বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
শাসক দলের এক বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে পোস্টার পড়ল কালনা শহরের বিভিন্ন জায়গায়। একটি মিছিলও হয়। পোস্টারে বলা হয়েছে নিজের প্রভাব খাটিয়ে ওই বিধায়ক তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের ‘টেট’ পরীক্ষায় (প্রাথমিক শিক্ষকের নিয়োগের পরীক্ষা) পাশ করিয়ে দিয়েছেন। যদিও বিধায়ক অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের টেট পরীক্ষায় যাঁরা পাশ করেছেন তাঁরা নিজের যোগ্যতাতে করেছেন।” সিপিএমের কালনা জোনাল কমিটির সদস্য স্বপন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “সর্বত্রই প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন।”
|
ভস্মীভূত চারটি বাড়ি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ভস্মীভূত হয়ে গেল চারটি বাড়ি। আরেকটি বাড়ি আংশিক ভাবে পুড়েছে। শনিবার দুপুরে কালনার নান্দাই পঞ্চায়েত এলাকার ঘুঘুডাঙা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, পুড়ে যাওয়া বাড়িগুলি পাটকাঠি ও অ্যাসবেস্টস দিয়ে তৈরি ছিল। প্রথমে একটি বাড়িতে আগুন লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ে। বাড়ি থেকে জিনিসপত্র বের করতে গিয়ে আহত হয়েছেন এক বাসিন্দাও। পরে স্থানীয় একটি পুকুর থেকে জল এনে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
|