হালিশহরে বাইক-বাহিনীর হানা
নিজস্ব সংবাদদাতা • হালিশহর |
হালিশহর পুরসভার আট বাম কাউন্সিলরের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যার ওই ঘটনায় এক কাউন্সিলরের মেয়েকে অপহরণের চেষ্টা হয় বলে অভিযোগ। ২৩ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর রামচন্দ্র সাউ নিখোঁজ বলে ডায়েরি করেছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত দাস। এ দিনের ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে সিপিএম। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। বাম পুরবোর্ড চালিত হালিশহর পুরসভার ১৩ জন কাউন্সিলর বামেদের, ১০ জন তৃণমূলের। অভিযোগ, রবিবার সন্ধেয় কুড়ি জনের একটি বাইকবাহিনী রড, চেন, হকি স্টিক নিয়ে প্রথমে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তেঁতুলতলার বাসিন্দা রঞ্জিত দাসের বাড়িতে চড়াও হয়। তাঁর বাবা-মাকে মারধর করা হয়। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্রসাদনগরের বাসিন্দা শম্ভু ঘোষের বাড়ি গিয়ে তাঁর মেয়ের হাত ধরে টানাটানি করে দুষ্কৃতীরা। তাঁর বোন শুক্লা ঘোষ রায় বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। এর পরে এক এক করে বাকি কাউন্সিলরদের বাড়িতেও দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। |
ডুবে মৃত্যু দুই শিশুর
নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর |
পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার সীমান্তবর্তী হাকিমপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত দুই শিশুর নাম সাহিলা খাতুন (৪) এবং মুসকান খাতুন (৩)। বাড়ি ওই গ্রামেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাকিমপুর বাজারের বাসিন্দা সাদরুল গাজি এবং ইসমাইল গাজি সম্পর্কে নিকট আত্মীয়। এ দিন বাড়ির সামনে পুতুল নিয়ে খেলছিল সাদরুলের মেয়ে সাহিলা এবং ইসমাইলের মেয়ে মুসকান। পরে শিশু দু’টিকে অনেক ক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বাঁশবাগানের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। শাঁড়াপুল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
গাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কাশীনগর মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রঞ্জন হালদার (৫৫)। বাড়ি মথুরাপুরের রায়পুরগ্রামে। রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সে সময়ে রায়দিঘিগামী একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালায়। রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। |