টুকরো খবর
নয়া নালিশে ফাঁসতে পারেন তেজপাল
তহেলকা সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে নতুন অভিযোগ আনার সম্ভাবনা উড়িয়ে দিল না পুলিশ। আজ গোয়া পুলিশের ডিআইজি ও পি মিশ্র বলেন, “আমাদের হাতে বেশ কিছু তথ্য এসেছে। প্রয়োজনে আরও কিছু বাড়তি অভিযোগ আনা হতে পারে।” তবে পুলিশ এখনও তেজপালের সঙ্গে যোগাযোগ করেনি বলেই তাঁর আইনজীবী জানান। গোয়ার হোটেলে নিজের পত্রিকারই এক তরুণী সাংবাদিককে ধর্ষণের অভিযোগ উঠেছে তেজপালের বিরুদ্ধে। রবিবার অভিযোগকারিণীর তিন সহকর্মীর বয়ান নথিভুক্ত করেছে পুলিশ। ঘটনার পরে ওই তিন সহকর্মীকেই তিনি বিষয়টি প্রথম জানিয়েছিলেন বলে অভিযোগকারিণীর দাবি। তহেলকার কার্যনির্বাহী সম্পাদক সোমা চৌধুরীকে তিনি যে ই-মেলটি করেন, তাতেও ওই তিন জনের উল্লেখ ছিল। রবিবার তাঁদের ঘণ্টা চারেক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শনিবার প্রায় ন’ঘণ্টা ধরে জেরা করা হয় সোমাদেবীকে। তাঁর আইপ্যাড, ল্যাপটপ ও হার্ড ডিস্ক চেয়েছিল গোয়া পুলিশের তদন্তকারী দল। মিশ্র জানান, বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্রপাতি তাঁদের হাতে এসেছে। তহেলকার পক্ষ থেকেও টুইটারে বলা হয়, প্রয়োজনীয় সব নথি তারা পুলিশকে দিয়েছে। ওই তরুণীর অভিযোগ, তেজপালের পরিবার তাঁর পরিবারের উপর চাপ সৃষ্টি করছে। তাঁর দাবি, তেজপালের এক আত্মীয় তাঁর মায়ের কাছে এসে জানতে চান কে তাঁদের আইনি সাহায্য করছেন? তেজপালের বিরুদ্ধে অভিযোগের ফল হিসেবে এখন তাঁরা কী চান? এর জেরে তরুণীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মহিলা কমিশন। সেই প্রসঙ্গে অপরাধ দমন শাখার অফিসার বলেন, “অভিযোগকারিণী যদি পুলিশের কাছে নিজে থেকে সাহায্য চান, তবে আমরা সব রকম নিরাপত্তা দিতে প্রস্তুত।”

পুরনো খবর:

যুবকের মৃত্যু, চিরাং অগ্নিগর্ভ
গণপ্রহারে এক যুবকের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল চিরাং-এর বল্লমগুড়ি এলাকা। পুড়ল পুলিশ চৌকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালাল, কাঁদানে গ্যাস ছুড়ল। তাতেও অবস্থা আয়ত্তে আনতে না পেরে জারি করা হয়েছে সান্ধ্য কার্ফু। ঘটনার সূত্রপাত গত কাল রাতে। স্থানীয় সূত্রে খবর, অক্সিগুড়ি এলাকায় দু’টি বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় মানুষ বের হয়ে আসে। নামদেব বসুমাতারি নামে পলাশবাড়ির এক যুবক বন্ধুর সঙ্গে বাইকে যাচ্ছিলেন। তখনই উগ্রপন্থী সন্দেহে তাদের ধাওয়া করে কয়েকজন। বন্ধু পালালেও নামদেবকে ধরে ফেলে বেধড়ক মারা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আজ সকালে ঘটনার প্রতিবাদে বল্লমগুড়ি থানা ঘেরাও করা হয়। পুলিশ হত্যাকারীদের ধরতে না পারায় শুরু হয় ভাঙচুর। একটি পুলিশ চৌকিতে আগুল লাগানো হয়। এলাকায় বিরাট পুলিশবাহিনী ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে আবসু আগামী কাল ১২ ঘণ্টার বিজনি বন্ধ ডেকেছে। জেলা প্রশাসনের তরফে এলাকায় কার্ফু জারি করা হয়েছে। অন্য দিকে, বিজনির পানবাড়ি গ্রাম থেকে ধ্রুব বরুয়া নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে অজ্ঞাতপরিচয় চার জঙ্গি বাইকে চেপে এসে পিস্তল দেখিয়ে ধ্রুববাবুকে তুলে নিয়ে যায়। ঘটনায় এনডিএফবির সংবিজিৎ গোষ্ঠী জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

অপহৃত ব্যবসায়ী
দাবি মতো তোলা না পেয়ে এক ব্যবসায়ী, তিন ট্রাক চালক ও ৬ শ্রমিককে অপহরণ করল কার্বি জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে কাজিরাঙার বাগরি এলাকায়। পুলিশ জানায়, গত কাল বিকেলে বাঁশ ব্যবসায়ী তথা ঠিকাদার মকবুল হুসেন বাগোরি এলাকার একটি জঙ্গলে বাঁশ সংগ্রহের কাজ করাচ্ছিলেন। তখনই জংলা পোশাকের ৫ সশস্ত্র জঙ্গি সেখানে হাজির হয়। দুই তরফে কথা কাটাকাটির পরে জঙ্গিরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে মকবুল ও তাঁর ৯ সঙ্গীকে অপহরণ করে। মকবুল নগাঁও জেলার চামাগুড়ির বাসিন্দা। বাকি চালক ও শ্রমিকরাও নগাঁওয়ের আশপাশেই থাকেন। বিকেলে জঙ্গিরা ছয় শ্রমিককে মুক্তি দেয়। রাম মির্ধা নামে মুক্তি পাওয়া এক শ্রমিক জানায়, তাদের সকলকে মারধর করে জঙ্গলের মধ্যে কয়েক ঘণ্টা হাঁটানো হয়। রাতে তাঁরা একটি জঙ্গি শিবিরে পৌঁছন। মকবুল ও তিন ট্রাক চালককে পরে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আজ বাকি শ্রমিকদের ছেড়ে দেয় জঙ্গিরা। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে তাঁরা কুঠোরি এলাকায় পৌঁছন। মকবুল ও বাকিদের উদ্ধারের জন্য যৌথ বাহিনী অভিযান শুরু করেছে।

কুসংস্কারগ্রস্ত নই: রাও
ইসরোর বিজ্ঞানীদের মতো তিনি কুসংস্কারগ্রস্ত নন, দাবি ভারতরত্ন চিন্তামণি নাগেশ রামচন্দ্র রাওয়ের। তাঁর অভিযোগ, ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থার প্রধান প্রতিটি অভিযানের আগে মহাকাশযানের প্রতিকৃতি বানিয়ে তিরুপতিতে বালাজির পায়ে ছুঁইয়ে আনেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মানুষ ভয় পান। তাঁরা ভাবেন, ভগবানকে কিছু দিলে তবেই তাঁদের সব কাজ মনের মতো হবে।” তিনি আরও জানান, জ্যোতিষচর্চায় তিনি বিশ্বাস করেন না। অনেকেই ভাবেন, তিনি তথ্যপ্রযুক্তিরও বিরোধী। সেটাও নয়। রাওয়ের মতে, “ভারতে বিজ্ঞানচর্চার অবস্থা ভাল নয়। তবে ভাল কাজ করছে চিন। আমেরিকাও পিছিয়ে। ভারতের যুব সমাজও কারও থেকে পিছিয়ে নেই। তবে প্রথমে ভারতীয় হিসেবে গর্ববোধ করতে হবে।”

আদালতে কমিশন
ভোট-বিধির সংস্কার চেয়ে নির্বাচন কমিশন এ বার দ্বারস্থ হল সুপ্রিম কোর্টের। কমিশন শীর্ষ আদালতে আর্জি জানিয়েছে, পাঁচ বছর বা তার বেশি জেল হতে পারে এমন অপরাধের অভিযোগ কারও বিরুদ্ধে থাকলে, তার ভোটে দাঁড়ানো নিষিদ্ধ করা হোক।

জব্বর শীত কাশ্মীরে
নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই কাশ্মীর উপত্যকায় জাঁকিয়ে বসেছে শীত। দিনেও তাপমাত্রা এত কম থাকছে যে, এই বিয়ের মরসুমেও বেরোনোর জো নেই ভূস্বর্গের বাসিন্দাদের। তাই নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই গরম জামা নামিয়েছেন বাসিন্দারা। শরীর উষ্ণ রাখতে শুকনো সব্জিও বাজারে এসেছে সময়ের আগেই। সবের সৌজন্যেই শীতের তড়িঘড়ি আবির্ভাব। তবে গোটা ছবিটাই আশাপ্রদ নয়। কারণ তাপমাত্রার সঙ্গেই পাল্লা দিয়ে নেমেছে পর্যটকদের আসাও। জনৈক বেসরকারি হোটেল-মালিকের মতে, বিদ্যুৎ-ঘাটতির জেরে হোটেলের ঘর গরম করার মতো পরিষেবাগুলি ব্যবহার করা যাচ্ছে না। ফলে কমেছে পর্যটকের আসা।

ডাকটিকিটে রেল ওয়ার্কশপ
পূর্ব রেলের কাঁচরাপাড়া ও জামালপুর ওয়ার্কশপের ১৫০ বছর উপলক্ষে ডাক বিভাগ দু’টি পোস্টাল স্ট্যাম্প ও ‘ফার্স্ট ডে কভার’ বাজারে ছাড়তে চলছে। কাল, মঙ্গলবার শিয়ালদহ স্টেশনে তার উদ্বোধন করবেন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। কাঁচরাপাড়া ওয়ার্কশপ দেশের প্রাচীন রেল ওয়ার্কশপগুলির অন্যতম। স্বাধীনতার পরে নতুন নাম হয় ইস্টার্ন রেলওয়ে ওয়ার্কশপ, কাঁচরাপাড়া। এখন সেখানে ইলেকট্রিক লোকো এবং ইএমইউ ট্রেন সারানো হয়। সারানো হয় রেলের কাজে ব্যবহৃত অন্যান্য কামরা, ইঞ্জিনও। জামালপুর রেলওয়ে ওয়ার্কশপ দেশের বৃহত্তম।

উদ্ধার কর্তা
সেনা-পুলিশ যৌথ অভিযানে অসমের গোয়ালপাড়া থেকে মেঘালয় সরকারের রেশম বিভাগের কর্তা দিলীপ দত্ত মেধিকে উদ্ধার করা হল। পুলিশ জানায়, অভিযানে নিহত চার রাভা জঙ্গি। ১৪ নভেম্বর গুয়াহাটিতে বাড়ি ফেরার পথে দিলীপবাবুকে অপহরণ করা হয়। রবিবার শুরু হয় যৌথ অভিযান।

মেয়েকে ধর্ষণ
মেয়েকে ধর্ষণ করার অভিযোগে তামিলনাডুর কুম্বাকোনম থেকে গ্রেফতার করা হল বাবাকে। পুলিশ জানিয়েছে, পেশায় অটোচালক বাবা প্রায় চার বছর ধরে ধর্ষণ করেছে তার মেয়েকে। ফলে বছর চব্বিশের মেয়েটির তিনটি সন্তানও হয়েছে। তবে শুধু ধর্ষণ নয়, লোকটি এক বার মেয়েটির কানও কেটে দিয়েছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.