টুকরো খবর |
বন্যাদুর্গতদের সাহায্য
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের তরফে রবিবার তমলুকের চনশ্বরপুর হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে অনন্তপুর -১, ২ ও নীলকুণ্ঠার ৬২৫০ জন পড়ুয়ার হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়। সংগঠনের জেলা সভাপতি গোপাল সাহু জানান, সংগঠনের সদস্যদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে পড়ুয়াদের বাঁধাই খাতা, কাগজ, কলম, জ্যামিতি ও পেনসিল বক্স দেওয়া হয়েছে। |
|
তমলুকে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের বীজ ও সার বিলি।—নিজস্ব চিত্র। |
২৮ নভেম্বর নিকাশি হাইস্কুল মাঠে পদুমপুর-১, ২ ও বরগোদারগোদা এলাকার ও নিকাশিবাজারে শ্রীরামপুর-১, ২ পঞ্চায়েত এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী দেওয়া হবে। এ ছাড়াও বিষ্ণুবাড়-১, ২ পঞ্চায়েত এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রী দেওয়া হবে। এদিনই নাইকুড়িতে স্টেট এগ্রিকালচার টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্লকের ২০০ জন কৃষকের হাতে ১০ কেজি ধানবীজ ও ১০ কেজি সারের মিনিকিট তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির তরফে পাঁশকুড়ার পুরুষোত্তমপুর বাজারে ১২২ জন কৃষকের হাতে ৫ কেজি করে বীজধান দেওয়া হয়।
|
যুবা-কৃতি মেলা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
শনি ও রবিবার লালগড়ে অনুষ্ঠিত হল ‘যুবা-কৃতি মেলা ২০১৩’। নেহেরু যুব কেন্দ্র এবং লালগড় সজীব সঙ্ঘের যৌথ উদ্যোগে স্থানীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গণে ছিল কৃষি বিষয়ক ও হস্তশিল্পের নানা প্রদর্শনী ও স্টল। দুই সন্ধ্যায় পরিবেশিত হয় লোক সংস্কৃতির নানা অনুষ্ঠান। যুবক-যুবতীদের সামাজিক কাজে আগ্রহী করে তুলতে এই উদ্যোগ। |
|