূকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে দেওয়ার অভিযোগে আরও দু’জনকে পুলিশ ধরেছে। আগেই মিতা মাকুড় নামে নিহত ওই বধূর শাশুড়িকে পুলিশ গ্রেফতার করেছিল। শনিবার ধরা পড়ে নিহতের জেঠশ্বশুর ক্ষুদিরাম ও খুড়শ্বশুর গণপতি মাকুড়। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বাড়ি থেকেই ওই দু’জনকে ধরা হয়। ঘটনার পরে তারা পালিয়েছিল। ধৃতদের শনিবারই বিষ্ণুপুর আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ হয়। মূল অভিযুক্ত, বধূর স্বামী মনসা মাকুড় এখনও পলাতক।
|
দলবদলে পঞ্চায়েত পেল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
নির্বাচনে হেরেও গেলেও সিপিএম সদস্যেরা দলবদল করায় পঞ্চায়েতের দখল পেল তৃণমূল। রবিবার বলরামপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রতীকে নির্বাচিত পাঁচ সদস্য তৃণমূলে যোগ দেন। এর ফলে পঞ্চায়েতটি সিপিএমের হাতছাড়া হল। ওই পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১৭। তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ১০টি আসন পেয়ে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল। তৃণমূল পেয়েছিল ছ’টি আর কংগ্রেস একটি। এ দিন বলরামপুর বাসস্ট্যান্ডে এক সভায় সিপিএমের প্রধান মৃত্যুঞ্জয় মাঝি, উপপ্রধান আশিস ঘোষ-সহ দলের পাঁচ জন এবং কংগ্রেসের এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেন। এর ফলে তৃণমূলের সদস্য বেড়ে হল ১২। প্রধান ও উপপ্রধানের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে তাঁরা যোগ দেন। ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো ও সভাধিপতি সৃষ্টিধর মাহাতো। ওই সভায় বলরামপুর পঞ্চায়েত সমিতির সিপিএম সদস্য সুখেন রুইদাস তৃণমূলে যোগ দেন। সিপিএমের বলরামপুর জোনাল কমিটির সম্পাদক গোবর্ধন মাঝি বলেন, “আমাদের দলের কয়েকজন তৃণমূলে যোগ দিয়েছেন। এটা নীতিহীনতা।”
|
আড়শায় পোস্টার উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মাওবাদীদের নামাঙ্কিত পতাকা উদ্ধারে পুলিশ।—নিজস্ব চিত্র। |
কিষেনজির মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার থেকে শহিদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে মাওবাদীরা। তার আগে রবিবার সকালে আড়শা থানার কাঁটাডি হাটতলার কাছে একটি মাঠে শহিদ সপ্তাহ পালন করার জন্য সিপিআই (মাওবাদী) নামাঙ্কিত কিছু পোস্টার উদ্ধার হয়। সেখানে কাস্তের ছবি দেওয়া লাল রঙের একটি পতাকা টাঙানো ছিল। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার বলেন, “একটি পতাকা ও কিছু পোস্টার পাওয়া গিয়েছে। তবে মাওবাদীরা এ রকম পতাকা ব্যবহার করে না। এটা কাদের কাজ, তা আমরা দেখছি।” ছ’সাতটি সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার পড়েছিল। লেখা ছিল, দুর্নীতিগ্রস্থ নেতা-মন্ত্রীদের গণআদালতে বিচার করুন। নির্যাতিত নিপীড়িত, অবহেলিত গরিব মানুষের মুক্তিদাতা বীরশহিদ কিষেনজি অমর রহে। কিষেনজির রক্ত হবে না কো ব্যর্থ। তৃণমূল কংগ্রেস, সিপিএম একই পথের পথিক। পোস্টারের নীচে উল্লেখ করা ছিল সিপিআই (মাওবাদী)। পুলিশ সুপার জানান, এলাকায় যেমন টহল চলে, তেমনই চলছে। উল্লেখ, ২০০৬ সালে এই এলাকায় একটি রক্ষীশিবিরে হানা দিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র লুঠ করেছিল মাওবাদীরা। এই এলাকা থেকে মাওবাদীদের এক সময়কার ‘মুক্তাঞ্চল’ ঘাটবেড়ার দূরত্বও খুব বেশি নয়। কারা এই ঘটনায় যুক্ত তা ভাবাচ্ছে পুলিশকে।
|
বিবেকানন্দ স্মরণ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন স্বামী কৃপাকরানন্দ।—নিজস্ব চিত্র। |
রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে রবিবার বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠান হয়ে গেল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল সার্ধশতবর্ষে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গিকতা বিষয়ে আলোচনাসভাও। অংশ নেন বেলুড় মঠের স্বামী কৃপাকরানন্দ, বরাহনগর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী ঋতানন্দ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ প্রমুখ। স্বাগত ভাষণ দেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী নিরান্তরানন্দ। অনুষ্ঠানে শহরের বহু মানুষ যোগ দিয়েছিলেন।
|
হার ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • সাঁওতালডিহি |
দিনের বেলায় এক মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। শনিবার দুপুরে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের কলোনির ভিতরে ঘটনাটি ঘটেছে। পুলিশের কাছে ওই মহিলার স্বামী তথা বিদ্যুৎকেন্দ্রের এক পদস্থ আধিকারিক দেবব্রত দত্ত অভিযোগে জানিয়েছেন, শনিবার দুপুরে পড়শির বাড়ি থেকে আবাসনে ফেরার সময় দুই দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁর স্ত্রীর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
|
ম্যারাথন দৌড়
নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ |
|
পুলিশের উদ্যোগে রবিবার ম্যারাথন দৌড় হল হিড়বাঁধে। হাতিরামপুর থেকে লেঁদাকেন্দি মোড় পর্যন্ত সাত কিমি দৌড় প্রতিযোগিতা হয়। ১০৭ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। প্রথম হন শালপাড়া গ্রামের দীপক মাঝি, দ্বিতীয় হন হিড়বাঁধের শেখ রাজু, এবং তৃতীয় হন ব্রহ্মডাঙা গ্রামের সৌরভ মাঝি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন হিড়বাঁধের ওসি সলিল পাল-সহ পুলিশ আধিকারিকরা।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল একটি বেসরকারি নির্মাণ সংস্থার এক বাস্তুকারের। জখম হলেন এক ঠিকা শ্রমিক। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর থানার দুমদুমি গ্রামের কাছে। মৃত নলিনীকুমার সিংহের (৪২).বাড়ি রাঁচির দুবরায়। তিনি ডিভিসি-র নির্মীয়মান বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছিলেন। রঘুনাথপুরের বাসিন্দা ওই ঠিকা শ্রমিকের সঙ্গে ওই বাস্তুকার যাচ্ছিলেন। একটি ট্রাক্টর এসে তাঁদের পিছনে ধাক্কা মারে। পুলিশ ট্রাক্টরটি আটক করেছে।
|
আজ ফল ঘোষণা
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
আজ সোমবার বাঁকুড়া, পুরুলিয়া ও রঘুনাথপুর পুরসভার চারটি ওয়ার্ডের উপ নির্বাচনের ফল গণনা করা হবে। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। বাঁকুড়ার ভোট গণনা হবে ট্রেজারি বিল্ডিংয়ে। পুরুলিয়া ও রঘুনাথপুর পুরসভার গণনা হবে দুই মহকুমাশাসকের কার্যালয়ে। গণনাকেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করছে প্রশাসন।
|
সবলা মেলা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
জেলা সবলা মেলা শুরু হল রবিবার পুরুলিয়ার রাঁচি রোডে জিইএল চার্চ ময়দানে। উদ্বোধন করেন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। উপস্থিত ছিলেন জেলাশাসক তন্ময় চক্রবর্তী, জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, বিধায়ক কে পি সিংহদেও প্রমুখ। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ৪০টি স্টল রয়েছে। মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
|
জেলা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
রাজ্য কো-অর্ডিনেশন কমিটির নতুন বাঁকুড়া জেলা সম্পাদক হলেন অতনু মজুমদার। তিনি সংগঠনের যুগ্ম সম্পাদক ছিলেন। সহ-সভাপতি পদ থেকে নতুন সভাপতি হলেন ধর্মদাস ঘটক। শনিবার থেকে বাঁকুড়া শহরে সংগঠনের দু’দিনের জেলা সম্মেলন হয়।
|
বইয়ের জন্য |
|
ছবি: শুভ্র মিত্র। |
সাত দিনের শিশু বইমেলা শুরু হল বিষ্ণুপুরে। বই পড়ার অভ্যাস গড়ে তোলার দাবিতে মিছিলে পা মেলায় শিশুরা। বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে রবিবার বইমেলার উদ্বোধন করেন রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মেলা চত্বরে প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা থাকছে। শিশু বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক রবীন্দ্রনাথ পাত্র ও তারাশঙ্কর চক্রবতী জানান, মেলায় ২৪টি প্রকাশনা সংস্থা বই নিয়ে এসেছে। প্রথম দিনেই শিশুদের সঙ্গে বড়রাও ভিড় জমান। |
|