পুলিশ মিথ্যা মামলায় দলীয় নেতাকর্মীদের ফাঁসাচ্ছে, এই অভিযোগ তুলে রবিবার সকালে রামপুরহাট শহরে মিছিল করে পাঁচমাথা মোড়ে প্রতিবাদসভা করল সিপিএম।
মিছিলে ছিলেন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম, জেলা কমিটির অন্যতম সদস্য ব্রজ মুখোপাধ্যায়, রামপুরহাট ১ এবং ২ জোনাল সম্পাদক যথাক্রমে গোলাম কুদ্দুস ও কালাম মোল্লা প্রমুখ। তাঁদের অভিযোগ, পুলিশ অন্যায় ভাবে বর্গাদারের প্রতি নির্যাতন করছে, শিবদাস লেট, দিলীপ মেহেনাদের মতো জেলাস্তরের নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে। এ দিনই সিপিএমের জেলা কমিটির সদস্য শিবদাস লেট এবং সারা ভারত কৃষক সভার রামপুরহাট ১ ব্লকের সভাপতি দিলীপ মেহেনাকে আদালতে তোলা হলে এক দিনের জেল হাজত হয়। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে রামপুরহাট থানার আইসি সুবীর বাগ বলেন, “যাঁরা নিজেদেরকে বর্গাদার বলে দাবি করছেন, তাঁরা বর্গাদারের বিষয়ে প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেননি। জমির মালিকের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে ধরেছে।”
যদিও গোপালপুর গ্রামের বাসিন্দা বাসুদেব লেটের দাবি, “আমরা দীর্ঘ দিন থেকে বর্গাদার হিসেবে সংশ্লিষ্ট জমির মালিককে নিয়মিত ভাবে জমির ধান দিয়ে আসছি। জমি মালিকের কথা অনুযায়ী ধান দেওয়ার ব্যাপারে কোনও কাগজপত্র লেখা হত না।” তাঁর অভিযোগ, “এ বছর আমরা জমিতে ধান লাগিয়েছিলাম এবং তা আমাদের অধিকার বলে কাটতে গিয়েছিলাম। সম্প্রতি জমির মালিক একটা কাগজ দেখিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।” সিপিএমের জেলা সম্পাদক দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, “ধান কাটাকে কেন্দ্র করে বিবাদ। অথচ পুলিশ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দিচ্ছে।” |