খেলার টুকরো খবর

বর্ধমানে জমি পেলে স্টেডিয়াম, জানালেন বিশ্বরূপ
শহরের মধ্যে কিংবা আশেপাশে মাঠ তৈরির জন্য জমি খুঁজছে সিএবি। এমনই জানালেন সিএবির কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। রবিবার জেলা ক্রীড়া সংস্থার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনই জানালেন তিনি। এ দিন বিশ্বরূপবাবু বলেন, “কয়েক বছর ধরে আমি ক্রিকেটের জন্য বর্ধমান শহর কিংবা তার আশেপাশে একটা মাঠ চাইছি। যেখানে রঞ্জি ট্রফি, বিসিআইয়ের অনুমোদিত প্রতিযোগিতাগুলি করা সম্ভব হবে। কিন্তু এখনও মাঠের জন্য জায়গা পাইনি।” এরপর অনুষ্ঠানে উপস্থিত বর্ধমানের বিশিষ্ট চিতি্সক শিশির পাঁজা জানান, ১০৮ শিবমন্দিরের কাছে তাঁর ১১ একরের একটি জায়গা আছে। ক্রিকেট মাঠের জন্য দরকার হলে সেই জায়গার যতটা প্রয়োজন দিতে রাজি বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠান উপস্থিত জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “উনি আমাদের কাছে লিখিতভাবে জমি দান করার কথা বললে ও জমির কাগজপত্র দিলে ওই জমিতে ক্রিকেট মাঠ ও স্টেডিয়াম তৈরির জন্য দ্রুত কাজ শুরু হবে।” এ দিনের অনুষ্ঠানে ২০১২ সালে জেলার ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক্সের চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলির হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে ২০১৩ সালের অনূধ্বর্র্ ১৬ ও অনূধ্বর্র্ ১৯ আন্তঃজেলা ফুটবলে জয়ী ও রানার্স দল ও অনুর্ধ্ব ১৪ আন্তঃজেলা ক্রিকেটে জয়ী ও রানার্স দলের সদস্যদেরও পুরষ্কার দেওয়া হয়। কোচিং ক্যাম্প ও স্কুল পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সফল দলগুলিকে ও রাজ্যস্তরে পদক জেতা অ্যাথলিটরাও এ দিন পুরষ্কার পান। ২০১২ সালের সেরা রেফারির পুরিষ্কার পেয়েছেন খন্ডঘোষের প্রভাত রাউত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু।

প্রাক্তন কোচকে স্মরণ ফুটবলেই
ক্লাবের প্রাক্তন কোচ এবং রেফারিকে ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়েই স্মৃতিচারণ করল কালনা শহরের পিনাকি মেমোরিয়াল অ্যাথলেটিক্স ক্লাব। রবিবার ওই ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের উদ্যোগে অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে একটি ফুটবল প্রতিযোগিতা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ক্লাবে দীর্ঘদিন ধরে ফুটবল প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ভাদুড়ি পাড়ার বাসিন্দা রুবেন সান্যাল। তাঁর খ্যাতি ছিল গোটা মহকুমা জুড়ে। চলতি বছরের ২২ জুন হৃদরোগে মৃত্যু হয় রুবেনবাবুর। তাঁর স্মৃতিতেই এ দিন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কালনা, মেমারি, পাণ্ডুয়া, চন্দননগর, বর্ধমান, ভদ্রেশ্বর এবং হুগলির ৮টি দল খেলায় যোগ দেয়। ফাইনালে মুখোমুখি হয় ভদ্রেশ্বর ইউ এ সি ক্লাব এবং মেমারির সড়ড়া গ্রামের রাদ একাদশ। ১-০ গোলে জেতে ভদ্রেশ্বর। দু’টি দলের হাতে উদ্যোক্তাদের তরফে তুলে দেওয়া হয় ট্রফি এবং নগদ অর্থ। প্রতিটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। এ দিন ভালো খেলেও সেমিফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় কালনা একাদশকে। পিনাকি মেমোরিয়াল ক্লাবের পক্ষে সম্পাদক অরূপ ভট্টাচার্য বলেন, “কালনার ফুটবলে রুবেনদা-র অনেক অবদান রয়েছে। চেষ্টা করব পরের বছরও একই ভাবে তাঁকে স্মরণ করতে।”

নক আউট ফুটবল
কেতুগ্রামের বালুটিয়া শ্রী দুর্গা পাঠাগার আয়োজিত নক্ আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হয়েছে কান্দরা। রবিবার বিকালে স্থানীয় গঙ্গাটিকুরি রেলওয়ে ময়দানের ফাইনালে কান্দরা ৮-০ গোলে মুর্শিদাবাদের কাকগ্রামকে হারিয়ে দেয়। হ্যাটট্রিক করেন মানস কর্মকার। ফাইনালের ও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কান্দরার দেবাশিস মাঝি ও কিরণ শেখ। এ দিন মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক শেখ শাহানেওয়াজ, প্রাক্তন প্রধান শিক্ষক পুরোবধি মুখোপাধ্যায়-সহ প্রমুখেরা। আয়োজক সংস্থা জানিয়েছে, প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।

পড়ুয়াদের ক্রীড়া
হাটকালনায় চলছে প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের ক্রীড়া প্রতিয়োগিতা। —নিজস্ব চিত্র।
১৪টি স্কুলের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল কালনা ১ ব্লকের হাটকালনা পঞ্চায়েতের প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের ক্রীড়া। শনিবার স্থানীয় লিচুতলা এলাকায় বিডিও-র কার্যালয় সংলগ্ন মাঠে দীর্ঘলম্ফন, উচ্চলম্ফন, হাঁড়িভাঙা, জিমন্যাস্টিকসের মতো নানা বিভাগে প্রায় দেড়শো জন পড়ুয়া যোগ দেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন কালনা পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায়।

রামনগরের হার
কোটালডি বিবেকানন্দ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হুগলি মহাল। রবিবার ডামরা-কোটালডি মাঠে তারা রামনগর পাণ্ডবেশ্বরকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলায় গোল হয়নি। প্রতিযোগিতায় সেরা হয়েছেন বিজয়ী দলের অলোক বড়ুয়া। পুরস্কার তুলে দেন আসানসোল পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি। খেলা পরিচালনা করেন অনিমেষ দাস, রূপেন্দু বন্দ্যোপাধ্যায়, অরুণ রায় এবং সুখেন্দু বন্দ্যোপাধ্যায়।

ফাইনালে জাজিগ্রাম
মঙ্গলকোটের মাজিগ্রামে এক ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল কাটোয়ার জাজিগ্রাম গোপীনাথ মুড়ি মিল। ৩-০ গোলে তারা আসানসোল একাদশকে হারায়। তিনটি গোলই করেন শ্রীকান্ত কোড়া।

হারল কালকূট সঙ্ঘ
আকাশ বাউরি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আমরাসোতা হরিমন্দির ক্লাব। তারা রবিবার কুণ্ডুপুকুর ময়দানে টাইব্রেকারে ২-১ গোলে হারায় কালকুট সঙ্ঘকে। ফাইনালের সেরা বিজয়ী দলের অরবিন্দ কোড়া।

জয়ী পাণ্ডবেশ্বর
উদয়ন সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় রবিবার প্রথম দিনের খেলায় বিজয়ী হয় পাণ্ডবেশ্বর পুলিশ। কুমারডি মাঠে তারা পাণ্ডবেশ্বর ফুটবল অ্যাকাডেমিকে ১-০ গোলে হারিয়ে দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.